সুবার জমা

সুবার জমা

সুবে বাঙ্গলা

সরকার টাণ্ডা–এই সরকারে ৫২ মহল, রাজস্ব ২৪০৭৯৩৯৯ দাম; আকমহল ১৩৩০১৭; অচেলাদর্শপাঢ়া আরিফথল ৪০৪২৭৭; ইব্রাহিমপুর ৩৬৯৩৫৭; উজ্জ্বলবাটী ২৩১০৫৭; আনগাঙ্গী ৩৬৯৬৫৭; বার কম্বল ৬৬৬২০০; ভাটাল ৪১৫১৭০; বাহাদুরপুর ৩১৪৭৮০; বাহারয় ২০৬১৫৫; ফুলরী ১৯০২৫; বাহাদুর সাহী ১৩৮১০২; টাণ্ডে ৪৩২৬১০২; তাজপুর ২০১৯৯৭; তালুক ব্ৰহ্মগড় ১১৯২৫; তেনৌলী ১৯৬৩৮০; চুনঘাটী ৫৮৯৪৬৭; চাঁদপুর ১৯০০২৭; নসিবী ১২০২০৫; চাকনন্দ ১৪৫৩০৫; হাজিপুর ১০৬২৫৫; হোসেনাবাদ ২২৬৫৪৫; খাপুর ৩১৪১০; দাদহ ২৫০৫৯৭; দেবীপুর ৫৫৯৫৫৭; দাবুদমাহী ২৪০৮০২; দরগাছী ২২৫৭৪৫; রামপুর ১১৫৫৩২; রুপেশপুর ১৩৮১২২; স্বরূপসিং ১৩৬৮৮৭৭; সুলতানপুর উজাইল ৪৫৬৩৯৪; সুলেমান সাহী ১৯৮৭৪২; সলিমনোদ ১৯৭৯৬০; সলিমানপুর ১৮৭০৯৭; সুমবেলা ১৭৪৫৫০; সিরসাহী ১৭৮২৩০; নমশকানী ৩২১৯৫২; সেরপুর ১৬৩০৯৭; ফিরোজপুর ৩৪৭৭৮৭; কুমার প্রতাপ ১৬০৭২০০; সাংজুক ১৫৮৯৩৩২; কটাগড় ১২৬৫৬৩২; কেনগারচ ৮৯৪০২৭; কাশীপুর ৩৫০৭৬০; কুচুল ৩৬২৪০; কাফুরদিয়া ১৪৪০; মুগেশ্বর ১৫০৬৫২; মঙ্গলপুর ২২৬৭৭০; নওনগর ৮২৫৯৮৫; নসীবপুর ২৭৭৫০; সামান্য তালুকদার ১৪৫৬৩৭।

সরকার জেন্নেতাবাদ–মহল সংখ্যা ৬৬, রাজস্ব-১৫৭৩১৯৬ দাম; জেনেতাবাদ (গৌড়) ৭৮৬৯২১২; জোয়ারাস (২৪ পরগণা) ১৫৭৩৯৬; আজোর ১৩৮৯২৫; বাজঘোগেরা ১৯২৫০৮; বেলীর ১২৭৩০০; হাবেল এগরা ২১৫২৬০; দেহনপুর ১৪০৩৪০; দেবসড়ক ১১২২০৮, সীরনুর ৭০০০০; সাবালা ৯৮০০০; সেলেসেরা ৪০০০; ঘাগটিয়ার ৫০২০০; মদনহাটী ১৫১৮৯০; মুদীহাট ৬৯৮০; নাহাট ২৪২৭১০; হস্তগজপুর ২৭৫১৫; জোয়াদ্দারসর্গ ১৬; মহল ২০০৯৯১৪; উজারীকান্দা ৭৮০০; ভেটিয়া ৮২৬৪৩০; ভেলবাড়ী ৯১৫৬০; বসান বাজার সকল ৩৭৬০০; দরসরক ৬২৮০৩৫; রাদ্দমাট ১২০০; আমদানী রপ্তানীর শুল্ক ১৭০৮০০; সেরপুর ও কাঙ্গালপুর ২০০০; সাহরাজপুর ৪০০; গিয়াসপুর ৪১৯১০; কেমেলা ১৬৩০৭৭, ঘটকচাপা ১২০০; মুদী মহল ১২০০০; মিনা মহল ৩৬০; নূতন বাজার সকলের কর ১১৭৬০; জওয়ার ডিহি কোট ৭ মহল যথা–৮৬৯০০০; বেবারীপিঞ্জর ৬৯৮৬০০, ঠাকুর ৩৭৭২৯; ডিহিকোট ৩১৬২৪০; দেহল গাঁ ১৩০৭২০৯; সাহাজায়পুর ৯৪৩৬০; মালী গাঁ ১৪১৪৬০; মুদীপুর ৬১৮৮০; রমাতীর নিকটস্থ ৭ মহল বাধতেলী ২০৭৫০০; রমতী ১৯৪৭৬৬৭; সিবলগাড়ী ১০৩০০০; সিঙ্গেকোরা ৮৩৩২০; সুলতানপুর ১৯২১০; সিংদুয়ার ১৪৪৪৭; জাহিনগর ১০৭৫৫০; সারসাবাদের নিকটস্থ ১০ মহল ৩১৯২৩৭৭; আকবরপুর ৯৭৩৬০; পারদুয়ার ৪৮৫২৫; খিজিরপুর ৩০৬১০০, সারসাবাদ ৫৫৩০৮; কোদালী ৭৮৮৪২৭; গিরামন্দ ৩০৩৪৬০; গরহী ২০০০০০; মেরীন ১০৬৪৮০; হেতেন্দা ও মাণিকপুর ৬৩০৭৭০; মালদহের নিকটস্থ ১১ মহল বারবাকপুর, ইউসফবাজার, হাবেলী মালদহ, ধীরপুর, সুজাপুর, সরমবিলপুর, সেনশুদিয়া, সালিবারী, সাহিনডুবী, তেতাপুর, মৈকদূনপুর। এই সরকারে একটী প্রস্তরনিৰ্মিত দুর্গ আছে। এই সরকার ৫০০ অশ্বারোহী ও ১৭০০০ পদাতি সরবরাহ করে।

সরকার ফতেহাবাদ। মহলের সংখ্যা ৩১, রাজস্ব ৭৯৬৯৫৫৭ দাম। জয়সিয়াচার্জ ৩৪৩০৪; ফুলবৈল ৩১৪৪৫২; বেলন ১২৪৮৭২; ভাগলপুর ৬১১৫; বাথাদিয়অ ১৪৪২; তেলহাটী ৩৭৭২, চরণলক্ষ্মী ৩৫৬৪৫; চরহায়ী ৩০২০০; হাবেলী ফতেহাবাদ, (সহর শুদ্ধ) ৯০২৬৬২; লবণের শুষ্ক ২৭৭৭৫৮; হজরতপুর ১১৬৪০; হাটের খাজানা ১১৪৬৭; রসুলপুর ১০৩৭৬৭; সন্দীপ ১১৮২৪৫০; সিরহগরল ৭৮৮৪৩০; সিরিসানী ১৭৩২২৭; সিরোহী ৫৩৮৮২; সুদদেওয়া ৩৭১৬৭ সোয়ামীল (জেলালপুর) ১৮৫৭২৩০; সাবাজপুর ৭৩২১৭২; খড়গহর ২১৭১৩৫; কুশদিয়া ১০২৪০৫; কওয়া ৬৮৩৬০; মাকড়গঞ্জ ২১৫৭; মস্নদাড় ৫৫৩১২; মিরণপুর ২২১৭২; ক্ষুদ্ৰতালুকদার ১২৩৩৬৫; নাকুল্যাসির ৪৯৪২২; নিয়ামতপুর ২০৯৬০; হাজারহাটী ২১৫৯৭, ইউসফপুর ২৫৮১২৫; এই সরকার ৯০০ অশ্বারোহী ও ৫০৭০০ পদাতি সরবরাহ করে।

