সান্ত্বনার কথা ঢের ভাবা গেছে আঁধার রভসে
তিতিরের ডিম থেকে আকাশের সূত্র তবু নয়
রাত্রির ভিতরে শুয়ে বিড়াল কুশনে মুখ ঘষে
মরুভূগিরির মেধে (সিংহের জন্ম তবু হয়)
সিংহদম্পতি জেগে রয়
শ্লথ পিপাসার জিভ মধু চায়—ব্লিজার্ডের তাড়া খেয়ে বিহঙ্গেরা জানে
সমুদ্রের ভয়ঙ্কর তিক্ত ফেনা পিতৃপুরুষের মতো ব্যূঢ়
বহুদিন পৃথিবীতে বেঁচে থেকে জীবধাত্রী জরায়ু সজ্ঞানে
চায় এই তপঃশক্তি—কঠিনতমের থেকে হবে সমারূঢ়
ম্যাজিনো লাইনরা হবে সম্মুখীন—আরও ঋদ্ধ মানুষের মন
ভেঙে ফেলে দেখা যাবে কৃষ্ণতর হয়ে আছে—বিষাক্ত নিখিল
মৃত্যু যেন পিরামিড—অন্ধকার ববিনের সুতোর মতন
তবুও মানুষ আর মমি নয়—সৌর সমুদ্রের মতো স্টিল—নীল।