ইক্ষ্বাকুবংশীয় রাজা যিনি মহাদেবের বরে এক পত্নীর গর্ভে ষাট হাজার পুত্র ও দ্বিতীয় পত্নী শৈব্যার গর্ভে শুধু একটি পুত্র লাভ করেন। সগর যখন অশ্বমেধ যজ্ঞ করছিলেন তখন যজ্ঞের অশ্ব জলবিহীন সমুদ্রে (জলবিহীন এই জন্য যে, কালেয় দানব বধ করার জন্য দেবতাদের অনুরোধে অগস্ত্য মহাসমুদ্র পান করেছিলেন) অদৃশ্য হয়। সগরের ষাট হাজার পুত্র অশ্বের খোঁজে সমুদ্রে খনন করে পাতালে গিয়ে সেই অশ্ব ও কপিল মুনিকে দেখতে পান। কপিলকে অশ্ব-চোর মনে করে আক্রমণ করতেই কপিলের তেজে সবাই ভস্ম হন। দেবর্ষি নারদের কাছে পুত্রদের মৃত্যুসংবাদ শুনে শোকার্ত সগর তাঁর পৌত্র (পত্নী শৈব্যার গর্ভজাত অসমঞ্জার পুত্র) অংশুমানকে পাঠালেন যজ্ঞাশ্ব উদ্ধার করতে। অংশুমান পাতালে গিয়ে কপিলকে প্রসন্ন করে সগরের যজ্ঞ সমাপ্ত করলেন। ষাট হাজার পুত্রের ভস্ম সমুদ্রে ছিল বলে, সগর সমুদ্রকে নিজের পুত্রজ্ঞানে দেখেছিলেন। সেই থেকেই সমুদ্রের নাম হয়েছিলে সাগর। পাণ্ডবরা সগরের কাহিনী লোমশমুনির কাছে শোনেন।