রক্ষসী – যিনি ভ্রাতা হিড়িম্বর সঙ্গে থাকতেন। ভীমকে দেখে মুগ্ধ হয় হিড়িম্বা ভীমকে কামনা করেন। যুধিষ্ঠির ও কুন্তি অনুমতি দিলে, ভীম রাক্ষসী ইচ্ছা পূর্ণ করেছিলেন। ওঁদের পুত্রের নাম ঘটোৎকচ। পুত্র জন্মাবার পর ভীমের সঙ্গে হিড়িম্বার কোনও সম্পর্ক থাকবে না – এই শর্তেই ওঁদের মিলন হয়েছিল। ঘটোৎকচ পাণ্ডবদের প্রয়োজন মাত্রই তাঁদের কাছে এসেছেন।