হারিয়ে-যাওয়া

              ছোট্ট আমার মেয়ে 
         সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে 
     সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে 
         অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে । 
             হাতে ছিল প্রদীপখানি , 
     আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী । 
  
  
              আমি ছিলাম ছাতে 
         তারায় ভরা চৈত্রমাসের রাতে । 
         হঠাৎ মেয়ের কান্না শুনে , উঠে 
             দেখতে গেলেম ছুটে । 
                 সিঁড়ির মধ্যে যেতে যেতে 
         প্রদীপটা তার নিবে গেছে বাতাসেতে । 
               শুধাই তারে , “ কী হয়েছে , বামী । ” 
সে কেঁদে কয় নিচে থেকে , “ হারিয়ে গেছি আমি । ” 
  
  
              তারায় ভরা চৈত্রমাসের রাতে 
                   ফিরে গিয়ে ছাতে 
                মনে হল আকাশ - পানে চেয়ে 
আমার বামীর মতোই যেন অমনি কে এক মেয়ে 
               নীলাম্বরের আঁচলখানি ঘিরে 
   দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে । 
      নিবত যদি আলো , যদি হঠাৎ যেত থামি 
আকাশ ভরে উঠত কেঁদে , “ হারিয়ে গেছি আমি । ” 
1 Comment
Collapse Comments
পর্দা করা ফরজ June 13, 2023 at 2:24 pm

সুন্দর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *