স্নেহ-পরশ

স্নেহ-পরশ

আমি      এদেশ হতে বিদায় যেদিন নেব প্রিয়তম,
     কাঁদবে এ বুক সঙ্গীহারা কপোতিনী সম –  
     তখন মুকুরপাশে একলা গেহে
          আমারই এই সকল দেহে 
     চুমব আমি চুমব নিজেই অসীম স্নেহে গো!
আহা  পরশ তোমার জাগছে যে গো এই সে দেহে মম,
                              কম সরস-হরষ সম।  
     তখন তুমি নাইবা – প্রিয় – নাইবা রলে কাছে, 
     জানব আমার এই সে দেহে এই সে দেহে গো
     তোমার বাহুর বুকের শরম-ছোঁয়ার আকুল কাঁপন আছে –
                              মদির অধীর পুলক নাচে!
     তখন নাইবা আমার রইল মনে
          কোনখানে মোর দেহের বনে  
     জড়িয়েছিলে লতার মতন আলিঙ্গনে গো!
আমি  চুমোয় চুমোয় ডুবাব এই সকল দেহ মম –
                              ওগো শ্রাবণ-প্লাবন সম।
Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *