স্বচ্ছ বসনে ঢেউ তুলে চলে শ্রীমতী –
পদক্ষেপেই জাগে নৃত্যের ছন্দ,
যষ্টি প্রান্তে লতানো ময়াল যেমতি
তালে – তালে দুলে শোনে মায়াময় মন্ত্র ।
মানুষের সুখদু:খে নির্বিকার
যেমন মরুর ধূসর আস্তরন,
কিংবা ফেনিল সিন্ধু- তেমনি তার
উদাসীনতার হিমেই উন্মোচন ।
দীপ্ত ধাতুর ঝলকে মধুর নয়নে
রূপক – রঙ্গ খেলা করে অদ্ভুত,
মিল খুজে পায় স্ফিঙ্কস আর দেবদূত,
ইস্পাত, সোনা, হীরক, আলোর চয়নে
জ্বলে চিরকাল – নিস্ফল নক্ষত্র !–
বন্ধ্যা নারীর নিস্তাপ রাজছত্র ।