সুন্দরী

সুন্দরী

          সুন্দরী গো সুন্দরী!
ঘরটি তোমার কোন-দোরি?
          সুন্দরী গো সুন্দরী!
  
কোন সে পথের বাঁকটিতে
কলসি নিয়ে কাঁখটিতে,
থমকে যাও আর চমকে চাও
          দুলিয়ে বাহু কুন্দরি?
          সুন্দরী গো সুন্দরী!
  
কুঞ্জি কই সে কুঞ্জরী –
যার হিয়াটি চঞ্চলে
আকুল তোমার অঞ্চলে?
সাতনরি আর পাঁচনরি হার
          কোন পথে যায় গুঞ্জরি?
          সুন্দরী গো সুন্দরী!
  
কোন মন ওঠে মু্ঞ্জরি –
কেশের তোমার সৌরভে,
পরশ পাওয়ার গৌরবে?
তূণ ভরি ভ্রু-র গুণ ধরি
          করছ শিকার কোন পরি?
          সুন্দরী গো সুন্দরী!
  
কোথায় সে বাও কোন তরি?
উত্তরীয় সঞ্চারি
করছে হওয়ার মন চুরি,
অপ্সরি আর হুরপরি
          চলছে তরির গুণ ধরি,
          সুন্দরী গো সুন্দরী!

শাড়ির পাড়ে কোন জরি?
কর্ণে দোদুল দুল দুলে,
গাল দেখে পারুল ভুলে,
চুমচে ছলে বুলবুলে গো
          মুখ ভুলে ফুলপুঞ্জরি।
          সুন্দরী গো সুন্দরী!
  
ভার কেন আজ মন তোরই?
কিন্নরী ও হুরপরি
তুল্য তোমার কোন গোরী?
কোন জনে দেয় মন-বেদন এ –
          খায় কাঁচা খুন ঘুণ ধরি?
          সুন্দরী গো সুন্দরী!
  
করল সে কে মন চুরি?
মনটি তোমার উন্মনা,
মন-চোরা সে কোন জনা?
আপশোশ উঁহু! আর নেই আঁশু!
          উঠছে আঁখে খুন ভরি!
          আর কেঁদো না সুন্দরী!
                    সুন্দরী গো সুন্দরী
                    ঘর তোমার ভাই কোন দোরি?
Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *