শব্দকোষ

শব্দকোষ

অর্ধ (তৎসম), আধুনিক (বাঙ্গালা), উত্তম (পুরুষ), এক (বচন), কর্ম (বাচ্য), টী(কার পাঠ), তৎ(সম), তু(লনীয়), দ্র(ষ্টব্য), পা(ঠান্তরে) পুং(লিঙ্গ), প্রথম (পুরুষ), প্র(তিলিপির পাঠ), বহু(বচন), মধ্য (বাঙ্গালা), মধ্যম (পুরুষ), শা(স্ত্রীর পাঠ), স(ম্ভাব্য পাঠ), স্ত্রী (লিঙ্গ), হেমচন্দ্র (প্রাকৃত ব্যাকরণ)।

অইস ৪১ এরূপ। <অ-(সর্বনাম) +-দৃশ। দ্র° আইস।

অইসন ২ এরূপ। <অ-(সর্বনাম)+ *দৃশন। দ্র° অইসণি।

অইসণি (টী°) ২ এমন। স্ত্রী°।

অইসসি ১০ (=আইসসি) আসিস।

<আবিশসি।

অকট ৩১, ৩৯ বিস্ময়কর, বিস্ময়করভাবে। দ্র° আকট।

অকট ৪১ অবিবেচক, আকাট (মূর্খ) “অক্কট পণ্ডিত ভস্তিঅ নাসিঅ” (সরহ, দোহাকোষ)।

অকথ (পা°) অকথ্য।

অকাশ ৫০=আকাশ।

অকিলেসেঁ (শা°) ৯ অক্লেশে। <অক্লেশেন। দ্র° অহিলেসেঁ।

অগে ১৫ দ্র° আগে।

অঙ্কবালী ৪ আলিঙ্গন, সঙ্গম। <*অঙ্কপালিকা। মধ্য° আঙ্কোআলি। আ° আঁকড়ি (আঁকুড়ি)।

অঙ্গ ২৭।

অঙ্গন (টী°) ২।

অচার ২১ (শা°)। দ্র° চার।

অচারে ১১ (শা°)। দ্র° চারেঁ।

অচিন্ত ২২ =অচিন্ত্য।

অচাভূঅ ** ১২ অত্যদ্ভুত (ব্যাপার)।

অচ্ছ ৩৭ অস্‌ ধাতু, অনুজ্ঞা বা বর্তমান। ছন্দের খাতিরে ‘আছ’ হইবে। তু° রোমনী ‘অচ্‌’ (যেমন, ‘অচ্‌ ঘেরে’ অর্থাৎ যাক ঘরে)। (১) থাক। (২) বেশ ভালো, আচ্ছা।

অচ্ছই ৪১ আছে, থাকে। অস্‌ ধাতু বর্তমান প্রথম°।

অচ্ছন্তে ৪২ থাকিতে। অস্‌ ধাতু, শত্রস্ত অসমাপিকা, সপ্তমীর একবচন। দ্র° অচ্ছন্তেঁ চ্ছন্তে।

অচ্ছম ২৯ (১)=অচ্ছমি অথবা (২) <আছ+ম (মো)। আছি। অস্‌ ধাতু, বর্তমান উত্তম°।

অচ্ছসি ৪১ আছিস। ঐ মধ্যম°।

অচ্ছহু ৬ আছে। ঐ মধ্যম°। <অচ্ছথ(:)।

অচ্ছহুঁ ৬ আছি। ঐ উত্তম°। < আছ+হুঁ (হোঁ)।

অছিলে স ৩৭ (শা°)।

অছিলেস ৩৭ ছিলে। অতীত মধ্যম°।

অচ্ছিল্লা **১৩ (তুমি) ছিলে।

অচ্ছিলো ৩৫ (শা°) দ্র° অচ্ছিলেঁসু।

অচ্ছিলেঁসু (=অছিলেসুঁ) ৩৫ ছিলাম। ঐ অতীত উত্তম°। -সুঁ বিভক্তি অপভ্রংশের।

অজরামর ৩, ২২।

অট ১৫ (=অঠ) আট । < অষ্ট।

অঠক মারী ১৩ (শা°)। আটকে মারিয়া। দ্র° অঠ-কমরী, অঠ-কুমারী।

অঠ-কমারী ১৩ (১) আট-কামরাওয়ালা (নৌকা)। ‘কামরা’ (আধুনিক কামরা) আসিয়াছে গ্রীক komora হইতে ইরানীয় ভাষার মধ্য দিয়া। তু° রোমনী (ওয়েল্‌শ্‌) ‘বুৎ কমোরী সস্‌ ওজোই’ “সেখানে অনেক কামরা ছিল।” দ্র° অঠকুমারী। অথবা (২) অষ্টকর্মকার নির্মিত?

অঠ-কুমারী ১৩ (টী°)। <অষ্টকুমারী। মূল পাঠ ‘অঠক মারী’। ‘অঠকুমারী’ যদি আসল পাঠ হয় তবে ইহা নৌকার নাম হইতে পারে।

অণ ৪৪, ৪৬ অন্য।

অণহ ১৬, ১৭, ২৫ অনাহত, অশ্রুত ধ্বনি (যোগসাধনায়)।

<* অনহত= অনাহত।

দ্র°অনহা।

অণুঅণা ৪১ অনুৎপন্ন। <অনুপপন্ন।

অণুঅর ৪৪ যাহার-উপর-নাই।

<অন্‌-উপর।

অণুদিণ ৫০ অনুদিন, প্রত্যহ, সর্বদা; দ্বৈতরহিতভাবে।

অতিনি ** ৭ অতীর্ণা?

অথবণ ** ২ অস্তগমন।

অদঅ ৪৯ (১) দয়াহীন (< অদয়), অথবা (২) অদ্বয়।

অদঅভুঅ ৩৯ দ্র° অদভুঅ।

অদভুঅ ৩৯ অদ্ভুত। অর্ধ°।

অদভুআ ৩০ দ্র° অদভুঅ।

অদশ ৪৬ (১) আরশি (<আদর্শ), (২) অ-দৃষ্ট (< অদর্শ)।

অধরাতী ভর ২৭ অর্ধরাত্রি ব্যাপিয়া।

অধরাতি ২অর্ধরাত্রিতে।

অধ্যা ৪৩ দ্র° অপ্পা।

অধ্যাতা ৪৩ (শা°)। দ্র°অপ্পা।

অন ৩৮ অন্য।

অনহা ১১, ২৫ (টী), *১ দ্র°অণহ।

<অনাঘাত।

অনাবাটা ১৫ অপুনরাবর্তনকারী, নির্বাণপ্রাপ্ত। < অনার্তক। তু° উপনিষদ্‌ “ন স পুনরাবর্ততে”।

অনুত্তরসামী ৫ যাহার অপেক্ষা শ্রেষ্ঠ সাঁই (গুরু) নাই। < অনুত্তরস্বামী।

অনুদিনং ৪২ সংস্কৃত প্রয়োগ। দ্র° অণুদিণ।

অনুভব ৩৭ অনুভব কর। তৎ নামধাতু অনুজ্ঞা মধ্যম°।

অন্ত ১৫ শেষ, পার।

অন্তউড়ী ২০ (১) গর্ভের ফুল (placenta)। <*অন্ত্রপুটিক। তু° অঁতড়ি (মাধব-আচার্য, শ্রীকৃষ্ণমঙ্গল)। (২) আঁতুর ঘর। <অন্তঃকুটী।

অন্তরাল * ১৩।

অন্তরালে ৪৬ মাঝখানে।

অন্তরালেঁ * ৩ মাঝখান দিয়া। তৃতীয়া সপ্তমী।

অন্তরে ১০ দূরে, বিরহে।

অন্তে ১৮ একপাশে।

অন্ধকারা ৩০ অন্ধকার।

অন্ধারি ৫০ অন্ধারী ২১, *৭ অন্ধকারময়। স্ত্রী°। <*অন্ধকারিত।

অপতিঠাণ ৩১ যাহার প্রতিষ্ঠান অর্থাৎ আধার অথবা অধিকার নাই।

অর্ধ°।

অপতিঠাণ-গরুআ * ৪ প্রতিষ্ঠানহীন অথচ গুরু।

অপণা ৬ নিজের। ষষ্ঠী । <আত্মনঃ।

অপণা ৩৯ স্বয়ং, নিজে। কর্তা।

<*আত্মানকঃ।

অপণা ২৬ নিজেকে। কর্ম-কর্তা, অথবা ষষ্ঠী (কর্মকারকে)।

অপণে ৩, ২২, ৩২, ৩৭ আপনি, নিজে। করণ। <*আত্মনেন=আত্মনা।

অপা ৩, ৩২, ৩৯ আত্মা, স্বয়ং। আত্মা।

অপূব *১১। অপূর্ব।

অপূব্ব *৮ ঐ। অর্ধ°।

অপেঁ ৪১ জল দিয়া, জল হইতে। করণ। <*অপেন।

অপ্‌পণা ৩৯ দ্র° অপণা। অর্ধ°।

অপ্‌পা ৪৩ দ্র° অপা। অর্ধ°।

অপ্যণা ৩৯=অপ্‌পনা।

অফালী ** ৮ ফালা, ফালা করিয়া? <* আস্ফাটিত।

অভঅ ৩৮ অভয়। দ্র° ভঅ।

অভাগে ৩৫ অভাগ্য দ্বারা। < অভাগ্যেন।

অভাব ২৯ অনুৎপত্তি।

অভিন-চারেঁ ৩৪ অভিন্ন-চর্যায়। <-আচারেণ।

অভিন-বারেঁ ৩৪ (শা°)। দ্র° অভিনচারেঁ।

অমন ২১ মনোহীন, অমনস্ক।

অমিঅ, অমিঅঁ ২১ অমৃত।

অমিআ ৩৯ ঐ।

অমিঅ ৩৯ (টী°)।

অমিয়া ৩৯ (শা°)।

অম্‌ভে ২২ আমরা, আমি। কর্তা।

<অস্মাভিঃ। দ্র° অহ্মে।

অরু ৪ রাগিণীর নাম।

অলখ ৩৪ (টী°) অলক্ষ্য।

অলক্‌খ ১৫ ঐ।

অলক্ষ ৩৪ ঐ।

অলল ** ১৩ হুলুধ্বনি।

অলিএঁ ৭ দ্র° আলিএঁ।

অলেঁ ৪০ (টী°) দ্র° আলে।

অলো ১০, ১৭ সম্বোধনে (নারী)

অবকাশ ৩৭ স্থান।

অবণাগমন, অবণাগমণ ৩৬, অবণাগমণা ২১, ৪৬ আনাগোনা। <* অয়নক-গমনক। তু° হিন্দী গৌণা।

অবণাগমণে ৭ আনাগোনায়। করণ-অধিকরণ।

অবধূই ২৭, অবধূতী ১৭ শরীরে তিন প্রধান সূক্ষ্ম নাড়ীর অন্যতম। বাঁদিকে (বামনাসাপুটে অমৃতধারাবাহী) চন্দ্র বা গঙ্গা বা ইড়া বা ললনা বা প্রজ্ঞা, ডানদিকে (দক্ষিণনাসাপুটে বিষধারাবাহী) সূর্য বা যমুনা, বা পিঙ্গলা বা প্রজ্ঞাপায়, মধ্য-দেশে (শুক্ৰবাহী) অবধূতী বা সরস্বতী বা মহাসুখাধার।

অবধূ ** ৬ (১) অবধূত। (২) অবন্ধু।

অবব ১০=অবর।

অবস ১২ দ্র° অবশ।

অব্বর ১০ (শা°), ৩৪ অপর।

অবশ °১২ (শা°) (১) অবশ, (২) অবশ্য।

অবসরি জাই ৩২ অপসৃত হইয়া যায়। <(১) অপসারিতং যাতি। (২) প্রাকৃত অবসরিজ্জই=সং অপস্রিয়তে।

অবিদারঅ ৩৯ অবিদ্যারত।

অবিদ্যাকরী ৯ অবিদ্যারূপ-হস্তী।

অব্‌ভুঅ (৬) অদ্ভুত। অর্ধ°।

অহণিসি ১৯ (টী°) অহর্নিশ

<*অহর্নিশিক।

অহার ৩৫ (১) সংগ্রহ, একত্রকরণ। অথবা (2) ভক্ষণ। <আহার।

অহারিল ৩৫ ঐ। ক্রিয়া। অতীত।

অহারী ৩৬ ঐ। <আহারিত-।

অহারিউ ১৯ ঐ। < আহারিতম্।

অহিণিসি ১৯ অহর্নিশ। দ্র° অহর্ণিসি।

অহেরি ৬ শিকার, শিকারী। < আখেটিক তু° প্রাচীন গুজরাটী আহেড়ী।

অহ্‌মে ৪ আমরা, ২২ (টী°) আমি। দ্র° অম্‌ভে।

আই-অনুঅণা ৪৩ আদিতে অনুৎপন্ন। দ্র° অনুঅণা। < আদি + ।

আইএ ৪১ আদিতে। করণ-অধিকরণ।

আইল ৩, আইলা ৭ আসিল। <* আয়িত-।

আইলেসি ৪৪ আসিয়াছে, আসিয়াছ।

আইস ২৯, ৪১, ৪২ এমন, ঈদৃশ। <* অবাদৃশ, *আদৃশ। দ্র° অইস।

আকট * ১৪ দ্র° অকট।

আকাশ ৪১ (শা°)।

আকাশই ৪১ (প্র°) আকাশে। সপ্তমী।

আকাশে ৪১। ঐ সপ্তমী।

আখি ১৫ অক্ষি।

আগ ৩২ অগ্র, অগ্রে। < অগ্র-।

আগম-পোথা, অগম-পোথী ৪১ আগম-পুথি। <+পুস্তক, পুস্তিকা।

আগম-বেএঁ ২৯ আগমবেদ-দ্বারা।

<+বেদেন।

আগলী ১৮ শ্রেষ্ঠ। স্ত্রী°।

<*অগ্রলিকা।

আগি ৪৭ অগ্নি। <*অগ্নিক।

আগে ১৫ অগ্রে। করণ-অধিকরণ।

আঙ্গন ২ অঙ্গন।

আছ দ্র° অচ্ছ।

আচ্ছন্তেঁ ৩৯ থাকিতে। অস্ ধাতু শত্ৰৰ্থ অসমাপিকা। দ্র° (অ)চ্ছন্তে।

আচ্ছ হু ৪৪ (শা°)। দ্র° আচ্ছহুঁ।

আচ্ছহুঁ, আছহুঁ ৪৪ আছি। ঐ বর্তমান উত্তম°। =আছ্‌+হুঁ।

আ[জ] ** ২০। আর্য।

আজদেব ৩১ চর্যাকর্তার নাম। আর্যদেব।

আজদেবেঁ ৩১ ঐ। করণ।

আজি ৪৯ অদ্য। <*অদ্যিক।

আণ ৪৪, ৪৬ অন্য। দ্র° অণ।

আণুতু ১৯ শ্রেষ্ঠ। <অনুত্তর; অন্যত্র।

আণুরাতী ** ১৬ অনুরক্তি।

আণেঁ ৩৮ অন্যে, অন্যের দ্বারা। < অন্যেন।

আদঅ ৫ অদ্বয় (জ্ঞান)। “প্রজ্ঞাপারমিতাজ্ঞানং অদ্বয়ং স তথাগতঃ।”

আনন্দে ৩০।

আনুণুতু ১৯ দ্র° আণুতু।

আন্ধীরী ২১ (টী°)। দ্র° অন্ধারী।

আপনকরী * ৬ আপনার। স্ত্রী°।

আপূব ** ২ অপূর্ব।

আভরণে ১১ আভরণরূপে। করণ।

আল-জালা ৪০ আলজাল, অলঞ্জাল, জালজঞ্জাল। <অলকম্‌ জালকম্।

আলি কালি ১১, ১৭ পারিভাষিক অর্থ—শাসগ্রহণ (“ধমন”) ও শ্বাসত্যাগ (“চমন”)। মৌলিক অর্থে অ-কারাদি ও ক-কারাদি বর্ণমালা (মাতৃকা)।

আলিএঁ (টী°) কালিএঁ ৭ আলির-কালির দ্বারা। করণ।

আলে, আলেঁ ৪০ বৃথা, নিষ্ফল। করণ। <*অলেন=অলীকেন। দ্র° আলা-জালা।

আলো ১০ (দুইবার) দ্র° অলো।

আবই, আবয়ি (=আঅই) ৪২ আসে। বর্তমান প্রথম°। <আয়াতি।

আবেশী ৩৩ রাতের অতিথি; গোপন প্রণয়ী। <আবেশিক (<বেশ= বেশ্যালয়)। প্রাচীন গুজরাটী “আইসি পাড়এ সাদু” (বসন্তবিলাস)।

আর (দ্র° দুই-আর) দূরপ্রান্ত। তু° বৈদিক আরে আরাৎ “দূর হইতে”।

আহ বাণিঅ ** ৫ হতাশ বণিক। < আশহত বাণিজ।

আস ১, আসা ৪৫ আশা।

আসমাতা ৯ মদমও। <+মত্ত

আহারা ২১। দ্র° অহার।

আহমে ১২ আমরা, আমি। দ্র° অম্‌ভে।

আংসু, আঁসু ২৬ আঁশ, রোঁয়া। <অংশুক।

ই, ঈ ৩, ১৫, ৩২, ৩৩, ৩৫, ৪২, ৪৬ “অপি”- বাচক প্রত্যয়। <অপি। দ্র° বি, বী।

ইঅণা ৩৯। দ্র° গঅণা।

ইদ্দি ৪৮। দ্র° ইন্দি।

ইন্দি ৪৫, ইন্দি ৩৪ ইন্দ্রিয়।< ইন্দ্রিয়।

ইন্দিঅবণ ৩১ ইন্দ্রিয় ও চিত্ত (পবন)। < ইন্দ্রিয়পবন।

ইন্দিআল ৩০ ইন্দ্রিয়সমূহ, ইন্দ্রিয়বৃত্তি; ইন্দ্রজাল। <ইন্দ্রিয়জাল।

ইন্দিআলী ** ১৬ ভেলকিবাজি। < ঐন্দ্রজালিক।

ইন্দি-বিসআ ৪৯ ইন্দ্রিয় বিষয়, ইন্দ্রের ঐশ্বর্য। <ইন্দ্রিয়-বিষয়।

ইন্দ্ৰতাল ২৪ (তিব্বতী অনুবাদে) রাগিণীর নাম।

ইষ্টা ৪০ (শা°) দ্র° টন্টা।

উআরি ১২ কাছারি, বিশ্রামশালা, সদরমহল। <উপকারিকা।

উআরে ৩১ পারঘাটায়। <অবতরিকা।

উআস ৭ উদাসীন। <উদাস।

উইঅউ *৫ উদিত। <* উদিতকম্।

উইআ ৩০ উদিত। <* উদিতক।

উইএ ৩০ (টী°) উদিত, উদিত হয়। < উদিত, উদয়তি।

উইজঅ ৪৫ (=উইজই) উৎপন্ন হয়। < উদেজতি। ? °।

উইজউ ৪৫ (প্র°) উৎপন্ন হোক। অনুজ্ঞা। দ্র° উইজঅ। < উদেজতু।

উইত্তা ৩০ উদিত। <* উদিতক।

উএখী ১৬ উপেক্ষিত হইল। < উপেক্ষিত।

উএস ১২ উপদেশ, দিশা, হদিশ। < উপদেশ।

উএসই ৪০ উপদেশ দেয়। < উপদিশতি, উপদেশয়তি।

উছলিআঁ ১৯ উচ্ছলিত হইল। < উৎস(া)রিত। তু° “কোলাহলু উছালিউ”, “জয়জয়রব উছলিউ” (প্রাচীন গূজরাতী গদ্য সন্দর্ভ)।

উছারা ১৪ পড়ন্ত বেলা । <উৎসার।

উজাঅ ৩৮ (=উজাই) উজানে যায়। < উদ্‌যাতি।

উজু ৩২ (শা°, প্র°) সোজা, ঋজু। <ঋজুক।

উজুবাট ১৫ ৩২ সোজা রাস্তা। <ঋজুক-বর্ত্ম।

উজুবাটে ১৫ ঐ। করণ।

উজোলি ৩০ দীপ্ত হইল। <উদ্‌দ্যোতিত-।

উজ্জ ৩২। দ্র° উজু।

উঞ্চল-পাঞ্চল ২১ দ্র° হুঞ্চল-পাঞ্চল।

উঞ্চা উঞ্চা ২৮ উচা উচা (টী°, শা°)। <উচ্চ উচ্চ। দ্র° উচা।

উঠি ২১, ৪৭ (প্র°) উথ্থিত হইয়া, উঠিয়া <উৎ+স্থিত।

উঠে ৪৭=উঠি।

উদকচান্দ ২৯ জলে প্রতিবিম্বিত চন্দ্র। তু° “নিমীলিতানামিব পঙ্কজানাং মধ্যেস্ফুরন্তং প্রতিমাশশাঙ্কম্‌” (রঘুবংশ)।

উম্মত্তো ১৯ উন্মত্ত।

উপজই ** ১৯ উৎপন্ন হয়। < উৎপদ্যতে।

উপাড়ী ৮ উৎপাটিত।

উপাড়ী ৫০=সুঘাড়ী।

উপায়ে, উপায়েঁ ৩৮। করণ।

উভিল ৪ তুলিয়া ধরিল, তুলিয়া ধরা হইল। <ঊর্ধ্ব (নামধাতু)।

উমত ২৮ উন্মত্ত।

উমতা ** ৪ ঐ। <উন্মত্তক।

উলাস ৩৫ উল্লাস।

উবেসেঁ ৮ উদ্দেশে, উপদেশে।< উপদেশেন। দ্র° উএস।

উহ ১৫, ২১, ২৯ (=উহই) লক্ষিত বা অনুমিত হয়। <উহ্যতে।

উহণ ২১ (শা°)। =উহ ণ।

উহ্লসিউ, উহ্লসিউ ২৭ উল্লসিত। < উল্লসিতঃ।

উঁচা উঁচা ২৮ (শা°)। দ্র° উঞ্চা।

উইআ ৪৪ দ্র° উইআ।

এ ৬, ৭, ২০, ২৮, ৩০, ৩৩, ৩৯, ৪১, *৩, ৪৯ এই। ইহা। <এতৎ।

এক ২, ১০।

একরূঅ ** ২ একরূপ।

একারেঁ ১১ একাকারে। করণ। সমাক্ষরলোপ।

একু ২, ১৫, ৩৪, *১ এক, একত্র। তু° “এক্কু ণ কিজ্জই মস্ত ণ তন্ত” (কাহ্ন, দোহাকোষ)।

একুড়িঅহিঁ (শা°) ২। =একু হিঅড়ি (বা এক হিঅহিঁ)।

একুমণা ২৩ একমন।

একে ২৮। করণ।

একেলী ২৮ একাকিনী। স্ত্রী°।

একেলে, একেলেঁ ৩৯ একেলা, নিজে নিজে। করণ। <*এক্কেল্ল <*একল।

এড়িএউ (শা°) ১ দ্র° এড়ি এড়।

এড়ি এড় ১ ছাড়ন ছাড়ো। টিপ্পনী দ্র°।

এত ৩০ (শা°)। <*এত্তক=এতাবৎ। দ্র° এতবি।

এতবি ৩০। এতই, ইহাই।

এত-কাল ৩৫ এত দিন।

এথা ১৫ এখানে, ইহজন্মে। <* এত্র=অত্র।

এথু ১৬, ২০, ২২, ৩৬ (শা°), ৪২। ঐ।

এবউ ** ৭ এমন। < এবম্‌।

এবেঁ ৩৫ এখন। <*এতদ্বৎ।

এবংকার ৯ পারিভাষিক শব্দ—দ্বৈতবোধ।

এষা ১৫-এথা।

এসু ৩৭, ৪২=এথু।

এহু ৪৩ ইহা। <এতস্য।

এহু ২৬ ঐ।

ওড়িআণে ৪ পারিভাষিক শব্দ— উড্ডিয়ানে, মহাসুখচক্রে। সপ্তমী।

ওঁহি **১ ওখানে, ওখান হইতে। <* অবেভিম্‌।

কইসণ ২২ কি রকম। <*কতিদৃশ্ন।

কইসণি ১৮ ঐ। স্ত্রী°।

কইসা ৪০ কিরকম। <*কতিদৃশ। দ্র কসইসা।

কইসে ২৮, ২৯, ৩৯, ৪২ কইসেঁ ৮, ৪০ কি প্রকারে। করণ। দ্র° কইসা।

কএলা ৩৫ (আহার…), ৫০ (ডাহ…) করিল। <কৃত-।

কএলেক *৪ করিল। আধুনিক° করিলেক।

কঙ্কণ ৪৪ চর্ষাকর্তার নাম। দ্র° কাঙ্কাণ।

কখা ২২=কংখা।

কংখা ২২, ৩৭ কাঙ্‌ক্ষা।

কংখা ৩৭ (শা°)। দ্র° কংখা।

কঙ্গুচিনা ৫০ কাংনি, দানা, বন্য শস্যবীজ বিশেষ।

কঙ্গুরিনা ৫০=কঙ্গুচিনা।

কট ৪১, ৪৩ নির্বন্ধ করিয়া, নিশ্চিতভাবে।

কণ্ঠ ১৮ গ্রীবা।

কণ্ঠে ১৮ (টী°) ২৮, ৫০। সপ্তমী।

কণ্ডহার ১৩ কাণ্ডারী। <কাণ্ডধার।

কণ্ডাহর ** ১৭। দ্র° কণ্ডহার।

কণ্ঢারা ১৫ রাজার গমনপথের দুইপাশে বস্ত্রাবরণ, কানাত। <কাণ্ডধারা। মধ্য° কাণ্ডার।

কণ্ণহার ১৩ (শা°)। যে মাঝি হাল ধরিয়া থাকে, <কাণ্ডধার। দ্র° কণ্ডহার।

কদিনি ২৩=কাহিনী।

কন্থা ৩৭=কংখা।

কপাট *২ দ্বার। দ্র° পাট।

কপালী ১০ কাপালিক।

কবাল ** ১৩। (নর-) কপাল।

কমন্তে ৩৪=মন্তে।

কমল ৪, ২৭, ৪৭, *২।

ক্ষমল-মধু *২।

কমল-রস ৪।

কমলিনী ২৮ পদ্মলতা।

কমারী ১৩ দ্র° অঠ-কমারী।

করঅ ২১ (=করই) করে।

করই ৪১ (কেলি…) ঐ। <করোতি।

করউ ২২ (কংখা…) করুক। অনুজ্ঞা।

করণ ১ ইন্দ্রিয়সমূহ।

করণক ১ ইন্দ্রিয়সমূহের। ষষ্ঠী।

করণ্ড ১৯ বাদ্য বিশেষ, করতাল। সর্বানন্দ। মধ্য° করড়।

করহকলে ১৭ একতারার যে অংশে পাণিপার্শ্ব চাপ দেয়। সপ্তমী। <করভ কল।

করহা ১৭ পাণিপার্শ্ব। <*করভক। আধুনিক° কলই।

করহু ৪ কর। অনুজ্ঞা মধ্যম°। <* করোথঃ=কুরুথঃ।

করহুঁ ৪ করি। বর্তমান উত্তম°। <* করোমঃ=কুর্মঃ।

করি ১৩ (জিম…), ৩৬, ৩৮ করিয়া। <*করিত=কৃত।

করী ৩ (থির…) ঐ।

করিঅ ১ (দিঢ়…) ঐ।

করিআ ১২ (অবশ…), ৩৪ (একু…) ঐ।

করিঅই ১ করা হয়। কর্ম°। <*কর্যতে=ক্রিয়তে।

করিণা ৯ মদ্দা হাতী, <*করিন্।

করিণিতেঁ ৯ দ্র° করিণিরেঁ।

করিণিরেঁ ৯ করিণীতে। করিণীর প্রতি।

করিব ৭ (নিবাস…), ১০ (সাঙ্গ…), ৩৬ (শাখি…) করা হইবে। <* করিতব্য=কর্তব্য।

করিহ ২১ (নিচ্চল…) করা হইবে। কর্ম° ভবিষ্যৎ প্রথম°। করিষ্যতে।

করুণমেহ ৩০ করুণা-রূপ মেঘ। দ্র° করুণা।

করুণা ১২, ১৩, ৩১, পারিভাষিক শব্দ। শূন্য ও করুণার সমরস হইলেই সহজাবস্থা। “সর্বব্যাপি নিরাভাসং করুণৈকরসং মনং। আলিঙ্গতি ঝটিত্যেষা বৃষস্যম্ভী চ শূন্যতা।।” (রত্নাকরগুপ্ত)।

করুণা-নাবী ৮ করুণা-নৌকা। দ্র° নাবী।

করেই (পার…) ১৪, (কেলি…) *৩৮ করায়, করে। < কারয়তি, করোতি।

কর্ণ-কুণ্ডল-বজ্র-ধারী ২৮।

কর্ম-কুরঙ্গ *২ কর্মরূপ হরিণ।

কলএল-সাদেঁ ৪৪ কলকল শব্দে। করণ।

কলা ২১ কালো।

কলিআঁ২১ জানিয়া। <কলিত-।

কবড়ী ১৪ কড়ি, পয়সা। <কপর্দিক।

কবালী ১১ কাপালিক। দ্র° কপালী।

কশালা ১৯ কাঁসি। <কাংস্যাতাল। তু° “ঢোল কাঁসালা” (কাহ্নড়দে প্রবন্ধ ১, ৩৯)।

কসণ ১৬ কৃষ্ণ, কালো। বিশেষণ। অর্ধ°।

কহণ ন জাই ২০ কহা যায় না।

কহন্তি *২ কহেন। গৌরবে বহুঁ। <কথয়ন্তি।

কসইসা ৪০। দ্র° কইসা।

কহিহ *২ কহিবে। ভবিষ্যৎ প্রথম°। <কথয়িষ্যতি।

কহ্ন ২০=কাহ্ন।

কহি ৭, ৩১, ৪৯ কোথায়। <*কধি।

কহি র ৭=কহি, কহি।

কহূঁ-গুঞ্জরি ৪১ মিশ্র রাগিনীর নাম।

<ককুভ-গুর্জরী।

কা ২, ৩৯ কি, কাহাকে। <কস্য।

কাঅ ১৩, ৪৮, ৪৬ কায়।

কাঅ-বাক্‌চিঅ ৩৪, ৪০ কায় বাক্‌ চিত্ত।

কাঅর ৪১ কাতর।

কাআ ১ কায়। দ্র° কাঅ।

কাউই ২ কাকে, কাক হইতে। সপ্তমী।

কাঙ্কণ ৩ কঙ্কণ, চুড়ি।

কাচ্ছি ৮, **৪, কাচ্ছী ১৪ কাছি, মোটা দড়ি। < *কক্ষিকা।

কাজ ১৮, ২৬ কার্য।

কাজ ** ১৩ ঐ।

কাজণ ১৮ (শা°)=কাজ ণ।

কাড়ই ২ (শা°)। দ্র° কাউই।

কাণ্ঠে **৯ কণ্ঠ হইতে।

কানেট ২ কান-পাশা। <কর্ণবেষ্ট।

কান্দই ৫০ কাঁদে। বর্তমান প্রথম°।

<ক্রন্দতি।

কান্দশ ৫০=কান্দই।

কান্ধ ১, ৪১ দেহ। পারিভাষিক শব্দ। বৌদ্ধ মতে আত্মা নাই, যাহাকে আত্মা বলা হয় তাহা রূপ-বেদনা-সংজ্ঞা-সংস্কার-বিজ্ঞান এই পঞ্চ স্কন্ধের সমবায়।

