ভাস্করায় নমঃ : হর মোর তমঃ : দয়া কর দিবাকর।
চারি বেদ কয় : ব্রহ্মতেজোময় : তুমি দেব পরাৎপর।।
দিনকর চাহ দীনে।
তোমার মহিমা : বেদে নাহি সীমা : অপরাধ ক্ষম ক্ষীণে।।
বিশ্বের কারণ : বিশ্বের লোচন : বিশ্বের জীবন তুমি।
সর্ব্বদেবময় : সর্ব্ববেদাশ্রয় : আকাশ পাতাল ভূমি।।
একচক্র রথে : আকাশের পথে : উদয়গিরি হইতে।
বাহ অস্তগিরি : এক দিনে ফিরি : কে পারে শক্তি কহিতে।।
অতি খরতর : পোড়ে মহীধর : সিন্ধুর জল শুকায়।
পদ্মিনী কেমনে : হাসে হৃষ্টমনে : তোমার তত্ত্ব কে পায়।।
দ্বাদশমূরতি : গ্রহগণপতি : সংজ্ঞা ছায়া নারী ধন্যা।
শনি যম মনু : তব অঙ্গজনু : যমুনা তোমার কন্যা।।
বিশ্বের রক্ষিতা : বিশ্বের সবিতা : তাই সবিতা নাম।
তুমি বিশ্বসার : মোরে কর পার : করি হে কোটি প্রণাম।।
কোকনদোপর : থাক নিরন্তর : অশেষ গুণসাগর।
বরাভয় কর : ত্রিনয়ন ধর : মাথায় মাণিকবর।।
স্মরিলে তোমায় : পাপ দূরে যায় : আসরে উদয় হবে।
কৃষ্ণচন্দ্র ভূপে : চাহিবে স্বরূপে : ভারতচন্দ্রের স্তবে।।
তো কি সমস্যা
তুমি আমার মনের মানুষ
মনেরই ভিতর
তুমি আমার জান বন্ধু
অন্তরের অন্তর
তুমি আমায় করো নাকো
কোনদিনও পর
তোমায় এক নজর না দেখলে পরে
পরান আমার পোড়ে
দেখলে পরে দুই নয়নে
তৃষ্ণা আরো বাড়ে
সামনে আমার প্রেমের সিন্ধু
পাইনা তারে এক বিন্দু
হায় আমি অভাগিনী
পিপাসার কাতর
তুমি আমার জান বন্ধু
অন্তরের অন্তর
তুমি আমায় করো নাকো
কোনদিনও পর
তোমার এত ভালোবাসা আমি
বল কোথায় রাখি
বুকের খাঁচায় বন্দী থেকো
ওগো অবুঝ পাখি
তোমার প্রেমে আমি অন্ধ
ফিরে যাওয়ার পথ বন্ধ
ইচ্ছে করে জনম ভরে
করিগো আদর
তুমি আমার জান বন্ধু
অন্তরের অন্তর
তুমি আমায় করো নাকো
কোনদিনও পর
এখানে ভাল গান দেয়া আছে
https://www.youtube.com/watch?v=oaigQ3yRdxA