স্বপ্নের পালক
একটি দোয়েলের পাখায় স্বপ্নের পালক সেঁটে দিয়েছি
আকাশের ঠিকানায় দোয়েল সেটি পৌঁছে দেবে।
আমার স্বপ্নের কথা দোলনচাপা জানে, তাই
এত সুগন্ধ ছড়ায় ও।
আমার স্বপ্নের কথা এবার আকাশ জানবে,
জানবে সে,
যাকে ভালবেসে আকাশের একটি ঠিকানা আমিও নেব।
স্বপ্নগুলো আমার এমন কিছু আহামরি কি!
নিতান্তই শাদামাটা। দুঃসহবাস থেকে জন্মের মত ছুটি।