কাপালি ১০, কাপালী ১১ দ্র° কপালী।

কাপুর ২৮ কর্পুর।

কাপুর *১০ ঐ। পারিভাষিক শব্দ—শুক্র।

কাবালী ১৮ দ্র° কবালী।

কাম ২২ কর্ম।

কামে ২২ কর্ম দ্বারা অথবা হইতে। করণ, অধিকরণ।

কালরাতীতণে **২০ কালীকে। < কালরাত্রী+ত্মনক।

কামচণ্ডালী ১৮ কর্মচণ্ডালিকা।

কামলি ৮ চার্যাকর্তার নাম। <*স্কম্বলিক।

কামরু ২ স্থানের নাম। < কামরূপ।

কামোদ ১৩, ২৭, ৩৭, ৪২ রাগিনীর নাম।

কারণ ১৮, ২৬।

কাল ১ সময়, ধ্বংসবীজ।

কাস ২১ (টী°) কৃষ্ণকায়। দ্র° কলা।

কাল ৪০ বধির, কালা।

কালেঁ ৪০ বধিরের দ্বারা। করণ।

কালিএঁ ৭ দ্র° আলিএঁ।

কাসু ২৩ কাহার। <কস্য।

কাহরি ১০ কাহার। স্ত্রী°। <কস্য+।

কাহি ১, ৪৩ কি, কি করিয়া। < কস্য+।

কাহিব ৪০ কহা যাইতে পারে। <কথয়িতব্য।

কাহেরি ৩৭ দ্র° কাহরি।

কাহের ৬ (টী°) কাহেরে ৭ কাহার, কাহাকে। ষষ্ঠী, চতুর্থী। <কস্য +।

কাহৈরি ৬ ঐ।

কাহ্ন, কাহ্ন ৭, ৯, ১১, ১২ চর্যাকর্তার নাম। <কৃষ্ণ।

কাহ্নি ৭ ঐ। অবজ্ঞায় সম্বোধন। <*কৃফিক।

কাহ্নিল, কাহ্নিল, কাহ্নিলা ১৩, ৩৬, ৪২ ঐ। আদর অথবা অবজ্ঞাসূচক। < কৃষ্ণ+ইল+ক।

কাহ্নু, কাহ্ন, কাহ্ন ৭, ৯, ১২ ঐ। <*কৃষ্ণুক।

কাহ্নে ১৯। ঐ। তৃতীয়া <কৃষ্ণুণ।

কাঁহি ৩৭ কি করিয়া।

কি ২২, ২৬, ৩৯ অথবা। < কিম্।

কি ৮, ৩৩, ৪২ প্রশ্নসূচক। < কিম। দ্র° কিমো।

কিংকং ৪১ (শা°) দ্র কিঁ কঁ।

কিঅ ১৩, ১৯ কৃত। < কৃতম্।

কিঅত ১৭ (=কি অ ত) ঐ।

কিণ ২৬ কি করিয়া। অবহট্‌ঠ। < কেন।

কিন্তো ৩৪=কিং তো।

কিমো ৩৯=কি মো।

কিম্পি ১৬, ২২, ৪৯, ৫০, *৭ কিছুই। অবহট্‌ঠ। < কিম্+অপি।

কিরণ ১৬।

কিষ ২৯ কেমন, কেমন করিয়া < কীদৃশ।

কিঁ কঁ ৪১ করিয়া। তু° কিকে (শ্রীকৃষ্ণকীর্তন)।

কীটউ ১২। দ্র° ফীটউ।

কীণঅ **১১ কিনে। < ক্রীণাতি।

কীষ্‌ ২৯ (শা°) দ্র° কীষ।

কীষ ২৯ কিসে। < কীদৃশ।

কীস ৬, ৪০। দ্র° কীষ।

কুআ **১১=গুয়া (সুপারি)।

কুক্কুরীপা ২০ চর্যাকর্তার (অথবা তাঁহার গুরুর) নাম। <*কুক্কুটিক পাদ।

কুক্কুরীপাএঁ ২ ঐ। করণ।

কুঠার ৪৫।

কুঠারে ৪৬ ঐ। করণ।

কীণঅ **১১ কিনে। <ক্রীণাতি।

কীবিড় **৯ কেরোয়াল। <কৃণীট।

কুড়ারী ৫০ কুড়ল। <কুঠারিকা।

কুড়িআ ১০ কুঁড়ে ঘর। <কুটিকা।

কুণ্ডবাঁ ৩৯ (শা°) কুটুম্ব। তু° গুজরাটি কুণবা, কুণবী; কুড়ুম্ব (হেমচন্দ্র ৪২২, ১২)।

কুলুবাঁ ৩৯। দ্র° কুণ্ডবাঁ।

কুণ্ডল ১১, ২৮।

কুন্দুরে ৮। সপ্তমী। “কুন্দুরু-খণহি মহাসুহ সাহই” (সরহ, দোহাকোষ)।

কুম্ভীরে ২। করণ।

কুরুণ্ড ৩৭ স্ফীত অণ্ডকোষ।

কুরাড়ী ৫০ (শা°) =কুড়ারী।

কুরাঢ়ী ৫০। দ্র°। কুরাড়ী।

কুল ১৪, ১৫, ৩৪ কূল।

কুলিণজণ ১৪ সম্ভ্রান্ত ব্যক্তি।

কুলিশ ৪, ৪৭ বজ্র (পারিভাষিক শব্দ)।

কুলেঁ ১৪, ১৫ কূলে। করণ, অপাদান।

কে ৮ কোন। <কঃ।

কেঁ ৮ কাহার দ্বারা। < কেন।

কেড়ুআল, ৮, ১৩, ১৪, ৩৮ দাঁড় কাণ্ডারী। < কৃপীটপাল।

কেলি ৪১, *৮ খেলা। <* ক্রেড়ী= ক্রীড়া

কেহে ১৮=কেহো।

কেহে ১৮ (টী°)। দ্র° কেহো।

কেহো কেহো ১৮।

কে ২৯ কে। <কঃ।

কোই ৪২, কোএ ৪৩ কেউ। < কোহপি।

কোবা ১৮ ঐ। অবহট্‌ঠ।

কেবটিণি **৩ কৈবর্তনারী; মাছধরা জেলেনী।

কোঞ্চা তাল ৪ চাবি তালা। তু° “ভাঁগাঁ কুঞ্চী তালাঁ” (কাহ্নড়দেপ্রবন্ধ ১*৯৩)।

কোঠা ১২ দাবার ছক, ঘর। < কোষ্ঠক।

কোড়ি ২ কোটি।

কোড়িঅ ৫ দৃঢ়ভাবে সন্নদ্ধ যেমন, আঁকড়ি বা হুক দিয়া। < কোটি ‘পশুপক্ষীর নখের মত বক্র প্রান্ত’।

কোহিঅ ৫=কোড়িঅ।

ক্লেশ ৪৯=দেশ।

খটঙ্গা **১৩ খট্বঙ্গা (নরকপালযুক্ত গদা)।

খট্টে ১১ (শা°) খট্টা বা পর্যঙ্কবদ্ধ রূপে করণ।

খড় ৪৭ দ্র° খর।

খড়তড়ি ১৫ খাদ ও তড়, ডাঙ্গাডহর।

খড়দতি *১২। দ্র° খড়হড়ি।

খড়হড়ি ঘূর্ণাবর্ত। দ্র° খড়তড়ি।

খণঅ ২১ (=খণই) খনন করে। বর্তমান প্রথম°। < খনতি।

খণহ ৬, ১৯, মুহূর্তের জন্য। ষষ্ঠী। < ক্ষণস্য।

খণহি ৪ ঐ। করণ, অধিকরণ।

খন্ট ৩৮ (টী°) দ্র খান্ট।

খণ্ডই (টী°) ৬ (দাঁতে) কাটে। বর্তমান প্রথম°। < খণ্ডয়তি। তু° হেমচন্দ্র ৩৬৭.১

খণ্ডী ৩৮ (টী°) খানি। দ্র° খাণ্ডি।

খদে ১১। দ্র° খট্টে।

খমণ ২০ জৈন ভিক্ষু। <ক্ষপণক।

খম্ভাঠাণা ১৬ স্তম্ভ-আস্থান হইতে। <স্কম্ভাস্থানাৎ। হিন্দী কমঠান।

খমণএঁ **৮ ক্ষপণকের দ্বারা।

খমণা **৮ ক্ষপণক।

খমণি, ণী **৮ ঐ স্ত্রী। <ক্ষপণকী।

খরসোন্তে ৩৭ (টী°)। খরস্রোতে।

ধর ১৬, ৪৭ তীব্র।

খরে সোন্তে ৩৮। খরস্রোতে।

খসম ৪৩ পারিভাষিক শব্দ— শূন্যতা। আক্ষরিক অর্থ— আকাশতুল্য। “খসম ভঅবই” (তীলপা, দোহা)।

খঃসমে ৪৯। দ্র° খসমে।

খসমে ৪৯ (টী°) ৫০ ঐ করণ।

খাঅ ২, ১০ (=খাই) খাওয়া হয়। কর্ম° বর্তমান প্রথম°। ° খাদ্যতে।

খাই ২৮ ঐ।

খাই ৪১ যায়। কর্তৃ। <খাদতি।

খাইব ৩৯ খাওয়া হইবে। কর্ম°। < খাদিতব্য-।

খাজই **৯ খাওয়া হয়। < প্রা° খঞ্জই < খাদ্যতে।

খাট ২৮ খট্টা।

খান্ট ৩৮ (শা°) ঠক, দস্যু, ডাকাত। মধ্য° খণ্ড, খান্ট।

খাণ্টনী **১৪। ঐ স্ত্রী।

খান্টি (শা°) ৩৮=খাণ্ডি।

খান্ঠা ৩৮। দ্র° খান্ট।

খান্ঠী ৩৮। দ্র° খাণ্ডি।

খাণ্ড ৩৮ দ্র° খান্ট।

খাণ্ডি (খান্ঠি) ৩৮ খানি। < খণ্ডিকা। দ্র° খণ্ডী।

খাণ্ডিনি **১৪। দ্র° খান্টিণি।

খালবিখলা ৩২ খাল-জোল। অর্বাচীন সংস্কৃত খল্ল-বিখল্ল।

খালত *১০ খালে। অধিকরণ।

খুন্টি ৮ খুঁটি, কাঠের থাম। তু° “খুন্ট-মোড্ডকে নাম দুট্‌ঠহথ্থী” (মৃচ্ছকটিক)।

খুর ৬ ক্ষুর।

খানে **৪ খাওয়া কাজে। < খাদনক।

খুধী **৮ ক্ষুধিতা।

খেড় ৪১ খেলা। তু° “ক্রীড়ায়াং খেড্‌ড” (হেমচন্দ্র ৪৪২, ৯)।

খেপহুঁ ৪ ক্ষেপ হইতে। অপাদান। <*ক্ষেপভ্যাম্‌। অথবা, ক্ষেপণ করি।

খেঁপহু ৪=খেপহুঁ।

খেলই ৪১ খেলা করে। বর্তমান প্রথম°। < ক্রীড়তি।

খেলহুঁ ১২ খেলা করি। বর্তমান উত্তম°।

গঅণ ৮, ১৪, ১৬, ৩০, ৩৫, ৪৩, ৪৭ গগন। পারিভাষিক।

গঅণ-শিহরেঁ *৭ গগন-শিখরে। করণ-অধিকরণ।

গঅণত ২৮, ৩৩, ৩৬, ৫০ গগনে। অধিকরণ।

গঅণন্ত ১৬ ঐ। অধিকরণ।

গঅণহ ৩০ ঐ। ষষ্ঠী। গগনস্য।

গঅণেঁ ৩৮ ঐ। করণ, অধিকরণ।

গঅবর ১৭ শ্রেষ্ঠ হস্তী। পারিভাষিক অর্থে— শোধিত চিত্ত। <গজবর।

গঅবরেঁ ১২ ঐ। পারিভাষিক—দাবার ঘুঁটি বিশেষ। করণ।

গই ২, ৭, ১৬, ৩১, ২৯ গিয়া। < গমিত। তু° গইঅ (হেমচন্দ্র ৩৬৭, ৪)।

গইল্লা **২ গেল।

গউ ২৮ গত। < গতম্‌।

গউড়া ২, ৩, ১৮, ৪০ গৌড়, রাগিনীর নাম। দ্র° গবড়া।

গগণাঙ্গন ১৬=গগনগঙ্গা।

গগনগঙ্গা ১৬ (টী°) স্বর্ণগঙ্গা।

গগন-দুআরে *১ গগনদ্বারে।

গগন-শিখরে *১।

গঙ্গা ১৪, *১ এখানে পারিভাষিক অর্থ। দ্র° অবধূতী।

গজিই ৩২=গমিই।

গটই ৫=গঢ়ই।

গড়িল ৫০ (টী°) গড়া হইল। < গঠিত-।

গণ সমুদ্রে ৩৫ গগন-সমুদ্রে।

গঢ়ই ৫ গড়ে। <*গ্ৰথতি।

গন্ধপরসৱস ১৩ গন্ধ স্পর্শ রস।

গন্ধ[ব]নইরি ৪১ গন্ধর্বনগরী।

গবড়া ২, ৩ দ্র° গউড়া।

গবিআ ৩৩ দ্র° গাবী।

গম্ভীর ৫, *৭।

গরসিউ **২ গ্রস্ত।

গরাসিল্লে **২ গ্রাস করিলে।

গরাসিউ ** গ্রাস করিল।

গরাহক ৩ গ্রাহক। অর্ধ।

গরুআ ২৮ (শা°) গুরু, অতিশয়। < *গরুক= গুরু।

গরুআস ২৪ গুরু আশা।

গলপাস ৩৭ গলায় দড়ি। আধুনিক গলাশী, গলশী।

গলেঁ ৩৭ গলায়। করণ, অধিকরণ।

গবড়া, গবুড়া দ্র° গউড়া।

গহণগম্ভীরা ৫ গহনগভীর। স্ত্রী°।

গহণা **২ গ্রহণ (eclipse)।

গাইউ ২, ১৮ (প্র) গাওয়া হইল। < গাথিতঃ।

গাইড় (শা) ২=গাইউ।

গাই তু ১৮ তুমি গাও।

গাজই ১৮ গর্জন করে। < গর্জিত।

গাতী ২১ দেয়াল, ভিত্তি। < গাত্র-।

গান্তি ১৭ গান করেন। গৌরবে বহু°। < গায়ন্তি।

গাবিআ ৩৩ দ্র° গাবী।

গাবী ৩৩ (টী°) গাভী। < *গাবিকা। আধুনিক° গাই।

গাহক **৬ গ্রাহক।

গাহ্য ** গ্রাহ্য।

গিবত ২৮ গ্রীবায়, কণ্ঠে। অধিকরণ।

গিরি **১৬ গৃহস্থ। <গৃহিন্।

গিরিবর-শিখর-সন্ধি ২৮।

গিলেসি ৩৯ গিলিয়াছ; গিলিতেছে। অতীত মধ্যম°, প্রথম°।

গীত ৩৩ গান।

গুঞ্জ **৯ গুঞ্জা; গুঞ্জাহার।

গুঞ্জরী ৫, ২২, ৪১, ৪৭ রাগিনীর নাম, গুর্জয়ী।

গুঞ্জরী ২৮ গুঞ্জাময়। স্ত্রী°।

গুডরী ৩ চর্যাকর্তার নাম। *গুড়করিক।

গুণন্তে ৩০ প্রতীক্ষা করিতে করিতে। < গুণন্ত্‌।

গুণিআ ১৭ প্রতীক্ষিত। < গুণিত-।

গুণিআ লেহুঁ ১২ গুণিয়া লই।

গুণে ৩৮ (শা°) দড়ির দ্বারা। করণ। < গুণেন।

গুণ্ডরী ৪ দ্র° গুডরী। < গুণ্ডকরিক।

গুম *৩ গুমা ১৫, গুম্মা *৩২ থানা, পাহারা। < গুল্ম।

গুরু ১, ২৮, ৩৯, ৪০, ৪৫, *২ অধ্যাত্ম-উপদেষ্টা।

গুরুবচন-বিহারে ৩৯, গুরুবাক্যমঠে। করণ, অধিকরণ।

গুরু-বাক ২৮ গুরুবাক্য।

গুরু-বোধসে ৪০=গুরু বোব—সে।

গুলি ২৮ গোলমাল। তু° রোমনী (ওয়েল্‌শ্‌) ‘গোলী’।

গুহাড়া ২৮ সনির্বন্ধ অনুনয়। তু° মধ্য° গোহারী।

গেল ২ (নিদ…), ৭, ৮, ১৫, ৪ (উঠি…)।

গেলি *৪ (পোহাই…), ৮, ৩৭। স্ত্রী°।

গেলী (টুটি…) ঐ। স্ত্রী°। গেল্লিঅহুং **১ গেলাম আমি।

গো ২০ সম্বোধনে।

গোহালী ৩৯ গোয়ালা। < গোশালিক+।

ঘড়িএ ৩ ঘটিকায় (অর্থাৎ ঘণ্টায়); ঘড়ায়। করণ, অধিকরণ। < ঘটী, ঘটিকা।

ঘড়ুলী (টী°) ৩ ছোট ঘড়া, গাড়ু। <গড়ু, গড্‌ড়ুক-। তু° ডমরুলি।

ঘণ ২৬ মেঘ।

ঘণ্ডা ১১ (শা°)।

ঘণ্ডা ১১। দ্র° ঘণ্টা নেউর।

ঘণ্টা-নেউর ১১ বাজন-নূপুর।

ঘর ৩৩ গৃহ।

ঘরয়ন ২ ঘরানা, গৃহব্যবহার।

ঘরপণ (শা°) ২ ঘরসংসার। <*গৃহত্বন।

ঘরিণী ২৮, ৪৯ গৃহিণী।

ঘরে ৩, ১১। সপ্তমী।

ঘরেঁ পরেঁ ৩৯ ঘরে পরে। করণ।

ঘলিলি ১০ লইলাম। অতীত উত্তম°।

ঘাট ১৫, *৩, ১২ তর-শুল্ক আদায়ের থানা।

ঘরবি **১১, ১২ গৃহকর্তা। < গৃহপতি।

ঘাণিঅ ৩৬ ঘানী। তু° “তিলহঁ জিম ঘাণই ঘাতী” (প্রাচীন গূজরাতী গদ্যসন্দর্ভ)।

ঘাণিক ৩৬ (টী°)। দ্র° ঘাণিঅ।

ঘান্ট (শা°) ৪ দ্র° ঘাটে।

ঘাল্টে ৪ ঘাঁটাঘাঁটিতে। করণ, অধিকরণ।

ঘাঁরে পারেঁ ৩৯=ঘরেঁ পরেঁ ।

ঘালি ৪ লাগানো হইল। দ্র° ঘলিলি।

ঘালিউ ১২ (প্র°) দূর করা হইল। < ঘাত+।

ঘিণ ৩১ ঘৃণা।

ঘিনি ৬ লইয়া। <* গৃহ্নিত=গৃহীত।

ঘুণ্ড ৩৯ পর্যটক।

ঘুমই ৩৬ ঘুমায়। <* ঘুম্যতি।

ঘেণি ২৯ গৃহীত হইল। দ্র° ঘিনি।

ঘোরিঅ ৩৬ ঘূর্ণ্যমান। দ্র° ঘাণিঅ।

ঘোলই ১৬ ঘোলায়।

ঘোলিউ ১২ ঘোলাইয়া দেওয়া হইল।

চউকোড়ি ৪৯, **৪ চার কোটি, সর্বসম্পূর্ণ। < চতুষ্কোটি। দ্র° চৌকোট্টি।

চউখণ ৪৪ < চতুঃক্ষণ।

চউদিস ৮ চারদিক। < চতুর্দিশ। দ্র° চৌদীস।

চউপহ *১১ চতুষ্পথ।

চউশঠী ৩, চউষঠ্‌ঠি ১২ চৌষট্টি। < চতুঃষষ্ঠি। দ্র° চৌষট্‌ঠী।

চকা ১৪ চাকা। < চক্রক।

চঙ্গতা ২১=চাঙ্গড়া।

চঞ্চল ২১।

চঞ্চালী ৪০ চাঁচাড়ি, বাঁশের সরু ফালি।

ঘোল **১০ তরলীকৃত দধি।

চণ্ডালী ৪৭, ৪৯ চণ্ডালনারী। পারিভাষিক অর্থ— তেজঃস্কন্ধের অধিষ্ঠাত্রী যোগিনী : “তেজশ্চণ্ডালিনী জ্ঞেয়া”। তু° রোমনী ‘চোরোরী’।

চণ্ডালেঁ ৪৮ (টী°) চাঁড়ালের দ্বারা। করণ। তু° রোমনী ‘চোরোর’ “নিঃস্ব, ভবঘুরে, হতচ্ছাড়া”।

চটারিউ ২৬ নিঃশেষিত হইল (?)।

চড়ি ১০ চড়িয়া। তু° চড়িআ (হেমচন্দ্র ৪৪৫, ৩)।

চড়িলা ১৪ উপবিষ্ট। বিশেষণ। পু°।

চড়িলে ৫, চঢ়িলেঁ ৮ চড়া হইলে।

চন্দ ১৪ চাঁদ। দ্র° চান্দ।

চন্‌হিলে ৮=চঢ়িলে।

চমকিই ৪১ চমকিত হয়। <চমৎকৃত।

চমণ ১ (টী°)।

চমন ১ রেচক বা শ্বাসত্যাগ।

চরঅ ২১=করঅ।

চরণে ১১। অধিকরণ।

চর্যা ২ অধ্যাত্মসঙ্গীত।

চলিআ ১৯ (শা°) চলিয়াছে। < চলিতক।

চলিল ১৩ ঐ। <চলিত-।

চলিলা ১৯। দ্র° চলিল।

চা ২১= চার।

চাকি ১৭ চাক্‌তি। < চক্রিকা।

চাঙ্গড়া ১০ চাঙ্গারি, বাঁশের তৈয়ারি শক্ত ধামার মত ঝুড়ি।

চাঙ্গিত ১০ (টী°) দ্র° চাঙ্গড়া।

চাকা **৬ চক্র। < চক্রক।

চাকে ** ৭ চাকায়। সপ্তমী।

চাঙ্গে **৭ সুন্দর ভাবে, স্পষ্ট করিয়া।

চাটিল, চাটিল্ল ৫ চর্যাকর্তার গুরুর নাম। <চট্ট-।

চান্দ ৪, ১৪, *৬ চাঁদ। পারিবারিক অর্থের জন্য দ্র° অবধুই।

চান্দকান্তি ৩১ চন্দ্রকান্তি।

চান্দরে ৩১ দ্র° চান্দেরি।

চান্দে ৩০ চাঁদের দ্বারা। করণ, অধিকরণ।

চান্দেরি ৩১ (টী°) চাঁদের। স্ত্রী°।

চাপিউ ১৭ চাপা হইল।

চাপী ৪, ৮ ঐ।

চার, চারা ২১ চরা, পশুপক্ষীর আহার অন্বেষণ। < চার।

চারে ১১ চারে।

চারি ৫০ চার। <চত্বারি।

চাল ৩। অনুজ্ঞা, মধ্যম°। < চালয়।

চালিঅ ২৭ চালিত। < চালিত।

চালিঅউ ২৭ (১) চালিত হউক। কর্ম°। অনুজ্ঞা প্রথম°। <*চাল্যতু=চাল্যতাম্‌। অথবা (২) চালিত। <চালিতকম্।

চালিউ ২৭ চালিত। <চালিতম্‌।

চালিউম ২৭ =চালিঅউ।

চালী *১২ চালিত হয়। <চালিত।

চাহঅ ৮, ৩৬ (?) খোঁজে, দেখে। <চক্ষ্যতে।

চাহন্তি *৪ খোঁজে, দেখে। বর্তমান। গৌরবে বহু°।

চাহন্তে ৩১, ৪৪ খুঁজিতে খুঁজিতে, খুঁজিতে গেলে। শতৃজাত অসমাপিকা।

চাহমি ২০ (আমি) খুঁজি। বর্তমান। উত্তম°।

চাহি ২০ খোঁজা হইল। < *চক্ষিত।

চাহিঅই *৮ চাওয়া হয়, খোঁজা হয়। কর্ম°, বর্তমান প্রথম°। <চক্ষ্যতে।

চিঅ ১৩, ৩১, ৩২, ৩৫, ৩৯, ৪২, ৪৬, ৪৯, *৪ চিত্ত। পারিভাষিক অর্থে “চিত্তমাসঙ্গলক্ষণম্।” < চিত্ত+চেতঃ।

চিঅ-রাঅ ৩২, ৩৫ (শা°) চিত্তরাজ। দ্র° চিঅ।

চিঅ-বিকরণে ৩১ চিত্ত ইন্দ্রিয়প্রভাববর্জিত হইলে। অধিকরণ।

চিখিল ৫ কর্দমাক্ত। অবহট্‌ঠ চিখিল্ল। তু° রোমনী ‘চিকলো পানী’ “কাদা-ঘোলা জল”।

চিত্তা ১৬, ৩৪। দ্র° চিঅ।

চিহ্ন ২৯, চিহ্ন ৩।

চিন্ততে *৪ চিন্তা করিতে করিতে। শতৃজাত অসমাপিকা।

চীঅ ৩৮। দ্র° চিঅ।

চীঅ-গঅন্দা ১৬ চিত্ত-গজেন্দ্র।

চীঅন ৩ মদ পচাইবার দ্রব্য বিশেষ। আধুনিক° চিয়ান।

চীএ ১ চিত্তে। সপ্তমী।

চীরা ৪ সূক্ষ্মবস্ত্র যাহাতে পাগড়ি বা পতাকা হইত, এখানে পতাকা। < চীরক।

চুম্বী ৪ চুম্বন করিয়া। < চুম্বিত।

চুড়ই ১৪। চুলবুল করে।

চুড়িলী ১৪। চঞ্চল। স্ত্রী°।

চেঅণ ৩৬ চেতনা। < চেতন।

চেবই ৩৪, ৩৬, ৫০ বুঝিতে পারে। <চেতয়তি।

চোরে ২ চোরের দ্বারা। করণ।

চৌকোট্টি ৩৭ (শা°)। দ্র° চউকোড়ি।

চৌকোড্ডি ৩৭ ঐ।

চৌদীস ৬। দ্র° চউদিস।

চৌর ৩৩ চোর।

চৌরি ২ = চৌরে। দ্র° চোরে।

চৌষঠ্‌ঠি ১২ (শা°)? দ্র° চউষঠ্‌ঠি।

ছই ১০ = ছোই।

ছত্র **৬ ছয়।

ছড়গই ৯ ষড্‌গতি, জীবের ছয় জাতি। “অণ্ডজা জরায়ুজা উপপাদুকাঃ সংস্বেদজা দেবাসুরাদিপ্রকৃতিকাঃ।”

ছড়িগই ৯ (টী°)। দ্র° ছড়গই।

ছন্তেঁ, চ্ছন্তেঁ ৪২ থাকিতে। অস্‌ ধাতু, শতৃজাত অসমাপিকা। তু° ছিতে (শ্রীকৃষ্ণকীর্তন)।

ছন্দা ১৪ ইচ্ছামত। <ছন্দক।

ছাঅ ৪৬ ছায়া।

ছাইলী ২৮ ছাওয়া হইল। স্ত্রী°। < ছাদিত।

ছাড় ৪৯ (টী) দ্র° ছাড়ু।

ছাড় ৫০। অনুজ্ঞা।

ছাড়ই ৬, ১৯ ছাড়ে। বর্তমান।

ছাড়ি, চ্ছাড়ি ৬, ১০, ১৫, ৩২ পরিত্যক্ত (হইল)। < ছর্দিত।

ছাড়িল ৩১ (টী°)। ছাড়া হইল।

ছাড়িঅ ৩১। দ্র° ছাড়িল।

ছাড়ু ৪৯ ছাড়া হোক।

ছান্দক ১ ছন্দের অর্থাৎ বাসনার; ছাঁদার। ষষ্ঠী।

ছার ১১ ছাই। < ক্ষার।

ছিজঅ ৪৬ দ্র° ছিজই।

ছিজই, চ্ছিজই ৪৬ ছেদ করা হয়। কর্ম°। < ছিদ্যতে।

ছিণালী, চ্ছিণালী ১৮ ভ্ৰষ্টা, বিলাসিনী নারী, ছেনাল। অবহট্‌ঠ চ্ছিণ্ণালিআ।

ছুধ ৯ অপবিত্র, ছুত। < ক্ষুব্ধ।

ছুপই, চ্ছুপই ৬ ছোঁয়। <*ক্ষুভ্যতি।

ছেব ৪৫ ছেদ। তু° ছেয়উ (হেমচন্দ্র ৩৯০.১)।

ছেবই ৪৫ ছেদ করে। < ছেদয়তি।

ছেবহ ৪৫ ছেদ কর। অনুজ্ঞা। < ছেদয়থ।

ছোই ১০ ছুঁয়া। <ক্ষুভিত।

জ ২৬ যাহা। < যৎ।

জঅ ১৯ জয়।

জঅতি ২৬ (শা°)। দ্র° জুঅতি =জুতি।

জঅনন্দি ৪৬ চর্যাকর্তার নাম। জয়নন্দী।

জই ৫, ২৩, ৪০, ৪১, ৪৬, *৭ যদি।

জইষ ৪১। দ্র° জইসা।

জইসনি ৩৭ (টী°) দ্ৰ° জইসনে।

জইসনে ৩৭ যেরূপে। তু° জৈসাণে (শ্রীকৃষ্ণকীর্তন)। <* যাদৃশ্ন।

জইসা ২২, ৪০ ৪১ (শা°) যেরূপ। < যাদৃশ।

জইসো ১৩, ২২ (শা°), ৩৭, জইসোঁ (শা°) ঐ।

জমরা ৫২ জোংড়া, শামুক-গুগলি। তু° জোঙ্গড়া (সর্বানন্দ)।

জউতুকে ১৮ যৌতুক রূপে। করণ।

জউনা ১৪ যমুনা। পারিভাষিক।

জএহু ২৬=জ এহু।

জগ ৩৯, ৪১ জগৎ।

জখাঁ ৪৪ যেথা, যেথা হইতে।

জবে ১৭, জবেঁ ১৭, ২১, ৪৪ যখন।

জলবিম্বাকারে ৩৯। করণ।

জলিঅ ৪৭ প্রজ্বলিত। <জ্বলিত।

জসু ৪০ যাহার। অবহট্‌ঠ। < যস্য।

জহি ৩১ যেখানে। <*যধি = যত্র।

জা ২৫ যে। কর্তা, বিশেষণ। < যস্য।

জা ২০, ২৯ যাহা, যাহাকে। <যস্য।

জা ২৯ যাহার। ষষ্ঠী। < যস্য।

জা ৯=জাই।

জাঅ ২, ২৯, ৩৩, ৪০, ৪৩ (=জাই) যায়।

জাঅ ২৮ (=জাই) যাওয়া যায়। কর্ম°। < যায়তে।

জাঅন্তে ১৫ যাইবার কালে। অস°।

জাই ৪২ ঐ।

জাই ১৪=জোই।

জাই (ধরণ ন…), ১৫ (লক্‌খণ ন…), ২০ (কহণ ন…), ৩২ (অবসরি…), ৪০ (বোলব…), ৪৫ যায়। < যাতি। তু° “অক্‌খণহ (অক্‌খনউ) ন জাই”, “ভুঞ্জণহিঁ ন জাই” (হেমচন্দ্র ৪৪১.১)।

জাইউ ১৫, ৩৮ যাওয়া হউক। অনুজ্ঞা। কর্ম°। প্রথম। < যায়তু = যায়তাম্‌।

জাইণ ৪০=জাণই।

জাইব ১৪ যাইতে হইবে। <যাতব্য।

জাইবেঁ ২৩ যাইবে। মধ্যম।

জাউ ৩৮=জাইউ।

জাএথু ২২ (শা°)=জা এথু।

জাগঅ ২ (=জাগই) জাগে। <*জাগ্রতি=জাগর্তি।

জাগন্তে ৫০ জাগিয়া থাকিতে। শতৃজাত অসমাপিকা।

জাণ ২০ জীবন (?)। অথবা জা ণ (< যাবৎ নব)।

জাণ ১ জানো। অনুজ্ঞা। মধ্যম।

জাণামি ৪৯ জানি। উত্তম। এক°।

জাণই ৪৫ জানে।

জাণসুঁ ২২ (প্র°) (আমি, আমরা) জানি।

জাণহুঁ ২২ জানি। ঐ এক°।

জাণী ৮, ২৯, ৩৪, ৩৭, ৪৪, ৪৭ জ্ঞাত। <* জানিত।

জান ৪৪ (শা°) দ্র° জাণী।

জানমি ৩১, **১৩ দ্র° জাণমি।

জানহ *১৩ জানো। অনুজ্ঞা। বহু।

জাংতে ১৫ দ্র° জাঅন্তে।

জাম ৮, ১৯, ২২, ৪৩ জন্ম।

জামমরণে ২২ জন্মমরণে। সপ্তমী।

জামে ২২ জন্মে। করণ, অধিকরণ, অপাদান।

জায় ৪ (লেপন..) দ্র° জাই।

জায় ৪০ (শা°) দ্র° জাঅ।

জায়া ৩৯ পত্নী।

জাবেঁ **২= জবেঁ।

জালন্ধরি-বাজ **২০ বজ্রগুরু জালন্ধরি।

জালই ২৯ জা লই।

জালন্ধরিপাএ ৩৬ চর্যাকর্তার গুরু। করণ।

জালা ৪৭ অগ্নিশিখা। < জ্বালা।

জালা **৩ জাল। < জালক।

জালিলিক *৬< জ্বালিল।

জালী * ৪ জ্বালিয়া। <জ্বালিত।

জাসি ১০ যাও। বর্তমান। অনুজ্ঞা। < যাসি।

জাসু ৩০, ৪৩ যাহার।

জাহী ৫ (মা…) যাও। অনুজ্ঞা। এক°। < যাহি।

জাহু ৩২ (মা…) যাইও। অনুজ্ঞা, ভবিষ্যৎ। < যাস্যথ।

জাহের ২৯ যাহার।

জিনউর ৭, ১২, জিণউরা ১৪, জিনপুর, জয়স্কন্ধাবার। পারিভাষিক শব্দ। “প রি শু দ্ধ বুদ্ধ ক্ষেত্রং সংক্ষেপরূপং মহামোক্ষপুরং বৈ রো চ ন স্ব ভা বং নানারত্নময়ং কূটাগারম্‌ চতুরস্রং চ তু র্দ্বা র ম্‌ অষ্টস্তম্ভোশোভিতম্‌। চতুর্বেদীপরিক্ষিপ্তং চ তু স্তো র-ণ-মণ্ডিতম্ ॥” (রত্নাকরশান্তি, বজ্রতারা-সাধন)।

জিণ-রঅণ ৪০ জিনরত্ন। পারিভাষিক। দ্র° জিনউরা।

জিতা ১২ জিত।

জিতেল ১২ জয় করা হইল। <* জিতিল্ল।

জিম ৯, ১৩, ২৯, ৩০, ৩১, ৪১, ৪৩ যেমন। দ্র° তিম।

জীবন্তে ২, ২৩ জীবন্ত থাকিতে। শতৃজাত অসমাপিকা।

জীবমি ৪ বাঁচিয়া থাকি। উত্তম। অবহট্‌ঠ।

জুতহি ২৬ যুক্তি। অর্ধ°।

জুঝঅ ৩ (=জুঝই) যুঝে । < যুধ্যতে।

জে ৭, ১৫, ২২, ৪০ যে, যে কেউ। < যঃ, যেন। দ্র° তে।

জে তই ৪০ = জেত-ই। যতই।

জেত-ই ৪০ যতই। দ্র° তেতবি।

জেণ ২১ যেন।

জেব *১১ যেমন। দ্র° জিম।

জেঁ ৩. যেন। <যেন।

জেঁণ ২১=জেন।

জো ৭, ১৪, ১৯, ২০, ২৭, ৩২, ৪৭, ৩০, ৩৩, ৪৫ যে। <যঃ।

জোই ২২ যে কেহ। < যোহপি।

জোই ১০, ১৪, ১৯, ৩০, ৩৭, ৪২ যোগী।

জোইর *১১ যোগীর।

জোইআ ২১, ৪১ যোগী (অনাদরে, অনুকম্পায়)। <যোগিক।

জোইণিজালেঁ ১৯ যোগিনীসমূহ পরিবৃত হইয়া। করণ।

জোইণী ২৭ (শা°) ঐ।

জোইনি ৪ যোগিনী।

জোএঁ ৪৭, জোএ **১৫ যোগে।

জোড়িঅ ৫ জোড়া হইল।

জোহ্ন ৫০ (টী°) দ্র° জোহ্না।

জোহ্না ৫০ জ্যোৎস্না। তু° জোহ্ন (হেমচন্দ্র)।

জৌবণ ২০ যৌবন।

ঝম্পই **১ ঝাঁপ দেয়।

ঝম্পাবিল্লি **১ ঝাঁপ দিল।

ঝাণ-বখাণে ৩৪ ধ্যান-ব্যাখ্যানের দ্বারা। করণ।

ঝাণে ১ ধ্যানের দ্বারা। করণ। < ধ্যানেন।

ঝোড়া **১০ঝুড়ি?

টকা ১৬ দ্র° টাকলি।

টণ্টা ৪০ টাট, পূজার তৈজসপত্র।

টলি ১৩ টলিয়া। < টলিত।

টলিআ ৩৫, ৪৩ ঐ।

টাকলি ১৬ টক্‌টক্‌ শব্দ।

টাগু ৩৮। টানে < তঙ্গতি।

টাগুঅ ৩৮ (শা°)। = টাঙ্গঅ?

টাঙ্গী ৫ অঙ্কুশ (hook)।

টাল ৪০ ভুল, ভুল করে।

টালত ৩৩ টোলায় (অর্থাৎ বস্তিতে), অথবা টিলায়। অধিকরণ।

টালিউ ১৮ টালা অর্থাৎ নিক্ষিপ্ত হইল। < *টালিতঃ।

টুটি ৩৭ টুটিয়া। <ত্রুটিত।

ঠকুর, ঠকুরক ১২ (টী°) দ্র° ঠাকুর।

ঠন্ঠা ১০ ঠাট, আড়ম্বর। তু° ঠিন্ঠা, টিণ্ঠা।

ঠাকুর ১২ রাজা, কর্তা।

ঠাকুরকে ১২ ঠাকুরের। ষষ্ঠী।

ঠাণা **৬ স্থান, স্থিত।

ঠাবি ৮ স্থান, ঠাঁই। তু° ঠাই (=তিষ্ঠতি) (হেমচন্দ্র ৪৩৬.১)। <স্থাপিত।

ঠার **১৩ ইঙ্গিত?

ডমরু **২০।

ডমরুলি ৩১ ছোট ডমরু। তু° ঘড়ুলী।

ডরে ২ ভয়ে। করণ, অধিকরণ।

ডহি জো ৪৯ দ্র° ডহিঅ।

ঠেল্লি ** ১ ঠেলা দিল।

ডোলঅ **১০ দোলে। < দোলয়তি।

ডহিঅ ৪৯ (টী°) দগ্ধ।

ডাঞিনি **১৩ ডাকিনী।

ডাক ৬ চীৎকার।

ডাঢ়া **১৪ দৃঢ় (?)।

ডাল ১, ৪৫ বৃক্ষশাখা। তু° ডালই (হেমচন্দ্র ৪৪৫,৩)।

ডালী ২৮ ঐ। স্ত্রী°।

ডাহ ৫০ দাহ, অগ্নিকাণ্ড। তু° গামড়াহ (গাথাসপ্তশতী)।

ডাহ ৪৭ জ্বলন্ত, সাক্ষাৎ। তু° ডাহা। মিথ্যা।

ডুলী (শা°) ৩।

ডোম্বি ১০, ডোম্বী ১৩, ১৪, ১৮, ১৯, ৪৭ ডোমজাতীয় নারী। তু° রোমনী ‘রোমনি’। পারিভাষিক অর্থ—বায়ুস্কন্ধের অধিদেবতা যোগিনী। “বায়ুঃ ডোম্বী প্রকীর্তিতা”।

ডোম্বিত ১৮ ঐ। অধিকরণ।

ডোম্বী ১৮ (শা°), ১৯ (শা°)।

ডোম্বীএর ১৯ ঐ। ষষ্ঠী।

ডোম্বী-ঘরে ৪৭ ডোম্বীগৃহে। অধিকরণ।

ডোম্বী-বিবাহে ১৯ ডোম্বীর সঙ্গে বিবাহের জন্য।

ঢেণ্‌ঢণপাএর ৩৩ চর্যাকর্তার (আসলে গুরুর) নাম। ষষ্ঠী।

ণ ৬ (শা°), ১৫, ৩৬, ৪২, ৪৩, ৪৪ নিষেধে।

ণ ২০ নূতন। <নব।

ণঅণি ২৩ দ্র° ণঅলি।

ণঅলি ২৩ লইয়া আসিলি (?)।

ণইরামণি ২৮। পারিভাষিক শব্দ—নৈরাত্মযোগিনী, বিজ্ঞান স্কন্ধের অধিদেবতা।

ণব ৬=ন বা।

ণচ্ছন্তে ৪২ (শা°)=চ্ছন্তেঁ।

ণবণী **১০ নবনীত।

ণঠা ৩১, ৩৫, ৪৯ নষ্ট।

ণবগুণ ৪৭ নগুণ, পইতা।

ণহিএঁ ৪৪=ণ হিএঁ।

ণাণা ২৮ নানা।

ণাবড়ি-খণ্ডী ৩৮ (টী°) ছোট নৌকাখানি। <*নাবাটিকা-খণ্ডিকা

ণাবড়ি-খান্টি ৩৮ (শা°)।

ণাব-পাড়ী ৪৯ নৌ-সেতু, নওয়াড়া। <*নাব-পাটিকা।

ণাবী ১৩ নৌকা। < নাবিকা।

ণামে ২৮ নামে। করণ।

ণাহি ২২, ৪৩ নাই। <নাসীৎ।

ণাবড্‌হি খান্ঠি ৩৮ দ্র° ণাবড়ি-খণ্ডী।

ণিঅ ২৮, ৩০, ৪৯ নিজ।

ণিঅমণে ২৮ নিজমনে। করণ।

ণিঅমন ৩০ নিজমন।

ণিঅড় ১২ নিকট।

ণিঅড়ি ৭ নিকটে। অধিকরণ।

ণাব-পাড়া ৪৯ নওয়াড়া, নৌ-সেতু। <* নৌপাটক।

ণাব পাড়ী ৪৯ দ্র° ণাব-পাড়া।

ণিবানা ১৬ নির্বাণ, শূন্যতালক্ষণ।

ণিবাণে ২৭, ণিবানে ১৬ ঐ। করণ, অধিকরণ।

ণিবারিউ ৩১ নিবারিত।

ণিরবর ২৬ একমাত্র। < নিরপর।

ণিরালে ৩১ নিরালয়ে। করণ, অধিকরণ।

ণিরাসে ৩১ (শা°)। দ্র° নিরালে।

অআরি ১২ (শা°)। দ্র° উআরি।

তং ৪১ তাহাকে। <তম্।

তই ৩৯ তোমার দ্বারা, তুমি। করণ। <ত্বয়া।

তই ৪০ তবু।

তইছন ৩৭ (শা°)। দ্র° তইসন।

তইলা ৫০ তৃতীয়। <ত্রিক-।

তইসন ৩৭ তেমন। < *তাদৃশ্ন। দ্র° জইসন।

তইসা ৪৬ ঐ। < তাদৃশ। দ্র° জইসা।

তইসো ২২, ৩৭, তইসেঁ ১৩ ঐ। দ্র° জইসো, জইসোঁ। < তাদৃশ।

তইসনে ৩৭ দ্র° তইসেঁ।

তইসেঁ ১৩ (শা°) তেমন।

তইসৌ ১৩=তইসো। <তাদৃশকম্।

তই ৪, ১৮ তোমার দ্বারা। তুই। দ্র° তই।

তউ ২৬=তবু।

তউষে ২৬ (শা°)=তউ সে।

তক্রি **১৩। দ্র° তই।

তড়ি ১৫। দ্র° খড়তড়ি।

তথতা ৯, ৩৬, ৪৪, ৪৬ পারিভাষিক শব্দ—প্রজ্ঞাপারমিতাবস্থা।

তধতা ৪৪ (শা°) দ্র° তথতা।

তথতা-নার্দে ৪৪ তথতা-ধ্বনিতে। করণ।

তথতাস্বভাবে ৪৬। করণ, অধিকরণ।

তথা ৪৪ তেমন।

তথাগত ১৩ বুদ্ধ, বোধিসত্ব। পঞ্চ তথাগত হইতেছেন— অক্ষোভ্য অমিতাভ রত্নেশ বৈরোচন এবং অমোঘ।

তংত্রী ২৫ দ্র° তন্ত্রী।

তন্তে ৩৪ তন্ত্র দ্বারা। করণ।

তন্ত্রী ২৫ (টী°) চর্যাকর্তার নাম।

তব ২১ তখন, সে পর্যন্ত। <তদ্বৎ।

তবসে ২১=তব সে।

তবেঁ ২১, ৪৪, ৪৬ তখন। দ্র° জবেঁ।

তরই ৫ উত্তীর্ণ হয়। < তরতি।

তরঙ্গ ১৩ ঢেউ।

তরঙ্গম ৫ (শা°) = তরঙ্গ ম।

তরঙ্গন্তে ৬ (শা°) তরঙ্গের দ্বারা, লাফ দিয়া। করণ, অধিকরণ।

তরগংতেঁ ৬ (টী°) ঐ।

তরসঁন্তে ৬ ত্রাসিত হইলে। <*ত্রস্যন্তেন।

তরিত্তা ১৩ (=তরিত) উত্তীর্ণ। <*তরিত।

তরু ৪৫।

তরুবর ১, ২৮, ৪৫।

তরুঅ ৪৯=রুঅ।

তসু ২৭, ৪৫ তাহার। <তস্য।

তহি ৩১, তহিঁ ১০, ১৪, ২৮ তাহাতে, সেখানে। দ্র° জহি, জহিঁ।

তংহি ৪৩=তঁহি।

তঁই ৪, ১৮। দ্ৰ° তই।

তঁহি ৫০, তঁহী ২৮। দ্র° তহিঁ।

তা ৭, ১৬, ৪৫ তাহা। কর্ম। < তস্য, তাৎ।

তা ৩৭ তাহার। ষষ্ঠী। <তস্য, তাৎ।

তা ৩৭, ৪৫ তখন, ততক্ষণ। < তাবৎ, তাৎ। তু° “ইষ্ট বিরোধু তাঁ হুয়ই জাঁ দর্শনু ন হোইঁ সন্তহঁ রহহিঁ” (প্রাচীন গূজরাতী গদ্যসন্দৰ্ভ)।

তাএলা ৫০ তখন (টী° “তস্মিন্‌ সময়ে”)”। তু° অপভ্রংশ (ভবিস্‌সথ্থকহা) ‘তাবেলা’ < তদ্‌বেলা।

তাঁবে ** =তবেঁ।

তম্বোল **১১ তাম্বুল, সাজা পান।

তম্বোলি, তম্বোলিণী ** ১১ সাজা পানওয়ালী।

তাড়ক ৩৭ চার্যাকর্তার নাম। <তাটঙ্ক।

তান্তি, ১০, ১৭, তান্তী ১৭ তাঁত। <তন্ত্রিকা।

তান্তি-ধনি ১৭ তন্ত্রীধ্বনি।

তাব ২১ < তাবৎ।

তাবসে ২১=তাব সে।

তাল্‌ ৪ (=তাল) তালা।

তাসু ৪৩ তাহার। দ্র° তসু।

তাহের ২৯ তাহার। ষষ্ঠী।

তাঁবোলা ২৮ তাম্বুল।

তিঅড়া, তিঅড্‌ডা ৪ জঘন। < ত্রিবৃতক, ত্রিপুটক। তু° মধ্য° তিহড়ী (উনান অর্থে)।

তিঅধাউ ২ ত্রিধাতু—কায় বাক্‌ চিত্ত।

< ত্রিক ধাতু।

তিঅধাএ ২৯ ঐ। করণ, অধিকরণ।

তিঅমণ্ডল ৫৭ ত্রিমণ্ডল অথাৎ স্বর্গ মর্ত্য পাতাল।

তিঅস ২৩ দেবসত্ত্ব, দেবতা।

< ত্রিদশ।

তিড়িঅ ১৬=তোড়িঅ।

তিণ ৬ তৃণ।

তিণি ১৮ তিন। দ্র° তিনি।

তিনা ৩৩ তিন। <ত্রীণি।

তিনি ৭ তিন। <ত্রীণি।

তিনিএ ১৬ ঐ। করণ, অধিকরণ।

তিম ৯, ৪৩ তেমন, তেমনি। দ্র° জিম। তু° তিবঁ, তিম্ব (হেমচন্দ্র)।

তিমই ৪৬ ভিজে। কর্ম°। < তিম্যতে।

তিল ১৫ তিল প্রমাণ।

তিলোএ ৩০ (টী°) = তৈলোএ।

তিশরণ ১৩ পারিভাষিক শব্দ—বুদ্ধ ধর্ম সঙঘ এই তিন শরণস্থান। “আবোধেঃ শরণং যামি বুদ্ধং ধর্মং গণোত্তম্‌ম্‌”

তিহুণ **৬ ৩৭ ত্রিভুবন। তদ্ভব।

তিহুবণ ৩৬, তিহুঅণ ১৬, ৫১ ত্রিভুবন। অর্ধ°।

তু ৫, ১০, ২৮ তুই, তুমি। <ত্বম্‌।

তুট ৪১। দ্র° ভুটই।

তটঅ ২১, **৯। দু° তুটই।

তুটই ৪৬ টুটে। <ক্রট্যতে।

তুট্টই ৩০, *৭, *১৩। ঐ।

তুট্‌ঠো **৭, তুট্‌ঠা **১২ তুষ্ট। অর্ধ°।

তুম্‌হে ৫ তোমরা। < *তুষ্মাভিঃ =যুষ্মাভিঃ।

তে ৭, ২২, ৪৪, সে, তাহারা। দ্র° জে

তে-কালা **৪ তিন কাল ধরিয়া। <ত্রয় (বা ত্রিক)কালক।

তে জই ৪০ (টী°) =তেজই।

তেতীসেঁ *৭ তেত্রিশ। করণ। <ত্রয়স্ত্রিংশ(ৎ)।

তেতিনি ৭= তে তিনি।

তেতবি ৪০ ততই। দ্র° জেতই।

তেন্তলি ২ তেঁতুল। <* তিন্তডিক।

তেলোএ ৩০, ৪৩। দ্র° তৈলোএ।

তৈলোএ ৩০, ৪২, ৪৩ ত্রৈলোকে। তু° “মো তইলোয়ই সারু” (পাহুড়-দোহা)। <*ত্রৈলোক।

তো ৪, ১৮, ৩৪ তোমার। <তব।

তো ৬, ৪৯ তুই, তুমি। কর্তা। দ্র° তু।

তো ১০ ঐ। কর্ম।

তোএ ১০ (…সম) ঐ। করণ।

তোড়ি ২৫ তোড়িঅ।

তোড়িঅ ৯ (টী°), *৮ ভাঙ্গা হইল। <ত্রোটিত।

তোড়িআ ১২ ভাঙ্গিয়া, ভাঙ্গা হইল।

তোড়িউ ৯ দ্র° তোড়িঅ।

তোরা ৪১ তোর।

তোরেঁ *৮ তোকে। কর্ম।

তোলঅ **১০ তোলে। < তুলয়তি।

তোলি ৫০ তুলিয়া, তোলা হইল।

তোলিআ ১২ তুলিয়া, তোলা হইল।

তাসএ **১ তুষ্ট করে। < তোষয়তি।

তোহার ৩৯, তোহোর ১০ তোর, তোমার। দ্র° তোরা।

তোহোরি ১০, ১৮, ২৮ ঐ। স্ত্রী°।

তোহোরে ১৮, তোহোরেঁ ২৯ তোর, তোমার। করণ।

তোহৌরি ২৮=তোহোরি।

থাকিউ *৯ থাকিল। অতীত। <*স্থক্কিতঃ।

থাকিব ৩৯ থাকা হইবে। <*স্থক্কিতব্য।

থাকী ৪৪ দ্র° থাকিউ।

থাতী ২১ স্থিতি। <*স্থাতি।

থাহা ১৫ গভীরতার অন্ত। < *স্থাঘ।

থাহী ৫ ঐ। *স্থাঘিক। আধুনিক° থই।

থির ৩, ৩৮ থিরা ২০ স্থির।

থোই ৮ থুইতে, রাখিতে। নিষ্ঠাজাত অসমাপিকা। <*স্থপিত।

থুল **৯ মোটা (কাপড়)। স্থুল।

দঙ্গালে ৪৯ দস্যু, বোম্বেটে, নিঃস্ব, ভবঘুরে। করণ। তু° দঙ্গালিয়া যোগী (অক্ষয়কুমার দত্ত, ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়); “ডেঙ্গালিয়া বরে বাপা দিল বিভাইঞা” (বিষ্ণুপাল, মনসামঙ্গল)।

দইআ **১১ দিয়া।

দম জা ৯ দমন যায়।

দমকুঁ (শা°) ৯ দমনের জন্য (?)। দ্র° দম জা।

দবড়ী ** ১০ দড়ি।

দলিআ ৩০ দলিত হইল।

দশদিসেঁ ৯ দশদিক হইতে। করণ, অপাদান।

দশবলরঅন ৯ দশবল-রত্ন—বুদ্ধরত্ন বা জিনরত্ন, তথতারত্ন।

দশবররঅন ৯ শ্রেষ্ঠ দশ রত্ন।

দশমি ৩ দশম। < দশমিক। আধুনিক° দশই।

দহদিহ ৩৫ দশদিক। < দশ-দিশা। দ্র° দশদিসেঁ।

দহদিহে ৫০ ঐ অধিকরণ।

দহিঅ ৪৯ দ্র° ডহিঅ।

দাটই ৪৭=দাঢ়ই।

দাঢ়ই ৩৬ দগ্ধ হয়। নামধাতু < প্রা° দড্‌ঢ় (=দগ্ধ)। তু° ‘দাঢ়ী’ (=চাল ভাজা), ‘দাঢ় কাক (সর্বানন্দ)।

দাঢ়া ৪৯ দগ্ধ।

দাঢ়া **৭ দড়, দৃঢ়স্থিত।

দাণ্ডী ১৭ ডাঁটি। < দণ্ডিকা।

দাপণ ৩২ দর্পণ।

দাপতিবিম্বু ৪১=দাপণবিম্বু।

দাপণবিম্বু ৪১ দর্পণে প্রতিবিম্ব। < দর্পণবিম্ব।

দারক ৫১। দ্র° দারিক।

দারী ২৮, **১৫ গণিকা। < দারিকা।

দায় ১২ (টী°) দান, পণ, দাঁও। “বিবিধ প্রকার পণ দাও সে আখ্যান সবল হইলে ঘুঁটী রাখে ঐ জন।” (করুণানিধানবিলাস পৃ ২৪২)

দাহ ১২ দ্র° দায়।

দাহ ৪৭ দ্র° ডাহ।

দাহিণ ৫, ১৪, ১৫, ৩২ ডাহিন। < দক্ষিণ।

দাহিণে *৩ ঐ। করণ, অধিকরণ।

দিআঁ ৫০ দিয়া। করণের বিভক্তিস্থানীয়। <* দিত=দও।

দিট ১, ৩, ১১, ৪১=দিঢ়।

দিটি ৫=দিঢ়ি।

দিট্‌ঠ, দিট্‌ঠা *১২, ৭ দৃষ্ট। অর্ধ°।

দিঠ নাঠ ৪২ দৃষ্টবস্তুর ধ্বংস। <দৃষ্টনষ্ট।

দিঠা ১, ১৬ দৃষ্ট।

দিঠী ** দৃষ্টা। স্ত্রী°।

দিঢ় ১, ৩, ১১, ৪১ দৃঢ়।

দিঢ়ি ৫ ঐ। স্ত্রী°।

দিধলি ৫০ দেওয়া হইল (?)। স্ত্রী°।

দিবি ২৯ দেওয়া হইবে। স্ত্রী°।

<* দিতব্য =দাতব্য।

দিল ৩৫ (ভণিতা…)। দিশঅ ২৬, দিশই ৪৭, **১২, দিসই ১৫, ৩৯ দেখা যায়। কর্ম°।

< দৃশ্যতে।

দিসেঁ ৯ দিক হইতে। <*দিশেন।

দীস ২৯ দিশা, উদ্দেশ।

দীনা *১৪ দত্ত। <* দিন্ন।

দীপা *৬ দীবা *৪ দীপ।

দীসঅ ৬, ১৫। দ্র° দিশঅ।

দুআ ১২ দাবা বা পাশা খেলার দুইয়ের চাল। <* দ্বক=দ্বিক।

দুআন্তে ৫ দুইধারে।

দুয়ারত ৩ দ্বারে। অধিকরণ।

দুই ৩, ৪, ২৬। <দ্বে।

দুইআর ২৬ দোহার, সহায়ক। < দ্বয়াকার।

দুই মার ২৬=দুই-আর।

দুকেল্লা *=উএল্লা (?)

দুখোলেঁ ১৪ দুই-খোলার সেচ-পাত্র দ্বারা । করণ।

দুজ্জণ সাঙ্গে ৩২ দুর্জন-সঙ্গে। করণ, অধিকরণ, অপাদান।

দুঠ ৩৯, **১৬ দুষ্ট।

দুঠ্‌ঠ ৩৯, **১০। ঐ।

দুঠ্য ৩৯=দুঠ্‌ঠ।

দুদ্দুরে ৩২ হড়কায়, আবর্তে।

দুদ্দোলী ৫০ দ্র° দুন্দোলী।

দুংদুরে ৩২ (প্র°)

দুধ-মাঝে ৪২ দুগ্ধ মধ্যে। করণ, অধিকরণ।

দুধু ৩৩ দুগ্ধ।

দুন্দুল ৩০ দ্র° দ্বন্দ্বল।

দুন্দোলী ৫০ (শা°) সমস্যা, দুর্মোচ্য গ্রন্থি। < দুর্দোলিকা। তু° পেম্ম-দুদ্দোলী (গাথাসপ্তশতী)।

