গণেশায় নমো নমঃ : আদি ব্রহ্ম নিরুপম : পরমপুরুষ পরাৎপর।
খর্ব্বস্থূল কলেবর : গজমুখ লম্বোদর : মহাযোগী পরম সুন্দর।।
বিঘনাশ করো বিঘ্নরাজ।
পূজা হোম যজ্ঞ যাগে : তোমার অর্চ্চনা আগে : তব নামে সিদ্ধ সর্ব্ব কাজ।।
স্বরগ পাতাল ভূমি : বিশ্বের জনক তুমি : সৃষ্টিস্থিতিপ্রলয়ের মূল।
শিবের তনয় হয়ে : দুর্গারে জননী কয়ে : ক্রীড়া কর হয়ে অনুকূল।।
হেলে শুণ্ড বাড়াইয়া : সংসার সমুদ্র পিয়া : খেলাচ্ছলে করহ প্রলয়।
ফুৎকারে করিয়া বৃষ্টি : পুনঃ কর বিশ্বসৃষ্টি : ভাল খেলা খেল দয়াময়।।
বিধি বিষ্ণু শিব শিবা : ত্রিভুবন রাত্রি দিবা : সৃষ্টি পুনঃ করহ সংহার।
বেদে বলে তুমি ব্রহ্ম : তুমি জপ কোন্ ব্রহ্ম : তুমি সে জানহ মর্ম্ম তার।।
যে তুমি সে তুমি প্রভু : জানিতে নারিনু কভু : বিধি হরি হর নাহি জানে।
তব নাম লয় যেই : আপদ্ এড়ায় সেই : তুমি দাতা চতুর্ব্বর্গদানে।।
আমি চাহি এই বর : শুন প্রভু গণেশ্বর : অন্নপূর্ণামঙ্গল রচিব।
কৃপাবলোকন কর : বিঘ্নরাজ বিঘ্ন হর : ইথে পার তবে যে পাইব।।
আপনি আসরে উর : নায়কের আশা পূর : নিবেদিনু বন্দনা বিশেষে।
কৃষ্ণচন্দ্রভক্তি আশে : ভারত সরস ভাষে : রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে।।