সরকার মামুদাবাদ। মহলের সংখ্যা ৮৮, রাজস্ব ১১৬১০২৫৬ দাম। অদীনা ৭৬১১৩; অনুত্তমপুর উজ্জ্বলপুর ৩৭৩০৭; ইন্দ্রাবলী ১১২৫০; থান্দে ১৯২; বাজুরান্ত ৬৫২৫০৭; বাজুকুপ ২৭১২৪০; বিরারী ৬০৪১২২; বিশি ২৫২৪৭; বারীনজুমলা ১০২২০২; বেতবাড়িয়া ৯৬৩১৭; রানান ৮৫৪৪৭; বাঁকা ৪১৩১৭; বালেওয়ালী ২৯৩৯৫; তেব্দেওয়াল ২৬১৫৫; পাটি কামড়া ২২৭১০; বাবেন করলা ১৪৬০৫; পরানপুর ১২৫৭৭; বর্ণপুর ৬৭১৭; পাটিকাবাড়ী ৩৫৬৭; পেপেবাড়িয়া ২০৪৫; বাগুটিয়া ২১৭; বুলগাছী ১২৩৩৮৭; তারাকেনা ৬৭৫৭৯০; তিয়াঘাটী ৯২; তেরজীল ৩৯১৬৬৫; চাঁদিয়া ৯৩২৫; জিয়ারী ১১৫০৫; জগন্নাথপুর ৭৬২; জিদিবাড়িয়া ৪৪৭; জিদিয়া; ৪৪৭২ চৈতন্যবাজু ২৫২৯৫০; হোসেন উজাল ৩৪৫১৩১৩৫; হাবেলী ৯১৫৭৫; খালিসপুর ৫৬৮০৫; খিজিরখানা ১০৯২; করিমপুর ২৬৫; দেকারী ৫১৭৫০; দুর্লভপুর ১৩৭৭৫, চুলী ১৩৬৬৫; দেওড়া ১০৭; দেহৎজেলালপুর ১২৩০০; দুষিণা ১০৫২; ধুমারহাট ২৫০৫, সদকী চালকোটা ৮২০৫; সানুটিয়া ৬২০৫; সিয়সিরিয়া ৭২৯৪৭, শঙ্করদিরা ১০২১২; সেলিমপুর ৩৩৬২৭, গোকমা ৭৮৯২২০; স্বরূপপুর ৭৪৮২; সালিবেড়িয়া ৬৭৬০; সাভোর ২৯০৭২৭; সাহোজীল ২৪৫৬৮৭; শ্রীপুরবাড়ী ৯৪০২; শ্রীপুররথশালী ২৭৯৭; আজমপুর ১৫৪২২; গজনীপুর ১২৩৬৭; ফরকেৎপুর ৩০১৭৯০; ফতে; পুরনসিক ১০২৫২৫, কুতবপুর ২৩৩৫২; কাজীপুর ২৩৫২; কূলিয়া ২০৪১৭; খেলপার্টি ১০৮৪০; কুণ্ডীনেউরী ৮৪৮৭; ফুলবেড়িয়া ৬৫৩৫; কল্যাণপুর ২৬২৩২; কুলীমহল ২৬৭১৭; লন্যান ৩১৩২৮৬; লুনগোহাল ১৫৪২৫; মেমনেসাহী ৫৭৫৭২৭; গওদা ৬৫৩৫; মুখিয়া ৫১৪৫০৫; মামুদসাহী ২২৬৫২; মিরপুর ২৩০৭; মহেশ্বরপুর ৪২৬৫২; মধুড়ুমা ৬৭৫; মারুফদিয়া ২৩০২; নলদী ৮০৪৪০; নসরৎসাহী ২৮৭৪৫০; নিকারীহালকুবী ৬১৯৩৫; নিকার বাঁকা ৩৩১৮২; নসীপুর ৯১০৮১; হমতনপুর ৪৭৭৩৬০; হলদা ১২২৫৬৬; হাওয়ালঘাটী ৬৬২১৭; হেতাপান ৩৬৬৫; হুসীপুর ১৪২৫৭। এই সরকার দুইশত অশ্বারোহী এবং ২০১০, পদাতি সরবরাহ করে।

সরকার খালিফেতাবাদ। মহলের সংখ্যা ৩৫, রাজস্ব ৫৪০২১৮০ দাম। বহল ৪৭৫১০২; ভালগা ২০৩৫১৫; পোগা ১৩০২১৫; জুনগা ১০৪২০৫; বাঘমরো ৮১৮০৭; ফান্দা ২৫৩০০; ভাদিজ ১১২২৫; ভাগ্যনা ৯৫২৭; ফুলনগর ৬৬৬০; তালুক কাশীনাথ ২৯৭৭২০; তালা ১৭৪৩৭৬; তালুক সেরিসিং ২৬৪২৭; তালুক মহেশমণ্ডল ২৩৭২৭; তালুক নৰ্ম্মোর ভট্টাচাৰ্য ১৩৮৬০; তালুক সরিপথ কবিরাজ ৮৬৭৫; যশোর (রসুলপুর) ১৭২৩৫৬০; চেরোলা ৯৯৫৫৩; চেবরা ২০৯২০; আবেলী খালিফেতাবাদ ৩১৪৪২; খালিশপুর ৩২৭৭০; দানা ৫২২৮৮৫; বানেকদিয়া ১২৯৯১০; সাহেসপুর ২৬০৩৪০; সলিমনোবাদ ১৬৯৫০৪; সাহেশ ৯১৫০০; শোবনাথ ৫১৬৬২; সালিসেরী আমদপুর ৯৭১১০; ঘোগরাল ১০৫৫২০, কুনকীশ তালুক পরমানন্দ ১৬৬৩২৭; মুবিগাছ ১২৬৩৬০; মল্লিকপুর ৬১৩২৭, মুদেরিয়া ৪৫০০৭; মাঙ্গের হাট ১৮৮৪২; মেহরিশা ১১১৭০। এই সরকার ১০০ অশ্বারোহী ও ১৫১৫০ পদাতি সরবরাহ করে।

সরকার বালা। মহলের সংখ্যা চারি রাজস্ব ৭১৩০৬৪৫ দাম। ইসমাইলপুর (বালা) ৪৩৪৭৯৬০, শ্রীরামপুর ২৫২০০০; সাহজাদপুর ৯৭৭২৪৫; আদিলপুর ১৫৫৩৪৪০। এই সরকার ৩২০ অশ্বারোহী ও ১৫০০০ পদাতি সরবরাহ করে।

সরকার পূর্ণিয়া। মহলের সংখ্যা ৯, রাজস্ব ৬৪০৮৭৯৩ দাম। আসোনজা ৭৩৪২২৫; জয়রামপুর ৪৬৭৩৮৫; হাবেলী পূর্ণিয়া ২৬৮৬৯৯৫; দালমালপুর ৬৭১৫৩; সুলতানপুর ৫০২৩০৬; শ্রীপুর ৩৯০২০০; সায়ের হাসিল ফিলান (হাবিরকয়) ৮৫০০০, কুঠীয়ারী ৫৯০১০০; গদোয়নি ২৮০৫৯২। এই সরকার ১০০ অশ্বারোহী ও ৫০০০ পদাতি সরবরাহ করে।

সরকার তাজপুর। মহলের সংখ্যা ২৯, রাজস্ব ৬৪৮৩৮৫৭ দাম। পানঘাট ৩৩০৭৩৮৫; বুদেখার ২৩৭৮৫৫; ফুলী ৬০৮৬০; বান্দোল ১৯০৮৩০; চৌবায়রা ২৩১৫২; ভুবনসেরা ১১৮২০৫; বারগা ৯৩৩০; বানীগা ১০৪৪৯২; বনগাঁ ১১০৯৯০; বাহাদুরপুর ৯৬০১২; বাহানগর ৯১৩০৩; বাদুল্যা ৭১৫৬৪; তালদেওয়ার ২১৮৫৪০; চাপড়ল ২৪৩২৫৫; হাবেলী তাজপুর ৮৫৪২৮৬; দেলাওর পুর ৯৪৪০৫৫; দাইহাট ১২৪০৯৫; সইসেরা ৩৭২৭৬০; সাজাপুর ২৪৪৫০৭; সাহাপুর ১২৬২৩৪; গৌরীপুর ৪০৬০০০; কুশার গা ২৫৮৭৪২; গোপালনগর ২৩৩১৬০; গোগেরা ১৪৭৩৯২; মাসুন ১৯৪৪৭৫; নীলনগর ২৬৭৬১২; নীলুন ১৪৭৫১০; ইউসফপুর ১৪৬২৪০; জেকাও ৭৮৪৮৭; এই সরকার ১০০ অশ্বারোহী ও ৫০০০ পদাতি সরবরাহ করে।

সরকার খোঁড়াঘাট-মহলের সংখ্যা ৮৪ রাজস্ব ৮২৮৩০৭২ দাম। আধোয়ে ৯১২৮২; আমড়হর ৭৫০১০; অস্তাল গা ১৫৪৩৩৭; আলওয়ারবান ৩১০২২; অলগা ১৭১৫৯৫; এবেথুরা ২৫৩২৬; আমেদাবাদ ১৮৫১৭; আম্বিলাগাছী ০২০০; আনোয়ার মল্লিক ৮০২০; আলহাট ৭৫০৮; আলহাবাদপুর ২১৯২; বাজুবন্দ জাফরসাহী (হমহল) ৭৩৫৮৩৫; বাজু সোলাদশাহী ৭১১৪১২; তা ডেওয়ার ১০২৪৪০; ফুলরী ৬৫৮০; বারবাকপুর ৮৪৯৫২; বামনপুর ৪৯০৭০; নসরতাবাদ সহর ৩৩৬৪৪৫; বারশিলা ২৩৩৬০০; বেরিজামমকবাল্লা ১৪৬৭৬৭; বেরি ঘোড়াঘাট ১৬৫৮২৭; রায়জিদপুর ১৪৪২২৭; পাটলডিহী ৪১৩৬৫; বালকা ৩০৩৩৫; ভুলী ১২০৪০; বাজপুতারী ৭৯০০; বানওয়াব কাঁচার ৪৪৫২; ভালঘাটী ৩২৪৫; বাজার চেটঘাট ৩৮৭; বালাসবাড়ী ৭০০০; বাজেমটকা তুলসীঘাট ১৬৪৩৪৫; তালুকহাসেন ৩৫৪১০; তালুক বালনাট ২৭৯৬২; তালুক সিউয়ান ১৫৪৯০; তালুক কেশী ১৫২৬৭; তাকেল ৮২৯০; তালুক আমেদ খা ২৩৮৪৭৫; হামেলা ৬৫৮০; খয়েরা বাদী ৫৬১০; খাসবাড়ী ২৭৩৪; রোকনপুর ১০৯৫০; সুলতানপুর ১০৮৩৭৭, শিখসহর ৯৩০৭১; শাহীপুর ৪৯৫৭০; শরহাটা ৩৪৪৪৯৭; সুদী ২৭৬২২৪; শীতপুর ১২৮৭৭৫; সূৰ্য্যকুঞ্জী ২৪৬২২; সা ঘাট ১৬৪১২; সেরপুর গোয়েবাড়ী ১৫৬৭৫; ফতাপুর ৩৫৩৩৫৫; কুবীয়ারী ১৩৫৪১৮০; যায়পুর ১০৭০০৫; কাবুলপুর ৯৮৪৬৫; গাং শেখমালা ১০৮৪৬৫; কুণ্ডকেদী ৮১৫৬৬৫; গোকুল ৫৬৮৬৫; কুঠী ও তারি ৪৭৮০৭; খলসী ২৩৪৩২২; গরিবাড়ী ৬০৫৭৯৭; কুলীবাজার ১১৫৬৮০; গোবিন্দপুরাখেন্দ ৪০৬৭৫; গটনাল ৪০৩৬৭; কানিকসুখের ২৮০৬৫; ঘাটনগর ২৭৯২২; কোয়াগাছী ২৫৬০০; কাটীবাড়ী ২৪৮৪৭; গাওয়া ১৮০০০; গাও গ্রাম ১৩১২০; কাবুল ১১৬৯০; বারহিয়া ১০৯৮০; গোকুলপাড়া ৯৮৫০; মুকুপুর ১২৪০০৫; মহবৎপুর ৪৬৫১২; মসজিদ হোসেনসাহী ২৮৯৪৫; মসজিদ আঁধারখানি ৩৪৪৭; মুলীয়ার ২৪৮০০; নন্দেরা ৬১০৫০; নপাড়া ১৯২০২; নাহিজন বাটোর ৪৯০১০; বেকারী হাজার ৩০৩৪৫; উয়াচী ১৬৮৩০; ওয়ারীর ৪২৩০; এই সরকার ৯০০ অশ্বারোহী, ৫০টী হস্তী এবং ২৬০০ পদাতি সরবরাহ করে।

সরকার পিঞ্জিরা। মহলের সংখ্যা ২০, রাজস্ব ৫৮০৩২৭৫ দাম; এপোল ১০৫৮৭২৫; আমবাড়ী ৩৬৫২৫; আনগোছা ১০৮২২; বেরেংপুর ৬৩৫৩৯০; বিজানগর ৭১৯০৭; রায়জিদপুর ২৫৫৪৪৫; বাহানগর ১১৯৭২০; বাড়ীঘীয়র ৮৪২৭; বাদুখাড় ৫৫২০৫; তাকাসী ৩৭৪৪৯০; হালুন ৮২১৪২; হাবেলী পিঞ্জরা ৯৩৯৬৭; দিঘা ১৪৯৬৩৭; দেওরা ১০৭৭২৭; শ্রীধরবাড়ী ২৭৬০৪৫; শুক্রা ২৫১৪১০; সুলতানপুর ২০৩২৯২; শণীবার ১৬৫১৮০; মালিমানাবাদ ৪২৫৩২; খেতা ৭৭৭২৫৫; কিদাবাড়ী ২১৩৩৮৩। এই সরকার ৫০ অশ্বারোহী ও ৭০০০ পদাতি সরবরাহ করে।

সরকার বারকাবাদ। মহলের সংখ্যা ৩৮, রাজস্ব ১৭৪৫১৫৩২ দাম। ওমরোল ৫৬০৩৮২; হারকাবাদ সহর ৩১৫৩৪০; বাসদোল ১৯০৮৮৫; পোলাহার ১৩৫৭১২; বাসততাল ৬৫২৩৬৭; বারবুড়িয়া ৬৪৩৩৫; বানগী ৩১৯০০০; বাগটাপুর ১৭৯৮৪০; জয়রিয়া বাজু ৭৫৫৫২২; চৌড়া ১৫৯৮৩২; জাসদ চৌগা ৪৭৭৬৪০; চাঁদলয় ২৮৯৬৪০; হায়নাসু ৪৫৭৪৭; হাবেলা শিকসেহার ১৬২৯১৭৫; ধারমেন ৩৫০৪৯৫; দাউদপুর ৮৪৯১০; শঙ্করদল (নিজামপুর) ৩৪৯৯৮৫; শীকারপুর ৩২৭৩৩৪২; সেরপুর ও বহরমপুর ৩৯১৬২৫; তাহিরপুর ৫০৫৮২৬; কাজীহাটী ৬২০৪৭৭; করদহ ১৩৯০৫৭২; গুজারহাট ১২৯৬২৪০; খাস ৮৮১০৮০; চকদল ৬৯৪৬৫৫; গোবিন্দপুর ৪১০৫৩৫; কালাগাই গোহটী ৩৪১০৫৭; খরেল ২১০১৩২; গোদানগর ১২৯৫৫০; কালিজী ১৯৬৯৩২; লস্করপুর ২৫৫০১; মালচাপুর ৯২৫৬৮০; মাসদা ৬৮৯৭১২; ননসেমালী ৫৯৪৭৯২; মামুদপুর ১২৪৫৩২; উজীরপুর ১৬২১৯০। এই সরকার ৫০ অশ্বারোহী ও ৭০০০ পদাতি সরবরাহ করে।

সরকার বাজুহা। মহলের সংখ্যা ৩২, রাজস্ব ৩৯৫১৬৮৭১ দাম। অলপসাহী ৭৬০৬৬৭; বারবাজু, নসীতসাহী, মেবানে, খাবানা, হেরাণা এবং সেরালী, ৫ মহল ৪১৭৮৪০; বেসেরিয়া বাজু ২৮২০৭৪০; বেহায়াল বাজু ১৯৩৫১৬০; প্রতাপ বাজু। ১৮৮১২৬৫; পোকেরিয়া বাজু ১৭১৫৭১০; হোসেন সাহী ১৪২৭৫৪০; দাসকোেনা ১৬৪৫৬১০; দুখা বাজু ১৯০২০২২; সেলিম প্রতাপ বাজু, সুলতান প্রতাপ বাজু, চাঁদ প্রতাপ বাজু ৪৬২৫৪৭৫; সুনাঘাটী বাজ ১৯১০৪৪০; সোণা বাজু ১৭০৫২৯০; শিলবার ১৪৮৪৩২০; সায়র জলকর ২৬২১৮০; সাহাজিয়াল বাজু ৪০৫১২০; জাফরাজিয়াল বাজু ৬৫০০৪৭; কাটারমল বাজু ২৮০৪৩৯০; কাটা বাজু ১২৩৭২০; মামুন সাহী (সরপুর মুরফে) ২২০৭৭১৫; সেন ঘুছিমেন, মিরহাসেন, নসরৎ সাহী, সিং নসরৎ উজীল ১৮৬৭৭৫; মোবারক উজাল ৪৬৮৭৮০; হরিয়াল বাজু ৩৪৪১৪০; উসী সাহী ১৬৭০৯০০। এই সরকার ১৭০০ অশ্বারোহী, ১০ হস্তী এবং ৪৫৩০০; পদাতি সরবরাহ করে।

সরকার সোনার গাঁ মহলের সংখ্যা ৫২, রাজস্ব ১০৩৩১৩৩৩ দাম। অবতার সাহপুর ৩৮৮৪৪২; আলচাপ ৫৩০৯০; অবতার ওসমানপুর ১৪৮৮০; বিক্রমপুর ৩৩৩৫০৫২; বেলা জেওয়ার ১৩৩১৪৮০; বদা খাল ৬৯৪০৯০; বোয়ালিয়া ২৩৭৩২০; পার চাঁদি ১২০২০০; বাটখার ৪০৪০; পলাশবাটী চরদিয়া ৩৬৩১২; ফুলরী ১৯০০০; পানহাটী ৭৩৬৭; তাওরা ১০৪৯০২; তাজপুর ৬০০০০; তিরকী ১৮২০; যোগীদিয়া ৫১২০৮০; জেওয়ার বন্দ ৭২৬৩২; চোকেন্দী ১৭৮২৭; চণ্ডীহার ৩০৩২২; চাঁদপুর ১০০০০; হাবেলী সোণার গাঁ মরুসহর ৪৫৯৫৩২; খিজিরপুর ৪০২০৮; দৌহার ৪৫৮৫১৪; ডানহেরা ৪২১৩৮০; দেখানসাহপুর ২৩৯৯১০; দেলওয়ার পুর ১২৭৭২০৭; দেকান ওসমানপুর ৮৭৪০; রায়পুর ৪৫৩৫; সুখারগঞ্জ ৩৪৪৩৬৫; সুকেরী ১৮৪৮০; সোলিমপুর সেলিসেরী মায় সায়র জলকর ৪০৭২৫; সুকাওশা ১০৮০০০; সুকদিয়া ৩৮০০০; সেবারচল ১৩০০০; শমসপুর ২২০০০; কড়াপুর ২৯৩০০২; গরদী ৮৯৫৯০; কার্তিকপুর ৮০০০০; কাদী ৪০১৪০; কোলহরি ৩৪১৬০; ষাটী দুনাই ২০৬০০; মারকোর ১০৩৯৪৭০; মজমপুর ২৩৬৮৩০; মেহার ১০৮০০; মনোহরপুর ৫৩০০১; মাহীজল ২৫০০০; নারায়ণপুর ও সায়র জেকাত ৯২৩৭৬০০; ললুয়াকোট ১৬০৮০; হিমতা বাজু ২৮১৮০; হাটীঘাটী ১০২৮৫; এই সরকার ১৫০০ অশ্বারোহী ২০০ হস্তী ও ৪৬০০০ পদাতি সরবরাহ করে।

সরকার সিলেট (শ্রীহট্ট)।–মহলের সংখ্যা ৮, রাজস্ব ৬৬৮১৬২০ দাম। প্রাপগড় ৩৭২০০০; বায়ান খুঙ ১৬৭২০৮০; বাহুয়াসাহির ২০০৪০৮০; চিন্তার ২৭২২০০; হাবেলী সিলেট ১০২৮৭১৭; সার কুণ্ডল ৩৯২৪৭২; লদ ২৪৬২০২; কর্ণগড় ১০০২৮৫২; এই সরকার ১১০০ অশ্বারোহী, ১৯০ হস্তী ও ৪২৯২০ পদাতি সরবরাহ করে।

সরকার চট্টগ্রাম (চাটগা) 1–মহলের সংখ্যা ৭, রাজস্ব ১৪২৩১০ দাম। চাটগা ৬৬৪৯৩০২; মাল গা ৫০৬০০০; দিউগা ৭৭৫৫৪; সলিমানপুর (সেকপুর) ১৫৭২৪০০; সেরাজ নিমবসর, (লবণের উপর শুল্ক) ৭৩৭৫২০; সাহোয়া ৪৭৯৮৪০; নওপাড়া ৭০৬০০০; এই সরকার ১০০ অশ্বারোহী ও ১৫০০ পদাত সরবরাহ করে।

সরকার সেরিফাবাদ। মহলের সংখ্যা ২৬, রাজস্ব ২২৪৮৮৭৫ দাম। বর্ধমান ১৮৭৭১৭৯; বেরৌর ১৭৪৬৭৯৫; বারিকশীল ৫৪০৬৯৫; ভরগোদা ও আকবরসাহী ১২৭৫১৯৫; বাঘা ৫০৯৮৪০; ভাতসালা ৩০৭৩৪০; বাজার ইব্রাহিমপুর ১৫৪০; জঙ্গী ৯৩৭৭০৫; কোটমাকুণ্ড ৪৩১১; ধন্যান ১৫০৮৮৫০; সলিমান সাহী ৭২১৬৩৫; সোনাই ৯২৩৭০; হাবেলী সেরপুর ৮১৬০৬৮; আজমৎ সাহী ১৬৬০০৪৫; ফতেসিং ৪০৯৬৪৬৩; হাসেন উজীল ৩৯৩৩৪৫; কার গাঁ ৩৪৮২৬০; কীৰ্ত্তিপুর ২২৫৭৭৫; খন্দ ১৯৬৬৮০; খুঙ্গরা ১৮৩৩৫০; কোদেলা ৬৩১১৫; মালে ১৭৩১৮৯০; মালোয়ার সাহী ১৭০৯৯৮; মজফরসাহী ১৫৫২১৭৫; নিসাং ৭৮৫১৭; নুবরান ২০০৫৬০; এই সরকার ২০০ অশ্বারোহী ও ৫০০০ পদাতি সরবরাহ করে।

সরকার সলিমানাবাদ! মহলের সংখ্যা ৩১, রাজস্ব ১৭৬২৯৯৬৪ দাম। ইন্দ্রায়ণ ৫৯২১২০; ইসমাইলপুর ১৮৪৫৪০; উনালিয়া ১২৪৫৭৭; ওউলা ৮৯২৭৭; বসুন্দরী ২২৬৬২৮০; ভোস্ত ১৯৬৯০; পাণ্ডুয়া ১৮২৩২৯; বাজাের ৬০১৪৯৫; বালী চঙ্গব ৪১৭১৮৪; ছুটিপুর ৫৫৪৯৫০; জুমা ৪০৫৯০১; জয়পুর ৪৪২৫০; হোসেনপুর ৩৫২০৯০; ধারসা ৯৫৫৫০; রেসাক্ ৬৮২৫১; হাবেলী সালিমানাবাদ ২০৫১০৯০; সাত সাঙ্গবা ৭৫৭১১১; সাহসপুর ৩১৪৮৪২; সাজৌলী ৭২৭৪৭; সুলতানপুর ৪৪৫৭৪; ওমারপুর ২২৩৩৪০; আলমপুর ২৮২৮০; কাবুজপুর ৭৪৭২০০; গোবিন্দ ৩৫৭৯৪২; ক্ষুদ্র তালুকদারগণ ২৩২০৬৭; মহম্মদপুর ৪৮৫১৫; মূলগড় ৭৯২১০৭; মাকীন ৯১০৯৯০ নায়েবা ৪৭২৯২৪৫; পেসাং ৫০০৭৬৫; নীপা ৭৭০১৭; এই সরকার ১০০ অশ্বারোহী ও ৬০০০ পদাতি সরবরাহ করে।

সরকার সাতগা। মহলের সংখ্যা ৫৩, রাজস্ব ১৬৭২৪৭২০ দাম। বেনোয়া, কোতয়ালী ও ফরাসত গড় ১৫৫১৭৭০; ওকেরা ৭২৬৩৬০; আনোয়ারপুর ২৪৬৯৫০, এরসাদ তোয়ালী ও সাত গাঁ ২৩৪৮৯০; অকবরপুর ১১৪৫০২; বাওধেন ৯৫৬৪৫৭; বেওবিন ও সেলিমপুর ৯৫২৫০৫; পুরা ৬৫২৫৭০; বারমাহিরা ও মানিক হাটী ৩৮৩৮০৩; বিল গা ২৩০৬০২; বলিন্দা ১২৫২৫০; বাগোয়ান ও বঙ্গবাড়ী ১০০০০০, বালিয়া ৮৮৭২৫; পেগলা ৩৮২৪৫; বারমুধাটী ২৫০২৭; তুর তেরিয়া ৪৬৬০৪; হাবেলা সহর ৫০২৩৩০; হোসেনপুর ৩১৪৪২২; হাজিরপুর ও বারবাকপুর ১৪২৫৯৯; ধলিয়াপুর ৭৮৮১৫; রাণীহাট ১৩৫৮৯১৫; সাদঘাটী ১৩৫৮৫১০; সাঁকোটা ২০৪০৭২; সরুণ রাজপুর ১২৫৭৯২; বন্দর ও হাটবাজার হইতে কর ১২০০০০০; সাঘাট ও কাটশাল ৪৫৭৫৭; ফতেপুর ৪০৭০২; কলিকাতা, মকুমা ও বারবাকপুর ৯৩৬২১৫; খারের ৩৬৫২৭৫; খাদালিয়া ২৫২১৬০; গিলারওয়া, ১০৭৫২২; মুকৌবা ৮০১৩০২; মিটারী ৩০৭৮৪৫; মেদিনীমল ১৮৬৪২; মোজাফরপুর ১০৮৩৩৪; মুড়াগাছা ৯৮৫৬৫; মাহীটি ৪৯৯৩৫; নদীয়া ও সাতেনপুর ১৫০৮৮২০; শালকী ৯০০৪২; হাতীকুণ্ড ৫৫৭০২; হাইগড় ৭৮১৩৬০; এই সরকার ৫০ অশ্বারোহী ও ৬০০ পদাতি সরবরাহ করে।

সরকার মাদারণ। মহলের সংখ্যা ১৬, রাজস্ব ৯৪০৩৪০০ দাম। আনহাটী ১২২৬৫০; বালণ্ডরী ৯৩৭০৭৭; বীরভূম ৫৪১২৪৫; ভেওয়ালভূম ৪৯৫২২০; ছিতোয়া ৮০৬৫৪২; চুনপরী ৫২২৫০; হাবেলী মাদারণ ১৭২৭০৭৭; সেইনভূম ৬২৫৮০৫; সমরসন্ন্যাস ১৭৪৪৬২; সেরগর (সাধারণতঃ সুখের ভূম নামে অভিহিত) ৯১৫২৩৭; শাহপুর ৬৩৪৪৬০;’ কেইত ৪৬৪৪৭; সমরসন্ন্যাস ২৭৪৪৬১; মন্দেলবাট ১০৬৭৭৫; নগর ৪০২৫৬০৮; মীনাবাগ ২৭৯৩২৪; হাসৌলী ২৬৩২০৭, এই সরকার ১৫০ অশ্বারোহী ও ৭০০০ পদাতিক সরবরাহ করে।

সরকার জলেশ্বর। (উড়িষ্যার অন্তর্গত।) মহলসংখ্যা ২৮, রাজস্ব ৫০০৫২-৭৩৭ দাম; বানসুদ সাধারণতঃ হুসথুর নামে অভিহিত, (এখানে পাঁচটী দুর্গ আছে) ৪২১১৪৩০; বেলী ১০১২৪৩০; পালীসাহী ৯৬৩৪৩০; জলথই ৭৫৬২১০; পারবুদা (এখানে ৩টী দুর্গ আছে) ৬৪০০০০; ভণ্ডরয় (এখানে একটী দুর্ভেদ্য দুর্গ আছে) ৪৯৭১৪০ বুপদী (এখানে একটী সুন্দর দুর্গ আছে) ৩৯৪২৮০; বাজার ১২৫৭০০; বারেন ভূম ১১৪১০৭; জেলাসির সহর (একটী ইষ্টকনিৰ্মিত দুর্গ আছে) ১৮০০৭১১০; তমলুক (একটী প্রস্তরদুর্গ আছে) ২৫৭১৪৩০; তারকোন (প্রান্তরে একটী দুর্গ আছে) ৭২০৫৬০; তারা (সাধারণতঃ দওয়ার সুরভূম কহে) ১৩৪২৪৬০; খায়া (এখানে একটী দুর্গ আছে) ৫০৬৮৩৬০; রেইন (উড়িষ্যার সীমান্তে, এখানে তিনটী দুর্গ আছে) ২১৮২৯৬০; রায়পুর (প্রকাণ্ড সহর, এখানে একটী দুর্গ আছে) ৯৮৬৭০; সুম্বুক (এখানে একটী দুর্গ আছে) ১২৫৭১৪০; সেয়ারি ১০৮৫৭০; কাশীপুরা ৮৯৩১৬০; কড়ক সোর (এখানে একটী দুর্গ আছে) ৫২৮৫৭০; কেদার খন্দ (এখানে তিনটী দুর্গ আছে) ৪৬৮৫৭০; কীরী ১৮৫৭০০; কুনাপুর ৮৫৭০০; কেরোলী ৬৫৭০; মালজি ৯৩১৮৩১০; মেদিনীপুর (দুইটী দুর্গ আছে) ২১২৯৩০; মহাকাণঘাট (কুতবপুর) ১৪০০০০; নারায়ণপুর ১১৮৮৬০। এই সরকার ৩৪৭০ অশ্বারোহী; ২ হস্তী ও ৪৩৮১০ পদাতি সরবরাহ করিয়া থাকে।

সরকার ভদ্রক (উড়িষ্যার অন্তর্গত)–মহলের সংখ্যা ৭, রাজস্ব ১৪৬৮৭৭৭০ দাম। বারওয়া ৩১৫০০০০; জৌকাঁচারী ৫৭১৪০; হাবেলী ভদ্রক ৯০৪১৪৬০; সেহেনসু ৩৫০৪১৮০; গাইমান ১৫৫৮৪০; গারসু ৭৩১৪৩০; ক্ষুন্দ্র তালুকদার ৮৫৭১০। এই সরকার ৭৫০ অশ্বারোহী ও ৩৭০০ পদাতি সরবরাহ করে।

সরকার কটক (উড়িষ্যার অন্তর্গত)। মহলের সংখ্যা ২১, রাজস্ব ৯১৪৩২৭৩০ দাম; আল ৬৪৪৪৯০৩; উসকে ৩১৮৬৬৮০; আতগড় ১১৭৪৬৮০, পূৰ্ব্বদীঘ ১১৮৮১৭৯০; পশ্চিমদীঘ ৬৬৬২৪৯০; বাহার ৫১২৯৬২০; বুসাই দেওয়ারপুর ২৭৪৬৬৫০; বেরাং ১১৪৩৯৪০; ভিজতাগর ৮৬০৩৯০; বন্ধু ৭৬৬৪০৬; পুরুষোত্তম ৬৯১৫৩০; জোইস কাইত ২৩৯৮৯৭০; হাবেশ (হাজিপুর) ২০৭৩৭৭০; দিকানদীঘ ১৩০৬৫৭৭০; সীরান ২৯৭৮০৩০; সীরগড় ১৪০৩৫৮০; কোটদী ৪৭০৮৯৮০; কটক সহর ৩৬০৬০০; কেটেরা ১১১০২৩০; মানিক দিতান, (এখানে লবণের শুষ্ক আদায়) ৬০০০০০; এই সরকার ১৯২০ অশ্বারোহী ও ১০৮১৬০ পদাতি সরবরাহ করে।

সরকার কুলেনদণ্ডপৎ (উড়িষ্যার অন্তর্গত)।–এই সরকারে ৭টী মহল এবং ইহার রাজস্ব ৫৫০০০০ দাম। এই সরকার ৫০০ অশ্বারোহী, এবং ৩০০০ পদাতি সরবরাহ করিয়া থাকে। (আকবরীতে এই মহলগুলির নাম দেওয়া নাই)।

সরার রাজমহেন্দ্রী (উড়িষ্যার অন্তর্গত)।–এই সরকারে ৬ মহল (মহলের নাম উল্লেখ নাই), রাজস্ব ৫০০০০০০ দাম। এই সরকার ১০০০ অশ্বারোহী ও ৫০০ পদাতি সরবরাহ করিয়া থাকে।

সুবে বিহার

সরকার বিহার। এই সরকারে ৪৬টী মহল আছে। ইহার পরিমাণফল ৯৫২৬৯৮ বিঘা। রাজস্ব ৮৩১৯৬৩৯০ দাম। সারওয়েল ৪২৬০৭৮০; ওকরী গোরী ৩৫৩৭৫০৪; ইকেল ৩০৩৫২৬; অমৃত ১৮২১৩৩৩; ইমবেলী ৮৪৭৯০৮; আবৃজা ৬৯০০৯০০; আনটেরী ১৪৭৯৮০; বিহার ৫৫৩৪১৫১, বেলাওয়ের ৩৬৫১৬৪০, বিসুক ২৭০৬৫৩০; পেলে ২২৭০৪৩৮; বেলিয়া ২০৫৬২২০; পাটনা ১৯২২৪৩০; ফুলরী ১৫৮৪৪২০; পাহারা ৯৪১১৬০; ভীমপুর ৮২৪৫৮৪; পুণ্ডরীক ৭২৭৬৪০; তেলাদা ২৯২০২৬৩; জেদার ৯৭৯৩৬৩; চার গা ৯০৪৪৪০, জয় চম্পা ৬২০০০০, দওয়ার ২৬৩৫০০; ধিকার ২১৫৬৮০; রৌ ২৫০১০০; রামপুর ৩৬৩৮২০; রাজগড় ২৮৮৪৮; সানোত ২৮৩৪১৮০; সেমাই ৫৩৭০; সেহরা ৩০৭৯০০; সাদে ১৮৯৯৯৫৭; সেয়ুর ১৩৫০৫৯১; গিয়াসপুর ৫৬৫৭২৯০; গান্ধার ১৪৫২৫০০; কাটীবেহরা ৭৮৭৪৪৭; কাবের ৫৬০৩৭৫; কৌ ২৭৪৮৮০; ঘাটলী সহর ৩৬০৮২০; করণপুর ৩৬৩৮২০; গয়া ৭৪২৮০; ময়নোরায়া ৭০৪৯৭৯; মূদে ৪৬৩১০৮০; মালদা ২১৫১৫৭৫; মেনারোয়া ৫৮৫৫০০; মেকাইব ১৭৭৬৫৪০; নেরহাট ২৩৮০৩০৯। এই সরকার ২১১৫ অশ্বারোহী ও ৬৭৪৫০ পদাতি সরবরাহ করে।

সরকার মুঙ্গের। মহলের সংখ্যা ৩১, রাজস্ব ১০৯৬২৫৯৮১। দাম। অভিপুর ২০০০০০০; উসেলা ১৮৯৬০; আন্গু ৪৭৮০০; উৎবেলু ৫০০০০০; ভাগলপুর ৪৬৯৬১১০; বেলিয়া ৩২৮৭৩২০; ভারকিয়া ৩০০০০০০; পুত্রারে ১৪০৯২০; বুসী ১৩২০০০; তানুর ৮৮৫০৮; চিহি ৯২৮০০০; চান্দেীয়ে ৩৬০০০০; ধরমপুর ৫০০০০০০; দণ্ডশুকর ১৩৬০০০; রোহিণ ৯৬৩৬০; সিরোহী ১৭৮৩০০০ সুকদেরা ৬৯০২৪০; সাখোলী ৩৬০০০০; সূৰ্য্যগড় ২৯৯৪৪৫, সুসানী ১৬০০০০, সত্যারী ৫৮৭৩০, কাহাল গা ২৮০০০০০, খেড়ী ৬৮৯০৪৪, জৌজড়ে ২৬০২০০, কেকী ১৬০০০০, লক্ষ্মণপুর ৬৩৩২৮০, মসজিদপুর ১২৫৯৬৫০, মুঙ্গের ৮০৮৯০৭, মাসদী ২৯৭৩৫, হেন্দৌরী ১০৮০০০, হারারাঙ্গী ৯১৭৯। এই সরকার ২১৫০ অশ্বারোহী ও ৫০০০০ পদাতি সরবরাহ করিয়া থাকে।

সরকার চাম্পারণ। এই সরকারে তিনটী মহল, পরিমাণফল ৯৫৭১১ বিঘা ৫ বিশা। রাজস্ব ৫৫১৩৪২০ দাম। সামরুণ ৫৯০০৯৫, মাহসী ৩৫১৮৫৩৫, মাঝৌরে ১৪০৪৮৯০, এই সরকার ৭০০ অশ্বারোহী ও ৩০০০ পদাতি সরবরাহ করিয়া থাকে।

সরকার হাজিপুর। মহলের সংখ্যা ১১, পরিমাণফল ৪৩৬৯৫১ বিঘা ১৫ বিশা। রাজস্ব ২৭৩৩১০৩০ দাম। আকবরপুর ১৯৫০৪০, বোসায়ী ৬২৪৯১, বেসারা ৬৩৮০০০০, বালাগাছা ৯১৩৬৬০, তেকেরা ৩৫১৮৩৫৪, হাজিপুর ৩৮৩৩৭৬০, বৃত্তি ১৮২৪৯৮০, সরিসা ৬৭০৪৩০০, নমদপুর ৭৯৫৮৭০, গড়শূন্য ৮৭৬২০০ নাইপুর ১৬৬৩৯৮০। এই সরকারে অশ্বারোহী প্রভৃতি দিবার ব্যবস্থা ছিল না।

সরকার সারণ। মহলের সংখ্যা ১৭, পরিমাণফল ১২৯০৫১ বিঘা ২৫ বিশা। রাজস্ব ১৬১৭২২০০৮ী দাম। ইন্দার ৫৩৪৯৯০; বরেয়ী ৫৩৩৮২০; পাল ৪৮৯৩৩১৮; বার ৯৮৩৭৯৭; বারহেন ৬৫৪৫০৮; পেচলেখে ৪৩৭৯৯৭; চিরান ৬৩৭২০; চৌপাতা ৪০০০০০; ধেওয়ানিয়া ৩০৯২৮৫; মগদী ২৭৭৬৩০; সিপা ২৯০৫৯৬; কেওরে ২০১২৯৫০; কল্যাণপুর ৭৭৪৪৯৬; কাশ্মীর ১৩১৪৫৩৯; মানগিশা ৬১১৮১৩; মনধেল ৯৮১৪০, মাকার ৮৯১০৯৫; এই সরকার ১০০০ অশ্বারোহী ও ৫০০০০ পদাতি সরবরাহ করিয়া থাকে।

সরকার ত্রিহুত। মহলের সংখ্যা ৭৪, পরিমাণফল ১৬৬৪৬৪ বিঘা ৬ বিশা, রাজস্ব ১৯১৭১৭৭৭ দাম। মাহেশপুর ৩১০৫৫০ উত্তরখণ্ড ২২৮৪১২; আহেলওয়ার ৬১২১২; ওবেহী ৬০০০০; ওকেরা ৫৩৯৮০; উথাইস ৩৪৩৫৬; বেসেরী প্রভৃতি চারি মহলে ১১০৫০০০; বেয়ওয়ারে ৯৪২০০০; বানপুর ৮৯৪৭৯২’ বেরীল ৭৮৯৮৫৮; পাদেরী ৫৫৪১৫৮, বানোতেয়া ৫৪৬৬১৭, বাতী ৩৬১৯২০; ভেনোর ২৮৯৭৭৩; বানোর ২৭৫১৮৫; পচম্বে ২৭৫৮২৬, বাদা ১৬৬৮৫১, পুরেভেগু২১৩৪৮০, পাজা ১৯৫৮১৭, বাদীভূষাদী ১৭৫৫৮৫, ভাল্লা ১৪৫৪৩৭, ভেদোয়া ১৩০৪৭১, প্রহরপুর ১২১০৭৭, বাহাদুরপুর ১১৯৩০৫, পেপেরা ১১৩৫৯১, বাহি ৯০৩৬৯, পারহারারাঘো ৮১৬০৫, বেহৌরা ৬৯৬০৫, পালওয়ারে ৬৫৩২৪, বাহরা ৬৫৭৫৭, বায়োয়া ৪০৫৩৯, হরপুর ২৭৭০৬, বসী ৩১৫৫০, ঝাঝাওয়ার ১২৫৭৫, পরাশরী ১২৬৯৫, তুরাণী ৪৪৩২৪২, তেলুকজেন্দ ১৪৯৮৯৫, তাজপুর টাণ্ডে ৬৩৭৬৮, তারসোয়ান ৬১১৮০, জিলুত ১০৩৭৭০৬, জেখার ১৬৮০২০, জেরিল ৫১৫৭৩২, জগমেনি ৩২১৩২৬, জাখেল ১৯৬০২০, জুবদী ৫৪২৫৪৫, দেয়োর ১০২৮১৮, দরভাঙ্গরা ১৫৯০৫২, রামজোরান্দ ৪৭০০৫, সেরিস্তা ৯৪০০০, সেলিমপুর ২৯০৯৪, সেলিমন্দেরা ১৫০৮৪৩, আলাওয়েলপুর ৪৪২৪৬৬, ফকিরাদ ৭১৩৫৫, থেনৌলী ৪০৮৮০৪, খরচারবন্দ ৩৫০৪৮, গোদেখন্দ ২৪৩৩৭৭, কোরাদী ৯০০০, টাণ্ডা ২১৪৪৩, গখদৌরী ১৪৪৪৯৫, মেহলা ৯৪৬০৪৮, মিউরে ৫১৫৪৮৪, মুণ্ডে ৬৬৩৬৩, মুরগা ৩৯০২১, মুলাহমী ৯৭১৮, নুরেম ১৮৮১৪০, নাওটিন ২০৯১৫৩, হাতী ১৫৯৭০০, হায়নী ৫০৩৪০, হালী ২৩০৭০০, এই সরকার ৭০০ অশ্বারোহী ও ৮০০০০ পদাতি সরবরাহ করে।

সরকার রোটাস। মহলের সংখ্যা ১৮, পরিমাণফল ৪৭২৩৪০ বিঘা ১২ বিশা, রাজস্ব ৪০৮১৯৪৯৩ দাম। আরে ৪০২৮১০০, ভোজপুর ৪৯৩৩১০, বেরণ ৩৪০৭৮৪০, পানোয়ার ১৬৭৭০০০, বাদ গা ব ৪২৪০০, চৌনদে ৪৪৪০৩৬০, দ্রো ১৬৩৪১১০, দেওয়ারে ১০৭৬৫২০, দুনিয়ায় ৩০০০০, রোটাস ২২৫৮৬২০, রতনপুর ৭৮৩৪১৫, সিরসী ২৭৬৯৫৬৬, সাহসর ৩৩৩০৩৯০, ফাতনপুর বিহিয়া ৩৭৩৬০৪, কোটেরা ১৮২৯৩০০, কোট ৮৪৭৯২০, মাংরোর ১৫০০, নানোর ৩০০০০০০। এই সরকার ৪৫৫০ অশ্বারোহী ও ১৬২০০০ পদাতি সরবরাহ করিয়া থাকে।

সুবে এলাহাবাদ

সরকার এলহাবাদ।–মহল ১১, পরিমাণফল ৫৭৩৬১১ বিঘা ৪ বিশা; রাজস্ব ২৮৮৩৩৩৭৩ দাম। সরকার গাজীপুর,মহল ১৯ পরিমাণফল ২৮৮৭৭০ বিঘা ৭ বিশা; রাজস্ব ১৩৪৩১৩০০ দাম। সরকার বেণারস,-মহল ৮, পরিমাণফল ১৩৬৬৬৩ বিঘা ১২ বিশা, রাজস্ব ৮৮৯৯৩১৮ দাম। সরকার জৌনপুর,-মহল ৪১, পরিমাণফল ৮৭০২৬৫ বিঘা ৪ বিশা, রাজস্ব ৫৬৩৯৪১২৭ দাম। সরকার মাণিকপুর,মহল ১৪, পরিমাণফল ৬৬৬২২২ বিঘা ৫ বিশা। রাজস্ব ৩৩৯১৬৫২৭ দাম। সরকার চুনা,-মহল ১৩, পরিমাণফল ১০৬২৭০ বিঘা ৮ বিশা, রাজস্ব ৫৮১০৬৫০ দাম। সরকার বাতগড়া-মহল ৩৯, রাজস্ব ৭২৬২৮৮০ দাম। সরকার কালিঞ্জর,–মহল ২১, পরিমাণফল ৫০৮২৭৩ বিঘা ১২ বিশা, রাজস্ব ৩৮৩৯৪৭৪ দাম। সরকার বারা,-মহল ৯, পরিমাণফল ৩৪১১৭০ বিঘা ১০ বিশা; রাজস্ব ১৭৩৯৭৫৬৭ দাম। সরকার কোড়া,–মহল ১২, পরিমাণফল ১৪৭৫৫৬ বিঘা ১৯ বিশা; রাজস্ব ২২৬৮২০৪৮ দাম।

সুবে অযোধ্যা

সরকার অযোধ্যা,–মহল ১ পরিমাণফল ২৭৯৬২০৬ বিঘা ১৯ বিশা, রাজস্ব ৪৫৯৫৬৩৪৩ দাম। সরকার গোরকপুর,–মহল ২৫, পরিমাণফল ২৪৪২৮৩ বিঘা ১৩ বিশা, রাজস্ব ১১৯২৬৭৯০ দাম। সরকার বরোজ, মহল ১১, পরিমাণফল ১৮২৩৪৩৫ বিঘা ৮ বিশা, রাজস্ব ২১২০৫২৫ দাম। সরকার আয়রাবাদ,মহল ২২, পরিমাণফল ১৯৮৭৭০ বিঘা ৬০ বিশা, রাজস্ব ৪৩৬৪২৮১ দাম। সরকার লক্ষ্ণৌ,-মহল ৫৫, পরিমাণফল ৩৩০৭৪২৬ বিঘা ১০ বিশা, রাজস্ব ৭০৭১৬১২০ দাম।

সুবে আগরা

সরকার আগরা,–মহল ৩৩, পরিমাণফল ৯১০৭৬২২ বিঘা ৪ বিশা, রাজস্ব ১৯১৭১৯২৬৫ দাম। সরকার কালপী,মহল ১৬, পরিমাণফল ৩০০০০২৯ বিঘা ৯ বিশা, রাজস্ব ৪৯৪৫৬৭৩০ দাম। সরকার কনৌজ, মহল ৩০, পরিমাণফল ২৭৭৬৬৭৩ বিঘা ১৬ বিশা, রাজস্ব ৫২৫৮৪৬০৭ দাম। সরকার কোয়েল,–মহল ২১, পরিমাণফল ২৪৬১৭৩১ বিঘা, রাজস্ব ৫৪৯৯২০৪৩ দাম। সরকার গোয়ালিয়র,-~-মহল ১২, পরিমাণফল ১১৪৬৪৬৫ বিঘা ও বিশা, রাজস্ব ২৯৬৮৩৭৪৯ দাম। সরকার ইরেট, –মহল ১৬, পরিমাণফল ১২০২১২৪ বিঘা ১৮ বিশা, রাজস্ব ৩৭৭৮৫৪৩১ দাম। সরকার সানোয়ান–মহল ২৭, পরিমাণফল ৭৬২০১০ বিঘা রাজস্ব ৮৪৫৯২৯৬ দাম। সরকার সরোয়ার,–মহল ৫, পরিমাণফল ৩৯৪৩৫০ বিঘা, রাজস্ব ৪২০৩৩২২ দাম। সরকার মুলিয়া,–মহল ১৫, পরিমাণফল ৬৮৬৩৬ বিঘা, রাজস্ব ৩৭০৯৮৮৪ দাম। সরকার আলোয়ার,মহল ৪৩, পরিমাণফল ১২৬২০১২ বিঘা, রাজস্ব ৩৯৮৬২২৩৪ দাম। সরকার তেজারে,-মহল ১৮, পরিমাণফল ৭৪০০০১ বিঘা ৫ বিশা, রাজস্ব ১৭৭০৬৯ দাম। সরকার নারুনায়োএল–মহল ১৭, পরিমাণফল ২০৮০০৪৮ বিঘা, রাজস্ব ৫০০৪৬৭১১ দাম। সরকার শিহা-মহল ৬, পরিমাণফল ৭৬৩৪৭৪ বিঘা, রাজস্ব ৫৯১৭৫৬৯ দাম।