দুলক্‌খ, দুলখ ৩৪ দুর্লক্ষ্য।

দুলি ২ কচ্ছপী। < দুড়ী (মহাভাষ্য)। ব্যক্তিনাম ‘দুলিদুহ’ (মহাভারত)।

দুষাধী ৩৩ দুঃসাধ্যকর্মকারী, চৌরোদ্ধরণিক, চর। < দৌঃসাধিক= দৌঃসাধনিক।

দুহি ২ দোহা হইল, দুহিয়া। <*দুহিত =দুগ্ধ।

দুহিএ ৩৩ দোহা হয়। কর্ম। < দুহ্যতে।

দুহিল ৩৩ দোহা। বিশেষণ।

দুঃখে ৩৪ দুঃখে। করণ।

দূরম ৫=দূর ম।

দূর ৫। দূরে।

দৃঢ় ৯।

দে ৪, ৩০, দেই ৩০ দেয়। < দয়তে। তু° “অন্তরু দেই” (হেমচন্দ্র ৪০৬, ৩)।

দেউ ৩ দেওয়া হইয়াছে। <*দিতকঃ= দত্তঃ।

দেখ **১৬ দেখ ; দেখে।

দেখই ৪২ দেখে। < * দৃক্ষতি= পশ্যতি।

দেখইআ ৩ দেখিয়া, দেখানো। <* দৃক্ষিত=দৃষ্ট।

দেখি ৭, ৪১, ৪৭ দেখা হইল, দেখিয়া। <*দৃক্ষিত=দৃষ্ট।

দেখিল ৩৬ দৃষ্ট।

দেখী ১৬, *৬ দ্র° দেখি।

দেট ৩= দেত।

দেত ৩ (=দে ত) দেওয়া আছে ত। দ্র° দেই।

দেবক্রী ৪ রাগিনীর নাম। আধুনিক° দেবকরী, দেবগিরি।

দেবী ১৭ নৈরাত্মযোগিনী।

দেশ ১৭=দ্বিষ।

দেশ ৪৯।

দেশাখ ১০, ৩২ রাগিনীর নাম।

দেহ-নঅরী ১১ দেহনগরীতে। কর্ম-অধিকরণ।

দেহুঁ ১২ (আমরা, আমি) দিই।

দো ১৫ দুই। <দ্বৌ।

দোসে ৩৯ দোষে। করণ।

দ্রেশ ৪৯= দেশ।

দ্বংদ্বল ৩০ সমস্যা। দ্র° দুন্দোলী।

দ্বাদশ-ভুঅণেঁ ৩৪ দ্বাদশ ভুবনে। করণ, অধিকরণ।

দ্বেশাখ ৩২ দ্র° দেশাখ।

ধনসী ১৪ রাগিনীর নাম। আধুনিক ধানশী।

ধনি ৩৩ ধন্য। স্ত্রী°।

ধনি ১৭ ধ্বনি।

ধ্বন (টী°) ১ দ্র° ধমণ।

ধমণ ১ শ্বাসগ্রহণ, পূরক। <ধ্‌মান।

ধরণ ২ ধরা।

ধর্ম *৭।

ধরহু ৩৮ ধর। অনুজ্ঞা।

ধরিঅ ১১ ধৃত। <* ধরিত।

ধাণ ২১=পাণ।

ধাবই ১৬ ধায়, দৌড়ায়। <ধাবতি।

ধাম ১৯ আবাস, নিবাস। তু° রোমনী (ওয়েল্‌স্‌) ‘থেম্ “দেশ, স্থান, ভূমণ্ডল”।

ধাম ২২ ধর্ম।

ধাম ৪৪ ধর্ম, অথবা আবাস, দেশ।

ধাম ৪৭ চর্যাকর্তার নাম।

ধামাৰ্থে ৫ ধর্মের (বা চর্যাকর্তার) জন্য।

ধারা ৪ ধীর।

ধুণি ২৬ তুলা ধুনিয়া, ধুনা হইল। <*ধুনিত =ধূত।

ধূম ৪৭ ধোঁয়া।

ধোকে *১ ধোঁকায় পড়ে।

ধোএ **৯ ধোয়। <*ধৌতয়তি।

ধোবিএঁ **৮ ধোবা (বা ধোবিনী) দ্বারা।

ধোবিনি **৮।

ন ২৬, ২৯, ৩৫, *২, *৮ না।

নঅ-বল ১২ দাবা খেলা। <নয়বল।

নঅরী ১১ নগরী।

নইরামণি ৫০ দ্র° ণইরামণি।

নইরী ৪১ নগরী।

নই **৮ নূতন, অপূর্ব। স্ত্রী। <নবিকা।

নঈ ১৪ নদী।

নউ ৪৫, ৪৬, ৪৭ কখনই না। <ন তু।

নখলি ২০ খন্‌তা। তু° “নখলীহি পানীয়াৰ্থং ভূমিং খনন্তি” (মহাবস্তু)।

নগর ১০।

নড় এট্টা ১০ (শা°) = নড়এড়া।

নড়এড়া, নড়পেড়া ১০ নটসজ্জা। <নটপেটক।

নড়ণ ৪২ দুধের মধ্যে স্নেহপদার্থ।

নণন্দ ১১ স্বামীর ভগিনী। <ননান্দৃ।

নব ২০ (টী°) নূতন।

নবাহি **১৭ নৌবাহিক।

নরঅ ৪ (শা°) পুরুষ। <*নরক।

নলণী-বণ ২৩, নলিনীবন ৯।

না ১০ অবধারণে। <নাম।

না **৪ প্রত্যাখ্যানে। <ন বা।

না **১৪ নৌকা। <নাব।

নাঅর *১৪ চতুর ব্যক্তি। <নাগর।

নাই ১৪=নঈ।

নাচঅ ১০ নাচে। <নৃত্যতি।

নাচস্তি ঐ। গৌরবে বহু°। <নৃত্যন্তি।

নাড়ি ২০ জননীজঠর।

নাড়ি-শক্তি ১১।

নাড়িআ ১০ (১) নেড়া ব্রহ্মচারী, (২) অথবা সুপণ্ডিত।

নাদ ৩২, ৪৪ শব্দ (পারিভাষিক)।

নাদে ১১ শব্দে। করণ, অধিকরণ।

নানা-বন্নে *৩ নানাবর্ণে।

নায়ক ১৬ প্রভু।

নারী ৪।

নাল ৩ নল।

নালেঁ ঐ। করণ।

নাব ১৫ নৌকা। <নাবা।

নালা **৩ সঙ্কীর্ণ খাত, তীব্র প্রবাহিত জলস্রোত। <*নাড়ক।

নাবী ৮ নৌকা। <নাবিকা।

নাবেঁ ১০ নৌকায়। করণ।

<*নাবেন।

নাবড়ী ৩৮ ছোট নৌকা। <*নাবটিকা।

নাশই *১০ নষ্ট হয়। <নশ্যতে।

নাশক ২১ নাশের জন্য। গৌণ কর্মে ষষ্ঠী।

নাশিঅ ৩৯ নাশিত।

নাসই **৬, নাসন্তি *১২ নষ্ট করে।

নাহ **১ নাথ।

নাহা ১৫ প্রভু। <নাথ।

নাহি ৮, ১৮, ২০, ৩৩, ৪২, ৪৯, নাহি ৩৭, নাঁহি ৩৩। দ্র° নাহি।

নাহী ৩৮ নৌকার হাল। <নাভি(ক)।

নিঅজই। **১৯ নিপতিত হয়। <নিপদ্যতে।

নিঅ-দেহ ১৩ নিজদেহ।

নিঅ-মণ ৩৫, -মন ৩৯ নিজমন।

নিঅহি ৩২ (শা°)=নিঅড়ি।

নিঅড্‌হি ৩২ ঐ। নিকটে।

নিঅড্‌ডী ৫ নিকটে, নিকটস্থ। স্ত্রী°।

নিঘিণ, নিগ্‌ঘিণ ১০ নির্ঘণ। তু° নিগ্‌ঘিণ (হেমচন্দ্র ৩৮৩.২)।

নিচিত ১ নিশ্চিত। অর্ধ°।

নিচ্চল ২১ নিশ্চল।

নিতি ২৫, ৩৩ (টী°) নিত্য, সর্বদা। দ্র° নিতে।

নিতিনিতি ৩৩ (টী°) নিত্যনিত্য।

নিতি ৩৩ সর্বদা। করুণ, অধিকরণ। <*নিত্যেন।

নিতে নিতে ৩৩ দ্র° নিতিনিতি।

নিদ ২, ৩৬ নিদ্রা।

নিন্দ ১৩ ঐ।

নিবাস ৭।

নিবাণে ৫ নির্বাণে। অধিকরণ।

নিবিতা ৯ পরমসুখী, অথবা ঘোরাও। <নির্বত।

নিরাজক **১২ অরাজক।

নিরুদ্ধী ** ৩ নিরুন্ধ হলি।

নিবুধী ৩৩ নির্বোধ। <নির্বুদ্ধিক।

নিভর ৫ নিশ্চিতভাবে। <নির্ভর।

নিরন্তর ১৬, ৩০।

নিরেবন ৫০ নিশ্চল। <নিরেজন।

নিরালএ **১৪, নিরালে ৩১, নিরালেঁ *১৪ নিরালয়ে। করণ, অধিকরণ।

নিরাসে ৩১=নিরালে।

নিরাসী ২০ (১) নিরাশ, অথবা (২) খাদ্যহীন। স্ত্রী°। <*নিরাশিকা।

নিরোহ ৪৪ (শা°) দ্র° নিরোহেঁ।

নিরোহেঁ ৪৪ নিরোধে। করণ, অধিকরণ।

নিল ২ লইল।

নিলঅ ৬ উদ্দেশ। <নিলয়। তু° “কত জল হঅ রে নির্ল্বঅ নাহি জানি।” (মনসামঙ্গল, বিষ্ণুপাল)। “সম্মুখে দেখিল-কন্যা তিন ধার পানি কোন ধার দিয়া যাব নিলয় না জানি।” (ঐ জীবন মৈত্র)।

নিলেসি ৩৯ লইলি। অতীত। মধ্যম।

নিসর ** ৩ অচল।

নিসারা ৩ বহির্গমন। <নিঃসার।

নিসি ২১ (টী°) ৫৭ রাত্রি। <*নিশিক।

নিসিঅ ১। দ্র° নিসি।

নিহএ ৩০ (টী°) নিভৃতে।_ করণ, অধিকরণ।

নিহর **৯ দ্র° নিভর।

নিহুরে ৩০ দ্র° নিহএ।

নীতি ৩৩। দ্র° নিতি।

নেউর ১১ নূপুর।

নেমি ১০ দ্র° লেমি।

নো ১৫, ৪৬ না। <ন তু।

নৌ ৪৬ দ্র° নো।

নোখ **১৫, নোখৌ, নোখো **১, **২ স্বর্গীয়, অভাবনীয়। <লোক্য।

নোবাঅ ৩৮ (টী°)। দ্র° নোবাহী।

নৌবাহী ৩৮। নাবিক। <নৌবাহিক।

নৌকা ৩৮।

পঅ, পয় **৭০ পদ।

পইঠ ১১ (শ°), ১৬, পইঠা ১৬, ৩১, ৩৫, ৪৯ প্রবিষ্ট, প্রবিষ্ট হইল।

পইঠী **৮ প্রবিষ্ট হইয়া।

পইঠঅ ১১। প্রবিষ্ট। <প্রবিষ্টক।

পইঠো ১ প্রবিষ্ট হইল। <প্রবিষ্ট।

পইঠেল ৩ প্রবিষ্ট হইল। <প্রবিষ্ট+।

পইট্‌ঠোলি *১৪ ঐ স্ত্রী।

পইসঅ ২৬, পইসই ৭, ১৪, ৩১, ৪৭, **৮, ১২, ১৪ পইসঈ ৬ প্রবেশ করে। <প্রবিশতি।

পইসন্তে ২৩, ২৮ প্রবেশ করিতে। শতৃজাত অসমাপিকা।

পইসহিণি ২৩=পইসহিলি (?)।

পইসহিলি ২৩ প্রবেশ হইলি (?)।

পইলি ৯ প্রবিষ্ট। প্রবেশিত=প্রবিষ্ট।

পখা ৪ পাখা। <পক্ষক।

পক্‌খালে **৮, পখালই **৯ পাখালে।

পঞ্চ ১, ১৪ (টী°)।

পঞ্চ জণা ২৩ পাঁচ জন, পারিভাষিক অর্থ—পঞ্চেন্দ্রিয়। কর্ম°।

পঞ্চ-নালেঁ ৪৭। করণ।

পঞ্চ পাটন ৪৯ পাঁচ পাটন (বন্দর, বাণিজ্যস্থান)।

পঞ্চবিষয়রে ১৬=পঞ্চ বিষয়ের।

পঞ্চাশত *১ পঞ্চাশ। অর্ধ। <পঞ্চাশৎ।

পটমঞ্জরী ১, ৬, ৭, ৯, ১১,১৭, ২০, ২৯, ৩১, ৩৩, ৩৬, ৪৮ রাগিনীর নাম।

পটি ৫ পটি, পাটি। <পাটিক।

পড়অ ৬=পড়ই। পড়ে। <পততি।

পড়ন্তেঁ ১৬ পড়িবার কালে। শতৃজাত অসমাপিকা। <*পতন্তেন।

পড়হ ৬ পড়া, ঢাক বিশেষ। <পটহ। তু° পড়হু (হেমচন্দ্র ৪৪৩, ১)।

পড়বেষী ৩৩ পড়শি, প্রতিবেশী। < প্রতিবেশিক। প্রাচীন গুজরাটী পড়োশী।

পড়া ৪৭। দ্র° শাসন-পড়া।

পড়িআঁ ৪৫ পড়িল, পড়িয়া।

পড়িবখ **৬.৬ প্রতিপক্ষ।

পড়িল **৮, পড়িলা ২৮ পড়িল।

পড়িলেঁ *১০ পড়িলে।

পড়িহাই ৪১ প্রতিভাত হয়। < প্রতিভাতি, প্রতিভাবয়তি। তু° “কারণ ন তউ পড়িহাই” (হেমচন্দ্র ৪৪১.১)।

পণালেঁ ২৭ প্রণালী (=মৃণাল) দ্বারা। করণ।

পণিআঁ । ৩৫ পানী, জল। <পানীয়।

পণ্ডিঅ আ[জ] **২৫ পণ্ডিত আর্য।

পতবাল ৩৮। বড় বৈঠা হালের কাজে ব্যবহৃত। <পাত্রপাল।

পতিআই ২৯ প্রত্যয় করে। নামধাতু। অর্ধ। <*প্রত্যাণয়তি।

পতিভাসই, পতিহাসই ৩৫ দেখা যায়, অনুভূত হয়। <প্রতিভাসয়তি।

পথক ৩৭ পথের। ষষ্ঠী।

পদমা ১০ পদ্মা। অর্ধ°।

পদম-বণ ২৩ পদ্মবন।

পবণ ৩১ পবণা ২১ পবন।

পমাই ৪২, পমাএ ৩৮ প্রমাণ করে, অর্থাৎ প্রবেশ করে। <প্রমাপয়তি =প্রবিশতি।

পর-অপ্‌পণা ৩৯ পর-আপন। অবহট্‌ঠ।

পরম-ণিবাণে ২৮, নিবাণেঁ ৩৪ পরম নির্বাণ। করণ।

পরম-মোখ ১১ পরম মোক্ষ।

পরমার্থের *২।

পরবস ৩৯ পরবশ।

পরস-র[স] ১৩ স্পর্শ রস।

পরহিণ ২৮ পরিধান, পরিহিত। <* পরিধীন।

পরাণ ১০ প্রাণ।

পরিচ্ছিন্না ৭ পরিচ্ছিন্ন।

পরিনিবিত্তা ১২ (শা°) পরিনির্বৃতি, নিস্তার। <পরিনিৰ্বর্তক।

পরিনেবিত্তা ১২। দ্র° পরিনিবিত্তা।

পরিমাণ ১ প্রমাণ কর, পরিমাণ কর। অনুজ্ঞা। এক°। <প্রমাণয়, পরিমাণয়।

পরিমাণহ *১৩ পরিমাণ কর। ঐ বহু°।

পরিমাণী ৪৫ আদিষ্ট। <প্রমাণিত।

পরেঁ ৩৯ পরের দ্বারা। করণ।

পসই **৭ প্রবেশ করে।

পসঙ্গে ৯ প্রসঙ্গে। অর্ধ°।

পসর-বস ১৩=পরবশ।

পসনিউরে ২৩=পসরিউ রে।

পসরিউ ২৩ প্রসারিত হইল। < প্রসারিতঃ।

পস(|)রা **১১ ক্রিয়ার্থ সঞ্চিত সামগ্রী। <*প্রস(|)রক।

পসারএ **১১। পসরা দেয়। <প্রসারয়তি।

পসারা ৩ পসরা, পসার। <প্রসার।

পহারা ৫ প্রহর (রাত্রির)।

পহারী ৩৬ প্রহার করা হইল। <প্রহারিত।

পহিল ২০ প্রথম, পয়লা। <*প্রথিল্ল।

পহিলে ২০ (টী°)। প্রথমে। করণ, অধিকরণ।

পঁউআ-খালে ৪৯ পদ্ম-খালে, পদ্মার খালে। করণ, অধিকরণ।

-পা ২, ৪৩, ৩৬ গুরুর নামে যুক্ত শ্রদ্ধাবাচক শব্দ। <পাদ।

পাঅ-পএ ১৪, ৩৪, -পএঁ ৩৪ শ্রীচরণের অনুগ্রহে। <পাদপদে, পাদপদেন।

পাকেলা ৫০ পাকিল। <*পক্কিল্ল।

পাখ ১ পক্ষ। দ্র° পখা।

পাখি ৩৬ (শা°) ব্যতিরেকে। তু° “তু পাখই প্রভূত বিভবু রার্জ্যু মুঁরহইঃ ন হোইতই” (প্রাচীন গূজরাতী গদ্য সন্দর্ভ।) “গায়ত্রী-মস্তর গুরু মুখে। জানি সেবিব গুরু পাখে। (জগন্নাথ দাস, ভাগবত)।

