শিকল-পরার গান
এই শিকল-পরা ছল মোদের এ শিকল-পরা ছল। এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল॥ তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দি হতে নয়, ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন-ভয়। এই বাঁধন পরেই বাঁধন-ভয়কে করব মোরা জয়, এই শিকলবাঁধা পা নয় এ শিকলভাঙা কল॥ তোমার বন্ধ ঘরের বন্ধনীতে করছ বিশ্ব গ্রাস, আর ত্রাস দেখিয়েই করবে ভাবছ বিধির শক্তি হ্রাস। সেই ভয়-দেখানো ভূতের মোরা করব সর্বনাশ, এবার আনব মাভৈঃ-বিজয়মন্ত্র বলহীনের বল॥ তোমরা ভয় দেখিয়ে করছ শাসন, জয় দেখিয়ে নয়; সেই ভয়ের টুঁটিই ধরব টিপে, করব তারে লয়। মোরা আপনি মরে মরার দেশে আনব বরাভয়, মোরা ফাঁসি পরে আনব হাসি মৃত্যু-জয়ের ফল॥ ওরে ক্রন্দন নয়, বন্ধন এই শিকল-ঝঞ্ঝনা, এ যে মুক্তি-পথের অগ্রদূতের চরণ-বন্দনা। এই লাঞ্ছিতেরাই অত্যাচারকে হানছে লাঞ্ছনা, মোদের অস্থি দিয়েই জ্বলবে দেশে আবার বজ্রানল॥
প্রশ্ন ও উত্তর ৪ ৪.১ ৪.২ ইত্যাদি