শৃগাল ও দ্রাক্ষাফল
একদা, এক শৃগাল, দ্রাক্ষাক্ষেত্রে প্রবেশ করিল। দ্রাক্ষাফল অতি মধুর। সুপক্ব ফলসকল দেখিয়া ঐ ফল খাইবার নিমিত্ত, শৃগালের অতিশয় লোভ জন্মিল। কিন্তু সকল অতি উচ্চে ঝুলিতেছিল; সুতরাং, ঐ ফল পাওয়া, শৃগালের পক্ষে সহজ নহে। লোভের বশীভূত হইয়া, ফল পাড়িবার নিমিত্ত শৃগাল যথেষ্ট চেষ্টা করিল; কিন্তু কোনও ক্রমে কৃতকার্য্য হইতে পারিল না। অবশেষে, ফলপ্রাপ্তির বিষয়ে, নিতান্ত নিরাশ হইয়া, এই বলিতে বলিতে চলিয়া গেল, দ্রাক্ষাফল অতি বিস্বাদ ও অম্লরসে পরিপূর্ণ।
—-
দ্রাক্ষাফল—আঙ্গুরফল।
মধুর—সুস্বাদু, মিষ্ট।
উচ্চে—উর্দ্ধে, উপরে।
বশীভূত—অধীন, আয়ত্ত।
কৃতকাৰ্য্য—সফলকাম।
একদা—এক সময়ে, একদিন।
সুপক্ক—বেশ পাকা।
পক্ষে—বিষয়ে।
যথেষ্ট—অত্যন্ত, বিস্তর।
অবশেষে—শেষকালে, অনন্তর।
নিতান্ত—অত্যন্ত, অতিশয়।
নিরাশ—আশাশুঙ্গ, হতাশ।
বিস্বাদ—যাহার স্বাদ মন্দ, বিরস।
অম্ল বসে পরিপূর্ণ—অর্থাৎ টক্।