শরীর
অনেক তো কথা হল,
চাষের, তাসের, ইতিহাসের, পাশের
বাড়ির ঘাসে হাঁটা দু একটি
রাজ হাঁসের!
এবার শরীরের কথা বলি, চল।
ভালবেসেস্পর্শকরি ত্বক, লোমকূপ,
নিবিয়ে সন্ধেবাতি, ধূপ।
শব্দের ঝড়, হৈ রৈ, চিৎকার
ফুরোলে
শীৎকার
আর সঙ্গমের জন্য বাকি রাত রাখি তুলে
জীবনের জং ধরা জানলা দরজা খুলে।