হরিমোহন সেনের পুত্রগণ
হরিমোহন পাঁচ পুত্র : যদুনাথ, মহেন্দ্রনাথ, যোগেন্দ্রনাথ, নরেন্দ্রনাথ ও উপেন্দ্রনাথকে রেখে পরলোকগমন করেন। এই পাঁচজনের মধ্যে চার জনই জয়পুরের মহারাজার অধীনে চাকরি করেছেন। জ্যেষ্ঠ যদুনাথ ছিলেন কলকাতা টাঁকশালের বুলিয়ানকীপার এবং পেপার কারেন্সি বিভাগের প্রধান খাজাঞ্চী। এখন তিনি মহারাজার কাউন্সিল অব স্টেটের সদস্য। মধ্যম মহেন্দ্রনাথ ছিলেন কলকাতায় আয়কর বিভাগের হেড অ্যাসিস্ট্যান্ট; এখন তিনি জয়পুর রাজ্যের ইংরেজি বিভাগের বিশেষ দায়িত্বে এবং ওখানকার রাজকীয় মুদ্রণ বিভাগের সুপারিনটেনডেন্ট পদে অধিষ্ঠিত; তিনি জয়পুর গেজেটের সম্পাদক, স্থানীয় কয়েকটি কমিটির সদস্য এবং জনগণের কয়েকটি প্রতিষ্ঠান পরিচালনায় সক্রিয় অংশগ্রহণ করেন। তৃতীয় যোগেন্দ্রনাথ জয়পুর মিউনিসিপ্যালিটির কমিশনার ও সম্পাদক। কনিষ্ঠ উপেন্দ্রনাথ জয়পুর আর্ট স্কুলের অধ্যক্ষ।