হস্তমৈথুন
(পুরুষ ছাড়া নারী, সাইকেল ছাড়া মাছ)
পুরুষ ছাড়া গতি
নেই নারীর!
হা হা! যুক্তি ভুতের বাড়ির।
ছুঁড়ে দাও ওসব ছেদো কথা!
জড়িও না আগাছা গুল্মলতা
খামোকা
ওই নিখুঁত শরীরে।
কেন যাবে বিষ পিঁপড়ের ভিড়ে!
তোমার হাতে আছে তীর, তোমার হাতে তূণ
কর হস্তমৈথুন।