শব্দকোষ : নর্স মিথোলজি
এজির- সবচেয়ে বড় সমুদ্র দানব। রেনের স্বামী, সমুদ্রের ঢেউ সাত কন্যার পিতা।
এসির- দেবতাদের এক গোত্র, যারা এসগার্ডে বসবাস করে।
আলফহাইম- নয় দুনিয়ার এক দুনিয়া, যেখানে শুভ্র এলফদের বসবাস।
আঙ্গরবদা- এক দানবী, লোকির তিন দানব সন্তানের মাতা।
এসগার্ড- এসির দেবতাদের বসবাসের স্থান।
আস্ক- প্রথম মানব, এশ গাছ থেকে যার সৃষ্টি।
অধুমলা- প্রথম গরু, যার জিহ্বাই দেবতাদের পূর্বসূরিকে আকার দিয়েছিল, যার চোখের জলে দুধের নদী সৃষ্টি হয়েছিল।
বাল্ডার- ‘সুদর্শন’ নামে পরিচিত। ওডিনের দ্বিতীয় ছেলে, যাকে লোকি ছাড়া সবাই ভালোবাসত।
আইল অফ বারি- একটা দ্বীপ, যেখানে ফ্রে আর জার্ড বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিল।
বুগি- এক দানব, সুটুং এর ভাই।
বেলি- এক দানব, যাকে ফ্রে একটা পুং হরিণের শিং দিয়ে আঘাত করে হত্যা করেছিল।
বারজেলমির- ইমিরের দৌহিত্র। বারজেলমির ও তার স্ত্রী ছিল একমাত্র দানব যারা বন্যার হাত থেকে বেঁচে গিয়েছিল।
বেস্টলা- ওডিন, ভিলি আর ভির মাতা এবং বোরের স্ত্রী। বোলথর্ন নামে এক দানবের কন্যা। মিমিরের বোন।
বাইফ্রস্ট- রংধনু সেতু, যেটা মিডগার্ডকে এসগার্ডের সাথে যুক্ত করেছে।
বুন- কাব্যমদিরা রাখা হয় যে দুটি চৌবাচ্চায়, তার একটি। অন্যটির নাম সান।
বভারকার- ওডিনের আরেক নাম, ছদ্মবেশে থাকা অবস্থায় ওডিন এই নাম ব্যবহার করে।
বর- একজন দেবতা। বুরির ছেলে, বেস্টলার স্বামী। ওডিন, ভিলি আর ভির পিতা।
ব্রাগি- কাব্যের দেবতা।
ব্রেইডাব্লিক- বান্ডারের মহল; সংগীত, জ্ঞান আর আনন্দের স্থান।
ব্রিসিং এর কণ্ঠহার- ফ্রেয়ার উজ্জ্বল কণ্ঠহার।
ব্রুক- এইত্রির ভাই, একজন বামন, যে চমৎকার সব রত্ন বানাতে পারে।
বুরি- দেবতাদের পূর্বসূরি, বরের পিতা, ওডিনের পিতামহ।
ড্রপনির- ওডিনের সোনালি বাহুবন্ধনী যেটি প্রতি নয় রাত পর একই রকম সুন্দর আরো আটটি বাহুবন্ধনী সৃষ্টি করে।
ইগিল- একজন কৃষক, থিয়ালফি আর রক্সভার পিতা।
আইনহারজার- যুদ্ধের ময়দানে বীরের মৃত্যু লাভ করা যোদ্ধা, যারা যুদ্ধ আর ভোজের জন্য ভ্যালহালায় মিলিত হয়।
এইত্রি- একজন বামন, যে চমৎকার সব রত্ন বানাতে পারে। থরের হাতুড়ি তার হাতেই তৈরি। ব্রুকের ভাই।
এলি- বৃদ্ধা নার্স, যে প্রকৃতপক্ষে বৃদ্ধ কাল।
এম্বলা- এলম গাছ থেকে সৃষ্ট প্রথম নারী।
ফারবাউতি- লোকির পিতা, এক দানব। ‘যে ভয়ানক আঘাত করতে পারে’।
ফেনরির বা নেকড়ে ফেনরির- এক নেকড়ে। লোকি আর আঙ্গরবদার সন্তান।
ফিমবুলউইন্টার- রাগনারকের পূর্বে সংঘটিত হবে এমন এক অনন্ত শীতকাল।
ফেলার- গেলারের ভাই, কাভাসিরের হত্যাকারী
ফিওলনির- ফ্রে আর জার্ভের পুত্র, সুইডেনের প্রথম রাজা।
ফ্রানাং এর ঝরনা- উঁচু এক ঝরনা, যেখানে লোকি নিজেকে স্যামন মাছের বেশে লুকিয়ে রেখেছিল।
ফ্রে- ভানির দেবতা, যে এসগার্ডে এসির দেবতাদের সাথে বাস করে। ফ্রেয়ার ভাই।
ফ্রেয়া- ভানির দেবী, যে এসগার্ডে এসির দেবতাদের সাথে বাস করে। ফ্রের বোন।
ফ্রিগা- ওডিনের স্ত্রী, দেবতাদের রানি। বান্ডারের মা।
ফুলা- একজন দেবী, ফ্রিগার অনুচরী।
গেলার- একজন কৃষ্ণ বামন। ফেলারের ভাই ও কাভাসিরের হত্যাকারী।
জার্ম- দানবীয় এক কুকুর। রাগনারকে যে টীরকে হত্যা করবে এবং টীরের হাতেই মারা পড়বে।
জার্ড- একজন সুন্দরী দানবী, যাকে ফ্রে ভালোবেসে বিয়ে করেছিল।
গিলিং- একজন দানব, যাকে ফেলার আর গেলার হত্যা করেছিল। সুটুং আর বুগির পিতা।
গিনুনগাগাপ- সৃষ্টির শুরুতে মাসপেল (আগুনের জগত) আর নিলহাইম (কুয়াশার জগত) এর মধ্যকার শূন্যস্থান।
গেলারহর্ন- হাইমডেলের সিঙ্গা, মিমিরের কূপ থেকে প্রাপ্ত।
গ্লেইপনির- বামনদের বানানো জাদুর শিকল, যেটা দেবতারা ফেনরিরকে বাঁধার কাজে ব্যবহার করেছিল।
গ্রিমনির- ‘আবগুণ্ঠিত ব্যক্তি’, ওডিনের অন্য নাম।
গ্রাইন্ডার- থরের রথ টেনে নিয়ে যাওয়া দুই ছাগলের একটি।
গুলেনবার্স্টি- ফ্রের জন্য বামনদের বানানো সোনালি বরাহ।
গাংনির- ওডিনের বর্শা। এটা লক্ষ্যভেদ করতে কখনো ব্যর্থ হয় না। গাংনিরের ওপর শপথ নিলে সেটা আর ভাঙা যায় না।
গুনলড- একজন দানবী, সুটুং এর কন্যা, কাব্যমদিরা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত।
গিমির- একজন পৃথিবীর দানব, জার্ডের পিতা।
হেইড্রাম- একটা ছাগল, যে দুধের পরিবর্তে মদিরা দেয়। ভ্যালহালার মৃতরা সেই মদিরা পান করে।
হাইমডেল- দেবতাদের প্রহরী, যে অনেকদূর পর্যন্ত দেখতে পায়।
হেল- লোকি আর আঙ্গরবদার কন্যা। যুদ্ধে বীরের মৃত্যু ব্যতীত অন্য সব লজ্জাজনক মৃত্যুবরণকারী লোকেদের বসবাসের স্থান নরকের শাসক।
হারমড- ওডিনের সন্তান দ্রুতগতির হারমড। সে স্লেইপনিরে চড়ে হেলের কাছে বাল্ডারের মুক্তির আহ্বান নিয়ে গিয়েছিল।
লিসালফ- ওডিনের সিংহাসন, যেখান থেকে ওডিন নয় দুনিয়ার সবকিছু দেখতে পান।
হড- বাল্ডারের ভাই, অন্ধ দেবতা।
হোনির- প্রাচীন এক দেবতা, যে মানুষকে বিচার-বুদ্ধি দিয়েছিল। এসির দেবতা, যাকে ভানিরদের রাজা হিসেবে পাঠানো হয়েছিল।
হেরিম- রাগনারকের যুদ্ধে বরফ দানবদের সেনাপতি।
হুগি- একজন তরুণ দানব, যে অনেক দ্রুত দৌড়াতে পারে। বাস্তবে যে আসলে ছিল, ভাবনা।
হুজিন- ওডিনের দুই দাঁড়কাকের একটি, যার নামের অর্থ ‘ভাবনা’।
হেভেলগেলমির- ইগড্রাসিলের নিচে নিলহাইমের এক ঝরনা, অন্য অনেক ঝরনা আর ঝিরির উৎস।
হাইমির- দানবদের একজন রাজা।
ইডাভল- এক সমতল ভূমি, যার ওপরে এসগার্ড তৈরি করা হয়েছে। রাগনারকের পর বেঁচে যাওয়া দেবতারা এখানেই ফিরে যাবে।
ইডুন- এসির দেবী। অমরত্বের আপেল ফলের রক্ষক, যে ফল দেবতাদের অনন্ত যৌবন ধরে রাখতে সাহায্য করে।
ইভালদি- একজন কৃষ্ণ বামন। ইভালডির পুত্ররা ফ্রের জাহাজ স্কাডব্লাডনির, ওডিনের বর্শা গাংনির এবং সিফের জন্য সুন্দর সোনালি চুল তৈরি করেছিল।
জর্ড- থরের মা, একজন দানবী, পৃথিবীর দেবী।
জরমুনগুন্ডার- মিডগার্ডের সর্প। লোকির সন্তান ও থরের প্রতিদ্বন্দ্বী।
যতুনহাইম- যতুন অর্থ দানব আর যতুনহাইম হলো দানবদের জগত।
কাভাসির- এসির ও ভানির দেবতাদের মিলিত পিক থেকে সৃষ্ট দেবতা। জ্ঞানের দেবতা। বামনরা তাকে হত্যা করে তার রক্ত দিয়ে কাব্যমদিরা তৈরি করেছিল। পরবর্তীতে সে আবার জীবিত হয়েছিল।
লাউফি- লোকির মাতা। তাকে নাল বা সুঁই নামেও ডাকা হতো, কারণ সে ছিল খুবই ক্ষীণকায়।
লেরাড- একটা গাছ, যেটি সম্ভবত ইগড্রাসিলের অংশ। যার পাতা খেয়ে হেইড্রাম নামক ছাগল ভ্যালহালার যোদ্ধাদের জন্য পানীয় দেয়।
লিট- এক দুর্ভাগা বামন।
লোকি- ওডিনের ধর্মের ভাই। লাউফি আর ফারবাউতির পুত্র। এসগার্ডের অধিবাসীদের মধ্যে সবচেয়ে চতুর আর ধুর্ত। লোকি নিজের আকার পরিবর্তন করতে পারে, তার ঠোঁটে কাটা দাগ আছে। তার জুতাজোড়া তাকে আকাশে হেঁটে বেড়াতে সাহায্য করে।
মাগনি- থরের পুত্র, “শক্তিশালী” মাগনি।
মেজিনজর্ড- থরের কোমরবন্ধনী, যেটা পড়লে তার শক্তি দ্বিগুণ হয়ে যায়।
মিডগার্ড- আমাদের পৃথিবী। মানুষের জগত।
মিডগার্ডের সর্প- জরমুনগুন্ডার।
মিমির- ওডিনের মামা আর যতুনহাইমে অবস্থিত জ্ঞানের ঝরনার রক্ষক। একজন দানব, সম্ভবত একজন এসির। ভানিররা তার শিরোশ্ছেদ করে, তার মাথা আজো জ্ঞান দান করে আর ঝরনার ওপর নজর রাখে।
মিমিরের কুয়ো- বিশ্ববৃক্ষের মূলের কাছে অবস্থিত একটা ঝরনা বা কুয়ো। এর এক চুমুক জল পান করার জন্য ওডিন তার একটি চক্ষু উৎসর্গ করেছিল। মিওলনির- থরের হাতুড়ি। বামন এইত্রির বানানো থরের সবচেয়ে দামি সম্পদ। মডগাড- মৃতের দুনিয়ায় যাওয়ার সেতুর রক্ষক।
মোডি- থরের ‘সাহসী সন্তান।
মুনিন- থরের দাঁড়কাক, মুনির নামের অর্থ, ‘স্মৃতি’।
মাসপেল- সৃষ্টির প্রারম্ভে সৃষ্ট আগুনের জগত। নয় দুনিয়ার একটি।
নাগালফার- মৃতদের না কাটা হাত ও পায়ের নখর দিয়ে তৈরি জাহাজ। রাগনারকের সময় দেবতা আর আইনহারজারদের সাথে যুদ্ধ করা দানব আর নরকের মৃতরা এই জাহাজে ভ্রমণ করবে।
নাল- ‘সুঁই’। লোকির মা লাউফির আরেক নাম।
নারফি- লোকি আর সিজিনের ছেলে, ভালির ভাই।
নিদাভেলির বা ভারটালহাইম- পাহাড়ের নিচে যে স্থানে বামন (বা কৃষ্ণ এলফ)-দের বসবাস।
নিদহগ- একটা ড্রাগন যে গোর খায় আর ইগড্রাসিলের মূল চাবায়। নিলহাইম- সৃষ্টির প্রারম্ভে সৃষ্ট ঠান্ডা, কুয়াশাচ্ছন্ন জগত
নর্ড- ভানির দেবতা। ফ্রে আর ফ্রেয়ার পিতা।
নন- তিন বোন উর্দু, ভারদান্দি আর স্কুল্ড, যারা ভাগ্যের কুয়ো রক্ষণাবেক্ষণ করে আর ইগড্রাসিলের মূলে জল দেয়। অন্যান্য নর্নদের সাথে নিয়ে তারা তোমার ভাগ্য নিয়ন্ত্রণ করে।
ওডিন- সবচেয়ে প্রাচীন ও ক্ষমতাশালী দেবতা, যে জ্ঞানের জন্য তার একটি চোখ উৎসর্গ করেছিল।
ওর্ডেরির- একটা কেটলি, যেখানে কাব্য মদিরা জ্বাল দেওয়া হয়েছিল।
রেন- নয় ঢেউয়ের মা, ডুবে মারা যাওয়াদের দেবী, সমুদ্র দানব এগিরের স্ত্রী। রাটাটস্ক- ইগড্রাসিলের ডালে বাস করা কাঠবিড়ালী, যে ইগড্রাসিলের মূলে বাস করা গোরখাদক ড্রাগন নিদাহগ আর মগডালে বাস করা ঈগলের মধ্যে বার্তা আদান-প্রদান করে।
রাতি- দেবতাদের তুরপুন, যা দিয়ে যেকোনো বস্তু ছিদ্র করা যায়।
রক্সভা- থরের মানব ভৃত্য থিয়ালফির বোন।
সিফ- থরের স্ত্রী। সোনালি চুলের অধিকারী।
সিজিন- লোকির স্ত্রী, ভালি আর নারফির মাতা। লোকি বন্দী হওয়ার পর, সে ভূমির গভীরে লোকির পাশেই আছে। একটা পাত্র নিয়ে সাপের বিষ থেকে লোকির মুখমণ্ডলকে রক্ষা করছে।
স্কাডি- দানবী, দানব থিয়াজির কন্যা। নর্ড এর স্ত্রী।
স্কিডব্লাডনির- ফ্রের জন্য ইভালদির পুত্রদের বানানো জাদুর জাহাজ। এটাকে একটা রুমালের মতো ভাঁজ করে রাখা যায়।
স্কিরনির- শুভ্র এলফ, ফ্রের ভৃত্য।
ক্রিমির- “বিশাল ব্যক্তি’। উটগার্ড যাওয়ার পথে লোকি, থর আর থিয়ালফির সাথে দেখা হওয়া বিশাল এক দানব।
স্কুল্ড- নর্নদের একজন, যে ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে।
স্লিপনির- ওডিনের ঘোড়া। সবচেয়ে দ্রুতগামী আট পায়ের ঘোড়া।
সারলার- থরের রথ টানা দুই ছাগলের একটি
সুরটার- জ্বলন্ত তরবারি হাতে আগুনের দানব। দেবতাদের পূর্বেই সুরটারের সৃষ্টি। আগুনের জগত মাসপেলের রক্ষক।
সুটুং- একজন দানব। গিলিং এর পুত্র, যে তার পিতামাতার হত্যার প্রতিশোধ নিয়েছিল।
সভদেলফারি- এসগার্ডের প্রাচীর নির্মাতার ঘোড়া।
থিয়াজি- ঈগলের বেশে ইডুনকে অপহরণকারী দানব। স্কাডির পিতা
থক- বৃদ্ধা মহিলা, যে একমাত্র প্রাণী যে বান্ডারের মৃত্যুতে শোক করতে অস্বীকার করে।
থর- ওডিনের সন্তান, বজ্রের দেবতা। সবচেয়ে শক্তিশালী দেবতা।
থ্রাড- থরের ‘ক্ষমতাশালী’ কন্যা।
থাইরাম- ওগরদের রাজা, যে ফ্রেয়াকে বিয়ে করতে চেয়েছিল।
টীর- ওডিনের পুত্র, এক হাতবিশিষ্ট যুদ্ধদেবতা।
উলার- থরের পৌত্র, দেবতা যে তির ধনুক নিয়ে শিকার করে।
উর্দ- ‘নিয়তি’। তিন নর্নের একজন, অতীত সংরক্ষণ করে।
উর্দের কুয়ো- এসগার্ডে ননদের দ্বারা রক্ষিত কুয়ো
উটগার্ড- বুনো দানবদের এলাকা। এর কেন্দ্রে একটা দুর্গ আছে, সেটার নামও উটগার্ড।
উটগার্ডালোকি- উটগার্ডের দানবদের রাজা।
ভ্যালহালা- ওডিনের মহল, যেখানে যুদ্ধে বীরের মৃত্যু লাভকারীরা ভোজসভায় মিলিত হয়।
ভালি- ভালি নামে দুজন দেবতা আছেন। একজন হলো লোকি আর সিজিনের পুত্র, যে নেকড়ে রূপ ধারণ করে তার ভাই নারফিকে হত্যা করে। আরেকজন ওডিন আর রিন্ডের পুত্র, বান্ডারের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য যার জন্ম হয়েছিল।
ভ্যালকেরি- ওডিনের পরিচারিকা, যারা যুদ্ধে বীরের মৃত্যু লাভ করা আত্মাদের সংগ্রহ করে ভ্যালহালায় নিয়ে আসে।
ভানাহাইম- ভানিরদের জগত।
ভার- বিবাহের দেবী।
ভি- ওডিনের ভাই, বর আর বেস্টলার সন্তান।
ভারদান্দি- নর্নদের একজন, যে আমাদের বর্তমান নিয়ন্ত্রণ করে।
ভিডার- ওডিনের সন্তান। শান্ত আর নির্ভরযোগ্য। দুনিয়ায় যত জুতা তৈরি হয়, তার ফেলে দেওয়া চামড়া থেকে তার একটি জুতো বানানো হচ্ছে।
ভিগ্রিড- যে স্থানে রাগনারকের যুদ্ধ সংঘটিত হবে।
ভিলি- ওডিনের ভাই, বর আর বেস্টলার পুত্র।
ইগড্রাসিল- বিশ্ববৃক্ষ।
ইমির- প্রথম ব্যক্তি, পৃথিবীর চেয়েও বড়, সকল দানবের পূর্বসূরি, যে ইমির প্রথম গরু অধুমলা থেকে পুষ্টি পেত।