সুবে মালোয়া

সরকার উজ্জয়িনী।–মহল ১০ পরিমাণফল ৯২০৬২২ বিঘা, রাজস্ব ৪৩৮২৭৬০ দাম। সরকার রায়সেন,-মহল ৩২। সরকার গয়া,–মহল ৫৭, রাজস্ব ১৮৮৭০৮০ দাম। সরকার চন্দেলী,মহল ৬১, পরিমাণফল ৫৫৪২৭৭ বিঘা ১৭ বিশা, রাজস্ব ৩১০৩৭৭৮৩ দাম। সরকার সারঙ্গপুর,-মহল ২৪, পরিমাণফল ৭০৬২০২ বিঘা, রাজস্ব ৩২৯৯৮৮ দাম। সরকার বিজাগড়,-মহল ৩২, পরিমাণফল ২৮৩২৭৮ বিঘা ১৩ বিশা, রাজস্ব ১২২৪৯১২১ দাম। সরকার মেণ্ডো,–মহল ১৬, পরিমাণফল ২২৯৯৬৯ বিঘা ১১ বিশা, রাজস্ব ১৩৬৮৮৯৯৪ দাম। সরকার হিন্দিয়া,–মহল ২৩, পরিমাণফল ৮৯৫৭৩ বিঘা ১৭ বিশা, রাজস্ব ১১৬১০৯৬৯ দাম। সরকার নজরবার,-মহল ৭, পরিমাণফল ৮৫৯৬০৪ বিঘা, রাজস্ব ৫০১৬২১২০ দাম। সরকার মেরুসুর, মহল ১৭, রাজস্ব ৬৮৬১৯৮ দাম। সরকার গাগরুন,–মহল ১২, পরিমাণফল ৬৩৫২৯ বিঘা, রাজস্ব ৪৫৩৫৭৯৪ দাম। সরকার কর্তৃবারাণে, মহল ১০, পরিমাণফল ১৯০০৩৯ বিঘা রাজস্ব ৮০৩১৯২৫ দাম।

সুবে খান্দেশ

খান্দেশ,মহল ৩২, রাজস্ব ১২৬৪৭০৬২ টুঙ্গের।

সুবা বেরার

সরকার কাউইল,মহল ৫৬, ১৩৪৬৬৬১৪০ দাম। সরকার পুনা,-মহল ৫, রাজস্ব ১৪৪৪০০০০ দাম। সরকার যোরেল,-মহল ৩৫, রাজস্ব ১৭৬০০০০ দাম। সরকার নারনালে,–মহল ৩৪, রাজস্ব ৩০১৫৪৪৭৬ দাম। সরকার কুলেন,-মহল ৩১, (ইহার মধ্যে ৮টী চন্দাদেশভুক্ত), রাজস্ব ৩২৮২৮০০০ দাম। সরকার বাসুম,–মহল ৮ রাজস্ব ৩২৬২৫২০ দাম। সরকার মাহো~-মহল ২০ রাজস্ব ৪০৮৮৫৪৪৩ দাম। সরকার মাণিকদুর্গ,–মহল ৮, রাজস্ব ৩৪৪০০০০০ দাম। সরকার পায়থল,~-মহল ১৮, রাজস্ব ৮০৭০৫৯৫৩ দাম। সরকার তেলিঙ্গানা,–মহল ১৯, রাজস্ব ১৯৪০০ দাম। সরকার রামগড়,-মহল ৫, রাজস্ব ৯৬০০০০০ দাম। সরকার ভেবন,-মহল ৪, রাজস্ব ৪৫১২২৯০০ দাম। সরকার পাতিয়ালা মহল ৯, রাজস্ব ১৯১২০০০০ দাম।

সুবা গুজরাট

সরকার আমেদাবাদ;২৮, পরিমাণফল ৮০২৪১৫৩ বিঘা, রাজস্ব ২০৮৩০৬৯৯৪ দাম। সরকার পত্তন,–মহল ১৬, পরিমাণফল ৩০৫০০১৫ বিঘা, রাজস্ব, ৬০০৩২ ৫০৯৯ দাম। সরকার নাদোৎ,–মহল ১২, পরিমাণফল ৫৭৮১৭, বিশা রাজস্ব ৮৭৯৫৯৬ দাম। সরকার বেরোদা,-মহল ৪, পরিমাণফল ৯২২১২ বিঘা, রাজস্ব ৪১১৪৫৮৯৫ দাম। সরকার বেরোচ, মহল ১৪, পরিমাণফল ৩৪৯৭৭১ বিঘা রাজস্ব ২১৮৪৫৬৬৩ দাম। সরকার চম্পানীরমহল ৯, পরিমাণফল ৮০০০৩৩৭ বিঘা ১১ বিশা, রাজস্ব ১০১০৯৮৮৪ দাম। সরকার সুরাট, মহল ৩১, পরিমাণফল ১৩১২৩১৫ বিঘা রাজস্ব ১৯০৩৫১৭৭ দাম। সরকার কোদেরা, মহল ১৪, পরিমাণ ৫৩৫২৫৫ বিঘা, রাজস্ব ৩৪১৮৩২৪ দাম। সরকাস কোয়েব,-মহল ৭৩, (ইহার মধ্যে ১৩টী মহলে বন্দরের শুল্ক আছে) রাজস্ব ৬৩৪৩৭৩৬৬ দাম।

সুবা অজমীর

সরকার অজমীর,-মহল ২৮, পরিমাণফল ৫৬০৫৪৮৭ বিঘা, রাজস্ব ৬২১৫৩৩৯০ দাম। সরকার চিতোর,–মহল ২৬, পরিমাণফল ১৬৭৮৮০২ বিঘা ১৭ বিশা রাজস্ব ৩০০৪৭৬৪৯ দাম। সরকার রিন্তনপুর,-মহলল ৮৩, পরিমাণফল ৬০২৪১১৬ বিঘা ১১ বিশা রাজস্ব ৮৯৮৬৪৫৭৬ দাম। সরকার মোধপুর,মহল ২১, রাজস্ব ১৪৫২৮৭৫০ দাম। সরকার শিরোহী,–মহল ৬, রাজস্ব ৪২০৭৭৪৩৭ দাম। সরকার নাগোর,-মহল ৩১, পরিমাণফল ৮৩৭৩৬০ বিঘা ৬ বিশা, রাজস্ব ৪০৩৮৯৮৩০ দাম। সরকার বিকানীর,-মহল ১১, রাজস্ব ৪৭৫০০০০ দাম।

সুবা দিল্লী

সরকার দিল্লী,মহল ৪৮, পরিমাণফল ৭১২৬১০৬ বিঘা, ১৭ বিশা, রাজস্ব ১২৩০১২৫৯৭ দাম। সরকার বদায়ুন,–মহল ১৩, পরিমাণফল ৮০৯৩৫০ বিঘা ১০ বিশা, রাজস্ব ৩৪৬১৭৩৬৩ দাম। সরকার হমায়ুন,মহল ২১, রাজস্ব ৪০৪৩৭৭০০ দাম। সরকার সম্বের,–মহল ৪, ৪৭১৯৩ বিঘা ২ বিশা, রাজস্ব ৬৬৩৪১৪৩১ দাম। সরকার সাহারণপুর,–মইল ৩৬, পরিমাণফল ৩৫৩০৩৭০ বিঘা ৩ বিশা, রাজস্ব ৮৭৮৮৯৩৫৯ দাম। সরকার রেওয়ারী,মহল ১২, পরিমাণফল ১১৫৫০১১ বিঘা, ১০ বিশা। সরকার হিসার ফিরোজা,মহল ১৭, পরিমাণফল ৩১১৪৪৯ বিঘা, রাজস্ব ৫৫০০৪৯০৫ দাম। সরকার সরহিন্দ,-মহল ৩৩, পরিমাণফল ৭৭২৯৩৬৬ বিঘা ৭ বিশা, রাজস্ব ১৬৯৭৯০৫৯৩ দাম।

সুবা লাহোর

সরকার দোয়াবেজলন্দর,মহল ৬০, পরিমাণফল ৩২৭৯৩৯২ বিঘা ১৭ বিশা, রাজস্ব ১২৩৩৬৫২১২ দাম। সরকার দোয়াবেবারী–মহল ৫২, পরিমাণফল ৪৫৮০০০২ বিঘা ১৮ বিশা, রাজস্ব ১৪২৮২০১৮৩ দাম। সরকার দোয়াবেরেচনাবাদ,-মহল ৫৭, পরিমাণফল ৫২৫৩১৪৮ বিঘা ৩ বিশা, রাজস্ব ১৭২২৭৬৯১ দাম। সরকার দোয়াবেজেনাহত,~~-মহল ২১ পরিমাণফল ২৬৩৩২০২ বিঘা ৫ বিশা, রাজস্ব ৬৪৬০২৯৪ দাম। সরকার সিন্দুসাগর,–মহল ৪২, পরিমাণফল ১৪৯৯৭৯ বিঘা, রাজস্ব ৫১৯২২০১ দাম। পরগণা বেলা,-~-রাজস্ব ৩২২৭৪০ দামা পরগণা সেলোর,-রাজস্ব ১৭০০০০ দাম পরগণে কেলো,–রাজস্ব ২৮০০০০০ দাম।

সুবা মুলতান

সরকার মুলতান,–মহল ৩৭, পরিমাণল ৫৫৮৬৪৯ বিঘা ৪ বিশা, রাজস্ব ৫৩৯১৬৩১৭ দাম। সরকার দোয়ালন্দর,–মহল ৯ পরিমাণফল ৫২০৯০ বিঘা, রাজস্ব ১৭২৪০১৩৭ দাম। দোয়াববারি, মহল ১১, পরিমাণফল ১৩৬২৯ বিঘা ১৩ বিশা রাজস্ব ৯৮৫৩৩৩১ দাম। পরগণে দোয়াবেরেচনাগ,-মহল ৬, পরিমাণফল ৮৩২২৯ বিঘা ১৮ বিশা, রাজস্ব ৫১১৩৮৪৩ দাম। পরগণা দোয়াবেসিন্ধুসাগর,–মহল ৪, পরিমাণফল ৩৪৮১২ বিঘা, রাজস্ব ২৮৭৯২ দাম। বয়েবলী পরগণা মহল ১৭, পরিমাণফল ২০৫৮৯৩ বিঘা ১৩ বিশা রাজস্ব ১৮৮২০২৫৫ দাম। সরকার দেবলপুর,মহল ২৯, পরিমাণফল ১৪৩৩৭৬৭ বিঘা ৮ বিশা; রাজস্ব ১২৯৩৩৪১৩ দাম। পরগণে দোয়াবেজ-জলন্দর, মহল ১০, পরিমাণফল ৭১০৯৪৬ বিঘা ২ বিশা, রাজস্ব ৮৮৮০৮৭৫৫ দাম। পরগণে দোয়া-বেবারি,-মহল ৬, পরিমাণফল ১৯৩৪৯৫ বিঘা ৯ বিশা, রাজস্ব ১১৭৫৩৯৩ দাম। পরগণে দোয়াবেরেচনম,-মহল ৭, পরিমাণফল ১৪২৮৫৬ বিঘা ২ বিশা, রাজস্ব ৮৫২৪৯১৫ দাম। কয়েকটী পরগণা মহল ৬, পরিমাণফল ৩৮৫৭০ বিঘা ৭ বিশা, রাজস্ব ২০৫৮০৭৭১ দাম। পরগণে দোয়াবেবেকার,মহল ১২, পরিমাণফল ২৮২০১৭ বিঘা, রাজস্ব ১৮৪২৪৯৪৭ দাম।

সুবা তাতা

সরকার তাতা,-মহল ১৮, রাজস্ব ২৫৯৯৯৯১ দাম। সরকার হাজীখা,-মহল ১১ রাজস্ব ১১৭৮৪৫৮৬ দাম। সরকার সেয়েস্তান, মহল ৯, রাজস্ব ১৫৫৪৬৮০৮ দাম। সরকার নাসীরপুর,মহল ৭, রাজস্ব ৭৮৩৪৬০০ দাম। সরকার চকারহলে,–মহল ৮, রাজস্ব ৫০৮৫৪৮ দাম।

সুবা কাবুল

সরকার কাশ্মীর,–মহল ৩৮, রাজস্ব ৬২১১৩০৪০ দাম। (ইহার মধে অর্ধেক শস্যের মূল্য হিসাব করিয়া দিতে হয়, অপরাদ্ধ টাকা দিতে হয়) তরপমিরাজ,মহল ২২, রাজস্ব ৩৫৭৯৬১২২ দাম। (অর্ধেক শস্যে, অর্ধেক টাকায়)। শ্রীনগর সহরে ৩টী মহল আছে। শ্রীনগরের উত্তরপশ্চিমে ৭টী মহল আছে। শ্রীনগরের দক্ষিণ পশ্চিমে ১১টী মহল। তরফ কুমরে,মহল ১১, রাজস্ব ২৬৩১৬১১৮ দাম। (অর্ধেক শস্যে টাকায়)। শ্রীনগরের উত্তরপশ্চিমে ২টী মহল এবং দক্ষিণপশ্চিমে ১২টী মহল। সরকার সিওয়ার ৩টি মহলে বিভক্ত। সরকার দোয়ানীয়ান এবং ইসাকেল ২টী মহল। সরকার কান্দাহার ২৪ মহলে বিভক্ত। এখান হইতে ৮১১৪ তুমান এবং ২৯৬০০০ দিনার টাকা দিতে হয়; তদ্ব্যতীত ৪৫৭৭৪ মেষ, ৪৫ ঘোড়া, ৩৭৫২৯৭৭ খেরোয়ার যব দিতে হয়। ইহা ছাড়া ৪২০ খোবোয়ার চাউল, ২ খোরোয়ার ময়দা এবং ২০ মণ ঘৃত দিতে হয়। কান্দাহর চাহর ৩০২৭০ তুমান টাকা এবং ৫১২০ খেরোয়ার শস্য দেয়। কান্দাহারের পশ্চিমে দুখীররাজ্য ৯ তুমান টাকা ১৯০০ খেরোয়ায় শস্য, ১২০০০ মেষ এবং ১৫টী ঘোড়া দেয়। পুষেণ রাজ্য ৩৩ তুমান টাকা, ৩০০ মেষ এবং ৫০০ খেরোয়ার শস্য দেয়। সালাচরাজ্য ৪ তুমান টাকা, ৪০ মেষ এবং ৭৭০ খেরোয়ার শস্য দেয়। মুস্তানরাজ্য ১০ তুমান টাকা, ৮০০০ দিনার এবং ৩০০ খেরোয়ার শস্য দেয়। মুস্তানরাজ্য ১০ তুমান টাকা, ৮০০০ দিনার এবং ৩০০ খেরোয়ার শস্য দেয়। চেলবেজী রাজ্য ১২ তুমান টাকা, ৪১৫ খেরোয়ার চাউল এবং ৬০ মেষ দেয়। উলসআবদালী পূর্বে কেবল ১০০০ মেষ দিত, এক্ষণে ১০০ তুমান দেয়। উলস আবদাল ২৮০০ মেষ, ৫ খেরোয়ার চাউল এবং ১ খেরোয়ার মৃত দেয়। উলস জামুন্দী ৪০০০ দিনার দেয়। কিলাতপঞ্জেরে ৩০টী ঘোড়া এবং ৩০টী উষ্ট্র দেয়। সুরাবেরা ১২০০ শত মেষ দেয়। উসসবিক্সী ২২৫ মেষ দেয়। কিলাট বারলুক রাজ্য ৫২০ তুমান এবং ৯০৬০ দিনার টাকা দেয় আর ৪৩৪৬ মেষ, ১২৭০ খোরায়ার শস্য, ১ মণ ঘি এবং ১ মণ চাউল দেয়। হাজারে দেলে ১৩৫৪ মেষ এবং ২০ খেরোয়ার শস্য দেয়। হাজারী দেজিরবেঞ্জী ৩০ মেষ দেয়। তেরিণ রাজ্য ১৫০০০ মেষ এবং ১০০ খেরোয়ায় শস্য দেয় গরমসী রাজ্য ৪০২ তুমাম এবং ৮০০০ দিনার টাকা দেয় ও ১১৯ খেরোয়ার শস্য দেয়। সরকার কাবুল ২২৪১২ মহলে বিভক্ত, রাজস্ব ৮০৫০৭৪৬৫ দাম। কাবুল সহর ১২৭৫৮৪১০ দাম রাজস্ব দেয়। কাবুরের উত্তরে তুমানমুন্দেরা ২৬৮৪৮৮০ দাম। তুমান আলীসেন ৩৭০১১৫০ দাম। তুমান আলনগর ১৫৪৪৫৭৭ দাম। পালু বেকরাদ, ২০৪৫ দামউমান লাহুক,–৩১৯৩২১ দাম। তুমান বুদবো,৪১৩৮৮৫ দাম। তুমান উলসেই,৬০০০০০ দাম। তুমান পাঞ্জমীর, ৩৬১৯৪০ দাম। তুমান বঙ্গীশ,–৩৩৩২৩৪৮ দাম। তুমান কোহস্ত,-৭৯১৬২০ দাম। তুমান নেল,৮৫৪০০০ দাম। তুমান ওহী,২০৩০০৩২ দাম। তুমান ময়দান, ১৭০৬৭৯৯ দাম। তুমান গজনীয়,–৩৮৬৮৬৫২ দাম। তুমান যারমুন,–৩২৫৭৬ দাম! তুমান দামেনকো ১৬৪৬১৭৮৫ দাম। তুমান ঘৌরবন্দ,১৫৭৪৭৬০ দাম। তুমান জোহানরামীয়া,–৮৬১৭৫০ দাম।

সম্পূর্ণ

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *