ও কী সুরে গান গাস , হৃদয় আমার ? শীত নাই গ্রীষ্ম নাই , বসন্ত শরৎ নাই , দিন নাই রাত্রি নাই -- অবিরাম অনিবার ও কী সুরে গান গাস , হৃদয় আমার ? বিরলে বিজন বনে বসিয়া আপন মনে ভূমি - পানে চেয়ে চেয়ে , একই গান গেয়ে গেয়ে -- দিন যায় , রাত যায় , শীত যায় , গ্রীষ্ম যায় , তবু গান ফুরায় না আর ? মাথায় পড়িছে পাতা , পড়িছে শুকানো ফুল , পড়িছে শিশিরকণা , পড়িছে রবির কর , পড়িছে বরষা - জল ঝরঝর ঝরঝর , কেবলি মাথার ' পরে করিতেছে সমস্বরে বাতাসে শুকানো পাতা মরমর মরমর -- বসিয়া বসিয়া সেথা , বিশীর্ণ মলিন প্রাণ গাহিতেছে একই গান একই গান একই গান । পারি নে শুনিতে আর একই গান একই গান । কখন থামিবি তুই , বল্ মোরে বল্ প্রাণ ! একেলা ঘুমায়ে আছি -- সহসা স্বপন টুটি সহসা জাগিয়া উঠি সহসা শুনিতে পাই হৃদয়ের এক ধারে সেই স্বর ফুটিতেছে , সেই গান উঠিতেছে -- কেহ শুনিছে না যবে চারি দিকে স্তব্ধ সবে সেই স্বর সেই গান অবিরাম অবিশ্রাম অচেতন আঁধারের শিরে শিরে চেতনা সঞ্চারে । দিবসে মগন কাজে , চারি দিকে দলবল , চারি দিকে কোলাহল । সহসা পাতিলে কান শুনিতে পাই সে গান , নানাশব্দময় সেই জনকোলাহল । তাহারি প্রাণের মাঝে একমাত্র শব্দ বাজে -- এক সুর , এক ধ্বনি , অবিরাম অবিরল -- যেন সে কোলাহলের হৃদয়ম্পন্দন - ধ্বনি -- সমস্ত ভুলিয়া যাই , বসে বসে তাই গনি । ঘুমাই বা জেগে থাকি , মনের দ্বারের কাছে কে যেন বিষণ্ন প্রাণী দিনরাত বসে আছে -- চিরদিন করিতেছে বাস , তারি শুনিতেছি যেন নিশ্বাস - প্রশ্বাস । এ প্রাণের ভাঙা ভিতে স্তব্ধ দ্বিপ্রহরে ঘুঘু এক বসে বসে গায় একস্বরে , কে জানে কেন সে গান গায় । বলি সে কাতর স্বরে স্তব্ধতা কাঁদিয়া মরে , প্রতিধ্বনি করে হায় - হায় । হৃদয় রে , আর কিছু শিখিলি নে তুই , শুধু ওই গান ! প্রকৃতির শত শত রাগিণীর মাঝে শুধু ওই তান ! তবে থাম্ থাম্ ওরে প্রাণ , পারি নে শুনিতে আর একই গান , একই গান ।