রাজা সত্রাজিতের কন্যা ও কৃষ্ণের প্রিয়া মহিষী। ইনি এক সময়ে বনবাসিনী দ্রৌপদীর কাছে জানতে চেয়েছিলেন যে, কি উপায়ে দ্রৌপদী তাঁর স্বামীদের বশবর্তী করে রাখেন। সেই উপায় – জপতপ মন্ত্রৌষধি শিকড় বা যাইহোক – সেটি যেন দ্রৌপদী তাঁকে শিখিয়ে দেন। উত্তরে দ্রৌপদী বলেছিলেন যে, অসৎ স্ত্রীরা যা করেন – সত্যভামা তাই জানতে চাইছেন। সেই ভাবে পতিদের মন জয় করা যায় না। এই বলে দ্রৌপদী নিজের উদাহরণ দিয়ে সত্যভামা কি ভাবে কৃষ্ণের সেবা করতে পারেন – বিস্তারিত ভাবে বলেছিলেন।