(সিমলা) কাঁসারীপাড়ার হরচন্দ্র বসুর পরিবারবর্গ
কায়স্থ জাতীয় গুরুপ্রসাদ বসু ছিলেন সাধারণ মধ্যবিত্ত মানুষ। তাঁর পুত্র হরচন্দ্র ধনী হয়ে ওঠেন স্বীয় চেষ্টা ও কর্মপ্রেরণায়। প্রথমে কোন জাহাজের ক্যাপটেনের অধীনে বেনিয়ান হিসাবে কাজ আরম্ভ করে, পরে হরচন্দ্র মেসার্স বইড অ্যান্ড কোং, বইড বিৰী অ্যান্ড কোং, রবিনসন, ব্যালফুর অ্যান্ড কোং প্রভৃতি সম্ভ্রান্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানের বেনিয়ান হন। ক্রমে তিনি প্রভূত ধনের মালিক হন; কিন্তু অর্জিত অর্থের অধিকাংশই তিনি ব্যয় করতে তাকেন মহাধুমধামের সঙ্গে দূর্গাপূজার ও কাঙালী ভোজন করিয়ে।
তাঁর পাঁচ পুত্রের মধ্যে জ্যেষ্ঠ মহেন্দ্রনাথ বেনিয়ান ছিলেন মেসার্স রবিনসন ব্যালফুর অ্যান্ড কোং ও চার্চলেক কার্টার অ্যান্ড কোম্পানির। তাঁর প্রথম বিবাহ হয় সিমলার বিশিষ্ট ধনী লালচাঁদ মিত্রের কন্যার সঙ্গে; সেই স্ত্রীর মৃত্যুর পর, তিনি বিবাহ করেন কাঁসারীপাড়ার রাজেন্দ্রনাথ সেনের কন্যাকে।
মহেন্দ্রনাথও ধুমধামের সঙ্গে দুর্গাপূজা করতেন। তাঁর শিষ্ট অমায়িক ও সাদাসিদা ভাবের জন্য তিনি কলকাতার ধনী মহলে বিশিষ্টতা অর্জন করেছিলেন।