ওমর খৈয়াম-গীতি
সিন্ধু-কাফি – কাওয়ালি
সৃজন-ভোরে প্রভু মোরে সৃজিলে গো প্রথম যবে,
(তুমি) জানতে আমার ললাট-লেখা, জীবন আমার
কেমন হবে॥
তোমারই সে নিদেশ প্রভু,
যদিই গো পাপ করি কভু,
নরক-ভীতি দেখাও তবু, এমন বিচার কেউ কি সবে॥
করুণাময় তুমি যদি দয়া করো দয়ার লাগি
ভুলের তরে ‘আদমেরে’ করলে কেন স্বর্গ-ত্যাগী!
ভক্তে বাঁচাও দয়া দানি
সে তো গো তার পাওনা জানি,
পাপীরে লও বক্ষে টানি করুণাময় কইব তবে॥