সাহস

মহাকাশযানের অধিনায়ক জিজ্ঞেস করলেন, ‘তুমি প্রস্তুত?’
অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকা মহাকাশযানের ক্রু ইগর কাঁপা গলায় বলল, ‘জি ক্যাপ্টেন, আমি প্রস্তুত।’
‘তাহলে যাও, আশা করি শত্রুর সঙ্গে এই যুদ্ধে তুমি জয়ী হবে।’
ইগর তবু দাঁড়িয়ে থাকে, অগ্রসর হয় না। অধিনায়ক জিজ্ঞেস করলেন, ‘কী হয়েছে?’
‘ভয় করছে। মহাজাগতিক এই প্রাণীর সঙ্গে যুদ্ধ করতে যেতে আমার ভয় করছে, ক্যাপ্টেন।’
‘তোমার কোনো ভয় নেই, ইগর।’ ক্যাপ্টেন তার হাতের রিমোট কন্ট্রোল স্পর্শ করে বললেন, ‘তোমার ভয় আমি দূর করে দিচ্ছি।’
রিমোট কন্ট্রোল স্পর্শ করে মহাকাশযানের অধিনায়ক ইগরের মস্তিষ্কে বিশেষ কম্পনের বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ পাঠাতে শুরু করলেন। একটু পরে জিজ্ঞেস করলেন, ‘এখনো ভয় করছে?’
ইগর মাথা নাড়ল, ‘না, ক্যাপ্টেন। এখন আর মোটেও ভয় করছে না।’
‘তাহলে যাও, যুদ্ধ করতে যাও।’
ইগর হঠাৎ ঘুরে মহাকাশযানের অধিনায়কের দিকে তাকিয়ে বলল, ‘আমি কেন যুদ্ধ করতে যাব? তুমি নিজে কেন যাও না?’
অধিনায়ক চমকে উঠে বললেন, ‘কী বলছ তুমি?’
‘আমি তোমাকে ভয় পাই নাকি? মোটেও ভয় পাই না।’
ইগর অস্ত্রটা মহাকাশযানের অধিনায়কের গলায় লাগিয়ে বলল,
‘ক্যাপ্টেন, তুমি যাও যুদ্ধ করতে। তা না হলে তোমার মাথা আমি ছাতু করে দেব।’
ক্যাপ্টেন কিছু বোঝার আগেই ইগর তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়।
হুমড়ি খেয়ে পড়ে গিয়ে ক্যাপ্টেন বুঝতে পারল রিমোট কন্ট্রোলে ইগরের সাহসের বোতামে তিনি ভুল করে একটু বেশি জোরে চাপ দিয়ে ফেলেছেন।
তার এখন বেশি সাহস হয়ে গেছে!

মুহম্মদ জাফর ইকবাল
সূত্রঃ প্রথম আলো, ডিসেম্বর ০৬, ২০০৮

12 Comments
Collapse Comments
Opurbo (Administrator) April 9, 2009 at 10:00 am

Very tiny to see but a big story

ekram (Administrator) July 8, 2009 at 10:02 am

onayk sundar.tobay aro boro golpo chai.

জোবেদা (Administrator) July 3, 2009 at 10:01 am

হা হা হা,
তবে আরো অনেক বড় আর অনেক গল্প পড়তে চাই।

জামিল আহমেদ (Administrator) July 28, 2009 at 10:03 am

সত্যিই গল্প নয় যেন বাস্তব! খুব ভালো লিখেছেন এবং লিখে থাকেন। আশা করি আরো লিখবেন,অন্তত আমাদের মতো পাঠকদের জন্য।

জামিল আহমেদ (Administrator) July 28, 2009 at 10:04 am

আমাদের দেশে সাইন্সফিকশন লেখকের খুব অভাব। কিন্তু সেটা অনেকটাই পুরন করেছেন ইকবাল ভাই সত্যি ভালো।

mustafa zaved says: September 28, 2009 at 1:39 am (Edit) (Administrator) September 28, 2009 at 10:05 am

it is a good site

সোহেল আকন্দ (Administrator) January 6, 2010 at 10:06 am

খুব ভাল হয়নি!

shirin (Administrator) January 29, 2010 at 10:06 am

Mon kharap hoyese! Eto sundor golpo matro ekta???

We need some police officer in our country like this.Who will destroy their commander who commaned somthing illigal.

গল্পটা আরো বড় হলে আরও ভাল লাগত !

একদম বাজে গল্প

valo lagasa,want more…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *