সময়কে ধরে রাখা মহা দায়
গভীর মাশুলে তারে কেনা যায়
তবুও হাঁটিতে হয়—তবুও ছুটিতে হয়
অনেক সময়ই ডেঁপো অসময়
কেবল সারস ওই সারাদিন
শুধিছে নভের কাছে নীল ঋণ
শবের চালানি ক’রে কে তারে গুদামে পায়।
ঢাউস জাহাজ আসে মালয়ের থেকে
উটের মহান মাথা নীলিমায় রেখে
সাগরকে মনে করে মরুভূমি
তার কাছে কঙ্কাল আমি—তুমি
তবুও ছুটিতে হয়—তবুও টানিতে হয়
অনেক সময়ই ডেঁপো অসময়
ধূসর চাদরে মূঢ় মৃতদের মুখ ঢেকে।
তবু ব’সে থাকিবার—ফাঁপা হাড় পোহাবার দিন
আমাদের আছে ঢের—সাগরের জলে মীন
না হয়ে ইজারা করা ঢালু পুকুরের
আমরা রয়েছি ট্যারা জাগরূক ঢের
যত দৌড়াই মোরা দামি পুলিন্দা ঘেঁষে
সময় ঘেরাও করে তত স্থির দস্তানার মতো এসে
তবু দৌড়—কক কক কক হাসি সবচেয়ে গূঢ় সমীচীন।