যদিও রয়েছে তাঁর অভিসারে মন,
বিরহ-বেদনে কিন্তু চলে না চরণ।
তাই আজি বসে রাই নিকুঞ্জ-কুটীরে;
সকী সেই কথা কহে উৎসুক হরিরে।
দ্বাদশ সঙ্গীত।
(মধূকাণের দেখিলাম শ্রীবৃন্দাবনে-সুরের মত)
“কাঁদে রাই শ্রীবৃন্দাবনে, সেই নিকুঞ্জ-কাননে,
কোথায় প্রাণের হরি, সঘনে বলে বদনে।
হিয়ায় আবেশ ভরে চৌদিকে তোমারে হেরে,
(ভাবে) পিয়িতেছ যেন তুমি অধর সুধা সে বদনে।
চলে যেতে অভিসারে নব অনুরাগ ভরে,
বিধুরা বিরহে তব ঢলে পড়ে ধরাপরে,
কুবলয় কিশলয় হয়েছে তাঁর বলয়,
বাঁচিছে তোমায় প্রেম- আশা-রবির-কিরণে।
কভু বা তব ভূষণে সাজিয়ে অতি যতনে
নিজাঙ্গ শ্যামাঙ্গ বলি নিয়ত ভাবিছে মনে,
কেন হরি অভিসারে সই লো বিলম্ব করে,
কহে রাই বারে বারে কভু সহচরী-গণে।
ঘন-শ্যাম তমো-পুঞ্জে নেহারি রাই নিকুঞ্জে,
অধীরা চুমিতে চাহে শ্যাম তাহে ভাবি মনে।
তোমার বিলম্বে ধনী কভু কাঁদে পাগলিনী,
আবার তোমার তরে সাজায় সুতনু খানি।”
শ্রীজয়দেবের গীত রসিক জনের চিত
সাজাক আনন্দে এবে হরি-প্রেম-বিভূষণে।
“মদন তরঙ্গ তাঁর অন্তরে উথলে,
ডুবিছে মৃগাক্ষি তব প্রেম-সিন্ধু-জলে।
সে জলে ডুবিয়া, হরি, তোমায় ধেয়ান
কোন মতে বাচাঁইছে আজি তাঁর প্রাণ।
পুলকিত-তনু কভু, কভু বা শিহরে,
কভু বা করুণ-স্বরে পরিতাপ করে।
কতবার পরিছেন অঙ্গেতে ভূষণ,
কতবার করিছেন পুনঃ উম্মোচন;
পত্র-সঞ্চলনে গণি তব আগমন
কতবার করিছেন শয্যা বিরচন।
তব সহ প্রেম-লীলা করিয়া চিন্তন,
কোন মতে জীয়ে রাই আছে এতক্ষণ।
আজি রজনীতে কিন্তু জীয়ে কি না জীয়ে,
যদি না বাঁচাও তাঁরে দরশন দিয়ে।”
“কৃষ্ণ-সর্প-কেলি-ভূমি এ ভাণ্ডীর-বনে
থেক না, যাও হে ওই নন্দের ভবনে,
সুখে রবে;” ইহা বলি কৃষ্ণের সদনে
প্রদোষে পাঠান রাধা যে পথিক-জনে,
সেজন-বচনে বুঝি সঙ্কেত রাধার
পিতারে লুকায়ে কৃষ্ণ কি মর্ম্ম তাহার,
কহিলেন তারে যেই প্রশংসা বচন;
জয়-যুক্ত হোক তাহা সদা সর্ব্বক্ষণ।
———————-
মূল সংস্কৃত
অথ তাং গন্তুমশক্তাং চিরমনুরক্তাং লতাগৃহে দৃষ্ট্বা |
তচ্চরিতং গোবিন্দে মনসিদমন্দে সখী প্রাহ ||১||
গীতম্
গোণ্ডাকিরীরাগেণ রূপকতালেন গীয়তে
পশ্যতি দিশি দিশি রহসি ভবন্তম্ |
তদধরমধুরমধুনি পিবন্তম্ ||
নাথ হরে সীদতি রাধা বাসগৃহে ||১||
ত্বদভিসরণরভসেন বলন্তী
পততি পদানি কিয়ন্তি চলন্তী ||৩||
বিহিতবিশদবিসকিশলয়বলয়া
জীবতি পরমিহ তব রতিকলয়া ||৪||
মহুরবলোকিতমণ্ডনলীলা
মধুরিপুরহমিতি ভাবনশীলা ||৫||
ত্বরিতমুপৈতি ন কথমভিসারম্ |
হরিরিতি বদতি সখীমনুবারম্ ||৬||
শ্লিষ্যতি চুম্বতি জলধরকল্পম্ |
হরিরূপগত ইতি তিমিরমনল্পম্ ||৭||
ভবতি বিলম্বিনি বিগলিতলজ্জা
বিলপতি রোদিতি বাসকসজ্জা ||৮||
শ্রীজয়দেবকবেরিদমুদিতম্
রসিকজনং তনুতামতিমুদিতম্ ||৯||
বিপুলপুলকপালিঃ স্ফিতশীত্কারমস্তজনিতজড়িমকাকুব্যাকুলং ব্যাহরন্তী |
তব কিতব বিধায়ামন্দকন্দর্পচিন্তাং রসজলধিনিমগ্না ধ্যানলগ্না মৃগাক্ষী ||১০||
অঙ্গেম্বাভরণং করোতি বহুশঃ পত্রেহপি সঞ্চারিণি
প্রাপ্তং ত্বাং পরিশঙ্কতে বিতনুতে শয্যাং চিরং ঘ্যায়তি |
ইত্যাকল্পবিকল্পতল্পরচনাসঙ্কল্পলীলাশত-
ব্যাসক্তাপি বিনা ত্বয়া বরতনুনৈষা নিশাং নেষ্যতি ||১১||
কিং বিশ্রাম্যসি কৃষ্ণভোগিভবনে ভাণ্ডারভূমিরুহি
ভ্রাতর্যাহি ন দৃষ্টি গোচরামতঃ সানন্দনন্দাস্পদম্ |
রাধায়া বচনং তদধ্বগমুখান্নন্দান্তিকে গোপতো
গোবিন্দস্য জয়ন্তি সায়মতিথি-প্রশস্ত্যগর্ভা গিরঃ ||১২||
অনেক অনেক ধন্যবাদ বাংলা লাইব্রেরী কতৃপক্ষকে