সোহাগ শর্বরী
২৬টি কবিতা নিয়ে একটি পুস্তিকা। দুটি ভাগ। প্রথমে আছে মল্লিকা সেনগুপ্তের ১৩টি কবিতা, দ্বিতীয় অংশে আছে সুবোধ সরকারের ১৩টি কবিতা। প্রকাশিত হয়েছিল ৩ সেপ্টেম্বর ১৯৮৫। বিয়ের রাতে। ভরা ভাদ্রে বিয়ে হয়েছিল বলে বহু ভদ্রজন সেদিন আসতে পারেননি। এই পুস্তিকাটিই ছিল বিবাহের সবচেয়ে বড় উপাচার। প্রকাশক ছিলেন দু’জন কবি— পার্থপ্রতিম কাঞ্জিলাল ও সুতপা সেনগুপ্ত, অভিমান থেকে। প্রচ্ছদ: সলিল সরকার। বইটি কাউকে উৎসর্গ করা হয়নি। দাম উল্লিখিত নয়।