আপনি যা বলবেন
আমি ঠিক তাই কোরবো
তাই খাবো
তাই পরবো
তাই গায়ে মেখে ব্যাড়াতে যাবো
কথাটি না বলে
বললে গলায় দড়ি দিয়ে ঝুলে থাকবো সারা রাত
তাই থাকবো
পরদিন যখন বলবেন
এবার নেমে এসো
তখন কিন্তু লোক লাগবে আমাকে নামাতে
একা একা নামতো পারবো না
ও টুকু পারি নি বলে
অপরাধ নেবেন না যেন
শাসকরা যদি বুঝতো কবির এ চপেটাঘাত
তবে পৃথিবীটা পাল্টে যেতো বুঝি
অামি তো কবির মতো
তাকিয়ে অাছি এমন শাসকহীন একটি সমাজের দিকে।
অামাদের একজন জয় গোস্বামী দরকার। অথবা নিজেরাই যদি জয় হতে পারতাম! কিন্ত অামাদের বিমান বাবু নেই। মমতা তো নেইই—- অামাদের বিগ সিস্টার কিছুই সহ্য করতে নারাজ। স্কুলের বালক থেকে ে সাধারণ কেউ যদ ি শুধু সিস্টার এর মরণ কামনা করনে।সংগে সংগে তাকে ধর েনেয়া হয়। শিশুর সামন েহত্যা করা হয় মা-বাবা সাংবাদিক দম্পতি।
লেখক এক নাম্বার নিয়মটা না জারি করলেও পারতেন । শুধু শুধু কচিকাঁচা হিমু প্রেমিদের কষ্ট দেওয়ার কি প্রয়োজন ছিল ?
এই লাইব্রেরিকে ধন্যবাদ । হিমু রিমান্ডে আর তিতাস একটি নদীর নাম পুরো বইটি দেওয়া যাবে ?
ফারিহা, দুঃখ করো না । আমরা নিশ্চয়ই একদিন হিমু হবই ।