অদিতি
মহর্ষি ব্রহ্মার ছ’জন মানসপুত্র ছিলেন। এঁদের নাম—মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত্য, পুলহ এবং ক্রতু। মরীচির পুত্রের নাম কশ্যপ। এই কশ্যপ থেকেই পৃথিবীর অধিকাংশ লোকের জন্ম।
ব্রহ্মার অঙ্গুষ্ঠ থেকে জন্মলাভ করেন দক্ষ। দক্ষের কন্যার সংখ্যা ছিল তেরোটি। তাঁদের নাম অদিতি, দিতি, দনু, কালা, দনায়ু, সিংহিকা, ক্রোধা, প্রাধা, বিশ্বা, বিনতা, কপিলা, মুনি এবং কদ্রু।
জ্যেষ্ঠা কন্যা অদিতিকে বিবাহ করেন কশ্যপ। তিনি দক্ষের অন্য বারোটি কন্যাকেও গ্রহণ করেছিলেন। কশ্যপের ঔরসে অদিতির গর্ভে বারোজন আদিত্য জন্মগ্রহণ করেন। এই আদিত্যদের নাম—‘ধাতা, মিত্র, অর্যমা, শক্র, বরুণ, অংশ, ভগ, বিবস্বান, পুষ্যা। আর দশমের নাম সবিতা। একাদশের নাম ত্বষ্টা এবং দ্বাদশ ও সর্বকনিষ্ঠ বিষ্ণু। সকল আদিত্যের মধ্যে তিনি ছিলেন শ্রেষ্ঠ। শক্রের আর এক নাম ইন্দ্র। সর্বকনিষ্ঠ বিষ্ণু বামনরূপী ছিলেন। ত্রিভুবন বিষ্ণুর উপর প্রতিষ্ঠিত আছে।