স্মরণে
আজ নতুন করে পড়ল মনে মনের মতনে এই শাঙন সাঁঝের ভেজা হাওয়ায়, বারির পতনে। কার কথা আজ তড়িৎ-শিখায় জাগিয়ে গেল আগুন লিখায়, ভোলা যে মোর দায় হল হায় বুকের রতনে। এই শাঙন সাঁঝের ভেজা হাওয়ায়, বারির পতনে। আজ উতল ঝড়ের কাতরানিতে গুমরে ওঠে বুক নিবিড় ব্যথায় মূক হয়ে যায় মুখর আমার মুখ। জলো হাওয়ার ঝাপটা লেগে অনেক কথা উঠল জেগে পরান আমার বেড়ায় মেগে একটু যতনে। এই শাঙন সাঁঝের ভেজা হাওয়ায়, বারির পতনে।