সৌরকরোজ্জ্বল

পরের ক্ষেতের ধানে মই দিয়ে উঁচু করে নক্ষত্রে লাগানো
               সুকঠিন নয় আজ;
যে-কোনো পথের বাঁকে ভাঙনের নদীওর শিয়রে
               তাদের সমাজ।
তবুও তাদের ধারা--ধর্ম অর্থ কাম কলরব কুশীলব-
               কিংবা এ সব থেকে আসন্ন বিপ্লব
ঘনায়ে--ফসল ফলায়ে--তবু যুগে যুগে উড়ায়ে গিয়েছে পঙ্গপাল।
               কাল তবু--হয়তো আগামী কাল।
তবুও নক্ষত্র নদী সূর্য নারী সোনার ফসল মিথ্যা নয়।
               মানুষের কাছ থেকে মানবের হৃদয়ের বিবর্ণতা ভয়
শেষ হবে; চতুর্থ--আরো সব
আন্তর্জাতিক গ'ড়ে ভেঙে গ'ড়ে দীপ্তিমান কৃষিজাত জাতক মানব।
Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *