হস্তিনার সূত- (সারথি) বংশজাত গবলগনের পুত্র। বিদ্বান ও স্পষ্টবক্তা সঞ্জয় ধৃতরাষ্ট্রের অন্যতম মন্ত্রী ছিলেন। ধৃতরাষ্ট্রকে তিনি সব সময়েই সৎ পরামর্শ দিয়েছেন। ব্যাসদেবের প্রসাদে সঞ্জয় দিব্য দৃষ্টি লাভ করে ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্র যুদ্ধের বিবরণী শুনিয়েছেন। এই সময় ধৃতরাষ্ট্র নিজের বা কৌরবদের পক্ষ নিয়ে কোনও অসত্য উক্তি করলে, তিনি কঠোর ভাবে তার সমালোচনা করেছেন। মহাযুদ্ধের শেষদিনে সাত্যকির হাতে সঞ্জয় বন্দী হন, কিন্তু ব্যাসদেবের হস্তক্ষেপে তিনি মুক্তি পান। যুধিষ্ঠির হস্তিনায় সিংহাসনে বসলে সঞ্জয়কে বহুবিধ গুরুত্বপূর্ণ কর্মের দায়িত্ব দেন। এর পনেরো বৎসর পরে যখন ধৃতরাষ্ট্র গান্ধারীকে নিয়ে বানপ্রস্থে চলে যাচ্ছেন। তখন বিদুর ও কুন্তির সঙ্গে সঞ্জয়ও তাঁদের সাথী হন। ধৃতরাষ্ট্র, গান্ধারী ও কুন্তি তপস্যারত অবস্থায় যখন অরণ্যের অগ্নিতে নিজেদের আহুতি দেন, তখন ধৃতরাষ্ট্রের নির্দেশে সঞ্জয় তাঁদের ছেড়ে হিমালয়ে পর্বতের দিকে চলে যান।