স্মৃতি
কত দিন কত দেশে কতশত ভোরে,
অসংখ্য ফুলেতে ভরা কত ফুলবনে,
ফিরেছি অলসভাবে, এক, আনমনে,—
তুলিনি পূজার লাগি কিন্তু সাজি ভরে’॥
কত দিন কত দেশে সারানিশি ধরে’,
থেকেছি বসিয়া আমি মন্দিরের কোণে,
স্নিগ্ধদৃষ্টি কতশত দেবতার সনে,—
করিনি প্রণাম কিন্তু জুড়ি’ দুই করে॥
আগে শুধু করে’ গেছি এই সব ভুল।
এখন দেবতা কোথা, কোথা সেই ফুল!
আজি সে ফুলের গন্ধ রয়েছে সঞ্চিত
অস্পষ্ট স্মৃতির মত, সব মন ছেয়ে।
দেবতার স্থিরনেত্র, পূর্ব্বপরিচিত,
রত্নদীপ-শিখা সম, দূরে আছে চেয়ে!