পাখুড়ী ১০ পাপড়ি। <*পক্ষপুটিকা।

পাখে ৪৬ পক্ষে। করণ।

পাছগু **১৯ পাছুয়ান। <পশ্চাদ্‌গতঃ।

পাঞ্চ ১৪, ৪৫ পাঁচ।

পাঞ্চজনা ১২। দ্র° পঞ্চজনা।

পাটের ১ পটুতার। সম্বন্ধ। <পাটব।

পাটে ১৬ পাটে, পাটায়। করণ, অধিকরণ।

পাঠাসা ২৯ (প্র°)।

পাড়া ৪৯ (প্র°)। দ্র° পাড়ী।

পাড়ী ৪৯। দ্র° ণাব-পাড়ী।

পাণ ২১।

পাণিআ ১৩ জল। দ্র° পণিআঁ।

পাণী ৬, ১৪, ৪৭ পানীয়, জল।

পাণ্ডি ১ পিঁড়ি। তু° উচ্চ আসন। পাড়।

পাণ্ডিআচাএ ৩৬ পণ্ডিতাচার্য।

পাতহ ৪৫ পত্রের <পত্রস্য।

পাতফলাহা ৪৫ (শা°)।

পাতী **১ পাতা। <পত্রিকা।

পাড়া **১১ নিবাস অঞ্চল। <পাটক।

পাথর ৪১ প্রস্তর।

পানে **৪ পান কার্যে।

পান্তর ১৫ প্রান্তর।

পাপ ১৬, ৩৫।

পাবত ২৮ পর্বত।

পাবহ *৪, পাবহু *৫ পাও। অনু°।

পাবিঅই ২৬ পাওয়া যায়। কর্ম°। <প্রাপ্যতে।

পার ১৪, ৩৮।

পার-উআরে ৩২ পারে উত্তীর্ণ হওয়া। করণ, অধিকরণ। <পার-উত্তার।

পারঅ ৮ (=পারই) পারে। <পারয়তি।

পারগামি-লোঅ ৫ পারগামীরা।

পারি ৩৬। দ্র° পাখি।

পারিম-কুলেঁ ৩৪ অপর কূল। কারণ, অধিকরণ। <*পারিম-পরম।

পারেঁ ৩৯=পরেঁ।

পারোআরে ৩২ (টী°)। দ্র° পারউআরে।

পাশি ৩৬ পার্শ্বে।

পাস ৩৭ পার্শ্ব।

পাস ৩৭ ফাঁদ, বন্ধন। <পাশ।

পাসপড়েসি **১৯ পার্শ্বপ্রতিবেশী।

পাসের ৫০ পার্শ্ববর্তী। সম্বন্ধ।

পিচিউ ১৭=চাপিউ।

পিটত ১৪ পৃষ্ঠে, ছাতে, নৌকার ছইয়ে। তৎ°।

পিটা ২, ৩৩ আধার, পাত্র। তৎ°।

পিথক ৩৭=পথক।

পিবই ৬ পান করে, পীয়ে। <পিবতি।

পিবিবি *২ পান করিতে। অবহট্‌ঠ।

পিরিচ্ছা ২৯ প্রশ্ন, প্রশ্নের সমাধান। অর্ধ°। <পৃচ্ছা।

পিড়ি ১২ পিঁড়ি, কাঠের আসন। দ্র° পাণ্ডি।

পিহাড়ি ১২=পিড়ি।

পীচ্ছ ২৮ পুচ্ছ, পালক; আবরণ, ঢাকনা। <পিচ্ছ।

পীবই **৭ পান কর।

পীবমি ৪ (আমি) পান করি। <পিবামি। অবহট্‌ঠ।

পুচ্ছ ৫, ৪১, জিজ্ঞাসা কর। অনুজ্ঞা। এক°। <পৃচ্ছ।

পুচ্ছতু ৫, ৪১=পুচ্ছ তু।

পুচ্ছসি ১৫ (তুমি) জিজ্ঞাসা কর। বর্তমান। <পৃচ্ছসি।

পুচ্ছি ৮, পুচ্ছিঅ ১, *১৩, **৭ জিজ্ঞাসা করিয়া, জিজ্ঞাসিত। <*পৃস্থিত=পৃষ্ট।

পুছমি ১০ (আমি) জিজ্ঞাসা করি। <পৃচ্ছামি। অবহট্‌ঠ।

পুঞ্চআ ২৮ ধনু (?)।

পুণ ৪৫ আবার। <পুনঃ।

পুনু ১৪ দ্র° পুণ।

পুণ্য ১৬।

পুন ২৬। দ্র° পুণ।

পুন্ন ৩৫। <পুণ্য।

পুলিন্দা ১৪ মাস্তুল, লাটাই।

পূন ২৬=শূণ।

পুরা ২০ পূর্ণ। <পূরক।

পেখরে ৩০ =পেখ রে।

পেখ ৩০, ৪৬ দেখ। অনুজ্ঞা। এক°। <*প্রেক্ষ = প্রেক্ষস্ব।

পেখই ৪২, ৪৬ (টী°) দেখে। <প্রেক্ষতে।

পেখমি ৩৮ (আমি) দেখি। <*প্রেক্ষামি। অবহট্‌ঠ।

পেখু ৪৬=পেখই।

পেখুন **১৫ দৃশ্য। <প্রেক্ষণক।

পেন্ম ২৮ প্রেম। অবহট্‌ঠ।

পেহ্ম ২৮ পেম্ম।

পোইআ ১৪ (১) শাবক, অথবা (২) =জোইআ। <*পোতিক; যোগিক।

পোথা, পোথী ৪০ গ্রন্থ। <পুস্তক, পুস্তিকা।

পোশই **১১ পোষে। <পোষয়তি।

পোহাঅ ১৯, পোহাই ২৮, *৪ (রাত) পোহানো হইল। <*প্রভাতিত।

পোহাইলী ২৮ ঐ। স্ত্রী°।

পোহান্ত *৫ পোহাইল। শতৃজাত অতীত।

প্রবোহী **১ প্রবোধিত।

ফরই ৪২ (১) প্রকাশিত হয়, অথবা (২)=ফিরই ‘বেড়ায়’। তু° রোমনী ‘ফির’। <স্ফুরিত।

ফরিঅ ৪৩ (শা°) ফরিআ ৩০ ফুরিত। <স্ফুরিত।

ফলই *৮ ফল ধরে। <ফলতি।

ফাটই ৪৭=দাঢ়ই।

ফাড়িঅ ৫, **২০, ফাড্ডিঅ ৫ ফাড়া হইল। <স্ফাটিত। তু° রোমনী ‘ফারব’।

ফাল ৪ বিস্তার, বিস্তারিত। <স্ফার।

ফারিউ **৭ ফাড়িলাম?

ফিটঅ ২। খুলিয়া যায়। কর্ম°। তু° সেই ‘ফিট্ট’ (গাথাসপ্তশতী); ‘ফিট্টিবি’ (হেমচন্দ্র ৪০৬, ২)।

ফিটলেসু ২০ (টী°) খালাস হইলাম, গর্ভ মোচন করিলাম। তু° মধ্য° ‘খোলাডাই’ (গর্ভমোচনকারিণী ধাত্রী)।

ফিটিলি ৫০ খুলিয়া গেল, দূর হইল। স্ত্রী°।

ফীটউ ১২ (শা°) মুক্ত হোক, দূর হোক। অনুজ্ঞা। কর্ম°। অবহট্‌ঠ ‘ফিট্টউ’।

ফীটা ৪৭ (শা°) = দাঢ়া।

ফীট্টা ৪৭=দাঢ়া।

ফুটিলা ৫০ ফুটিল। <স্ফুটিত।

ফুড় ৪৬, ৪৭ স্পষ্টভাবে। <স্ফুটম্।

ফুলিআ ৫০, *১৪। দ্র° ফুলিলা।

ফুলিলা ৪১, ৫০, *৪ পুষ্পিত, পুষ্পিত হইল। <ফুল্লিত।

ফুল্ল *১৪ ফুল। তৎ°।

ফুল্লই *৭, *৮ ফুল ধরে।

ফুল্লা *৭। দ্র° ফুল্ল।

ফেটলিউ ২০ গর্ভমোচন হইল। দ্র° ফিটলেসু।

ফেটই ৩০ দূর করে। দ্র° ফিটঅ। প্রাচীন গুজরাটী ‘ফেড়ই’।

বঅণ ৩৯ বচন।

বশণে ৪৫ ঐ। করণ।

বই **১৭ বাহিরে। <বহিঃ।

বইটঠ *৭ উপবিষ্ট।

বইঠা ১ (স°), ২৫ উপবিষ্ট।

বইঠী **১১ ঐ। স্ত্রী।

বইণ ১=বইঠা।

বখানী ২৯, ৩৭ ব্যাখ্যাত। <*ব্যাখ্যানিত।

বখানে ৩৪ ব্যাখ্যান। করণ।<ব্যাখ্যানেন।

বঙ্ক ৩২ (পথের) বাঁক।

বঙ্গাল ৩৩ রাগিনী নাম।

বঙ্গালে ৪৯ (শা°)।

বঙ্গালী ৪৯ বাঙ্গালী, নিঃস্ব, দুর্গত। তু’ নোমনী (ওয়েল্‌শ্‌) ‘বেঙ্গলী জুবেল্‌’ (দুষ্ট স্ত্রীলোক)।

বঙ্গে ৩৯ বঙ্গ অঞ্চলে। অধিকরণ।

বট ২৬=বাট।

বট ২৩ মুর্খ (শিষ্যকে সম্বোধন)। দ্র° বড়।

বট্টই ৭ আছে, থাকে। <বৰ্ততে। অবহট্‌ঠ।

বড় *৭ মূর্খ। দ্র° বট। তু° বঢ় (হেমচন্দ্র ৪২২.১০)।

বড়ারী ২৩ রাগিনীর নাম। দ্র° বরাড়ী।

বড়িআ ১২ বোড়ে, দাবার খুঁটি। <বটিকা।

বড্‌হিল ৩৩=(১) বহিল, অথবা (২) বেড়িল।

বণ ৬, ২৮ বন।

বণা ২৫ (টী°)।

বণিজারা **১৯ বণিক। <বাণিজ্যকারক।

বণ্ট ৩৭=বাণ্ড।

বণ্ডকুরু ৩৭=বণ্ডকুরুণ্ড। দ্র° বাণ্ড-।

বতিশ ১৭, ২৭ বত্রিশ।<দ্বাত্রিংশ(ৎ)।

বতীসেঁ *৯ ঐ। করণ।

বন্ধাবএ ২২ বাঁধায়, বন্ধ করে। <বন্ধাপয়তি।

বপা ৩২ বাবা (শিষ্যকে সম্বোধনে)। অবহট্‌ঠ ‘বপ্‌প’।

বর ৩৯ বরঞ্চ। <বরম্‌।

বরগুরুবঅনে ৪৫ সদ্‌গুরুর উপদেশ।

বরত **১৯ ব্রত।

বরিসঅ ৯ বর্ষণ করে। <বর্ষতি।

বরাডী ২০, ২৩, ২৮, ৩৪ রাগিনীর নাম। দ্র° বড়ারী, বলাড্ডি।

বলআ ৩৮ বলবান্‌।

বলদ ৩৩ বলদ। <বলীবর্দ। তু° বলদ্দ (মৃচ্ছকটিক)।

বলদা ৩৩ (টী°)॥

বলদেঁ, বলন্দেঁ ৩৯ ঐ। করণ।

বলাড্ডি ২৮ দ্র° বরাড়ী।

বলি বলি ৪৬ বার বার। তু° “বলি বলি দীবই তেল সীবঁই” (প্রাচীন গূজরাতি গদ্যসন্দর্ভ)। আধুনিক° বলিহারি।

বলী ৫৯ বলি, শ্রাদ্ধপিণ্ড। তু° “বলি কিজ্জউ” (হেমচন্দ্র ৩২৮.১)।

বসই ৭, ২৮ বাস করে। <বসতি।

বহই ১৪, ২৭ বহে। <বহতি।

বহল ২৬, ৪৫, ঘন বিস্তীর্ণ।

বহিআ ৩৪ (১) বহিঃস্থানের, অথবা (২) পথ ভাঙ্গিয়া। <*বহিক, *বহিত।

বহিআ ৪ প্রবাহিত হইয়া। <*বহিত।

বহিবা ১৪। বহিতে। <*বহিতব্য।

বহিবাণ ১৪ () বহির্বর্ণ, বহিরঙ্গ, অথবা (২)=বহিবা ণ।

বহলি ৩৩ (প্র°) বহা, বহন করা। <*বহিত। দ্র° বড্‌হিল।

বহুড়ই ৮ প্রত্যাবৃত্ত হয়। <ব্যাঘুটতি।

বহুড়ী ২ বধূজন। <*বধূটিকা, বধূটী।

বহুবিহ ৪১, **৭ বহুবিধ।

বাক ২৮ বাক্য।

বাকপথাতীত ৩৭, ৪০।

বাকলঅ ৩ বাকড়ের দ্বারা। করণ।

বাকি ১৭=চাকি।

বাখোড় ৯ হস্তিবন্ধন স্তম্ভ।

বাকু ১৫ (শা°) = বাঙ্গ।

বাঙ্গ ১৫ নদীর বাঁক। তু° বাঙ্ক (সর্বানন্দ)। দ্র° বঙ্ক।

বহিলি **১৬ প্রবাহিত। <*বহিলিক।

বাজ **২০ বজ্রগুরু।

বাজ ৪৯, বজ্র ২৮ বজ্র (পারিভাষিক), অথবা অমোঘ। <বজ্র।

বাজঅ ১৭, বাজএ ১১ বাজায়। <বাদ্যতে।

বাজই **১৪ ঐ।

বাজিল ১৭ বজ্রধর (হেরুক)। অবহট্‌ঠ বজ্জির, বাজির। <*বজ্রিল।

বাজুলে ১৫ বজ্রাচার্য বা বজ্রগুরু কর্তৃক। করণ। <বজ্রকুলেন।

বাঝই ৪৬, বাজ্‌ঝই ৪৬, *১১ বাঁধা পড়ে। কর্ম°। <বাধ্যতে।

বাঝ্‌ঝই ৪৬ (শা°)। ঐ।

বাট ৭ (শা°), ১৫, ৩৮, *৪ পথ। <বর্ত্ম।

বাটঅভঅ ৩৮=বাটত ভয়।

বাটঅ **৯ বাঁটে।

বাটই ৪৫=বাঢ়ই।

বাটত ৩৮ (শা°) পথে। সপ্তমী। দ্র° বাট।

বাটা ৭, ১৫। দ্র° বাট।

বাড়ির ৫০ বেড়াঘেরা স্থান। সম্বন্ধ।

বাড়ী ৫০ ঐ। কর্তা।

বাড্‌হী ৫০=বাড়ী।

বাণ ২১ বর্ণ, রঙ। <বর্ণ।

বাণভকা ৪৩ = বাণ মুকা।

বাণ-মুকা ৪৩ বর্ণমুক্ত। দ্র° মুকা।

বাণে ২৮ বাণের দ্বারা। করণ।

বাণ্ডকুরুণ্ড ৩৭ (টী°) পুরুষাঙ্গ, অণ্ডকোষ।

বাতাবত্তেঁ ৪১ বাত্যাবর্তের দ্বারা। <বাত্যাবর্তেন।

বাধা ৩৪ বন্ধক।

বাধেলি ২৩ যাহা বদ্ধ হইয়াছে। স্ত্রী°। <*বদ্ধলিকা।

বান ২৯ বর্ণ। দ্র° বাণ।

বান্ধ, বান্ধঅ (=বান্ধই) ৩ (মদ) বাঁধে। <*বন্ধয়তি = বধ্নাতি।

বান্ধ ১ বাঁধ, বন্ধন। <বন্ধ।

বান্ধণ ৯, বান্ধন ২১, *১১ বন্ধন।

বান্ধি *৬ বাঁধা, বাঁধিয়া। <*বন্ধিত।

বান্ধি-সূআ ৪১ বন্ধ্যাপুত্র। <বন্ধিকাসুত।

বান্ধী ১৪ বাঁধা হইল। দ্র° বান্ধি।

বাপ ২০ দ্র° বপা।

বাপুড়া ২০ (শা°) = বায়ুড়া।

বাপুড়ী ১০ কাপালিক, নিঃস্ব বেচারা। তু° “কাবালিয় বপ্‌পুড়া” (হেমচন্দ্র ৩৮৭.৬)।

বাব, বাবে, বাবের **১৯ বায়ু, বায়ুতে, বায়ুর। <বাত।

বাম ৫, ৮, ১৪, ১৫, ৩২।

বায়ুড়া ২০ লুপ্ত। <বায়ুপুট।

বারিহিরেঁ ১০=বাহিরেঁ।

বারুণী ৩ মদ। তৎ°।

বাল ১৫ জ্ঞানহীন, মূর্খ, বালক।

বালা বালী **৮ বল্লভ ও প্রেয়সী; বালক বালিকা। বালা< বল্লভ; বালক।

বালাগ ৯, ১৬ কেশাগ্র। <বালাগ্র।

বালি ৫০, বালী ২৮ তরুণী। <বালিকা।

বালুআ-তেলে ৪ বালুকা-তৈলে। করণ।

বাষণা ৪১ বাসনা।

বাস ৩৭ (ভান্তি…) অনুভব করা। অনুজ্ঞা। <বাসয়।

বাসনপুড় ২০ (শা°) =বাসনয়ুড়।

বাসনয়ুড় ২০ বাসনাপুট।

বাসএ **১, অনুভব করে।

বাসসি ১৫ (ভান্তি…) অনুভব কর। বর্তমান। দ্র° বাস।

বাসে ৫০ = বাসেঁ।

বাসেঁ ৫৯ বাঁশ দিয়া। কারণ। <বংশেন।

বাহ ৮, ১৪ বাহু, (নৌকা) চালাও। অনুজ্ঞা। এক°। <বাহয়।

বাহঅ ১৩ বায়, বহন করে। <বাহয়তি।

বাহতু ৮, ১৪ = বাহ তু।

বাহলো ১৪ বাহ লো।

বাহব ৮ বাহিতে। <বাহিতব্য।

বাহবকে ৮= বাহব কে।

বাহবাণ ১৪=দ্ৰ° বহিবাণ।

বাহা ১৫ বহনকারী, বাহু।

বাহাম ২০=চাহমি।

বাহিঅ ১৮ বাহিত।

বাহিউ ৪৯ বাহিত। <বাহিতঃ।

বাহিবা **১৭। (নৌ-) বাহন যোগ্য।

বাহিরেঁ ১০ (টী°)। বাহিরে। করণ।

বাহী ৫ দ্র° বাহিঅ।

বাহুড়ই ৮ প্রত্যাবৃত্ত হয়। দ্র° বহুড়ই।

বাহেল্লী **১৪ বাহিত হইল। স্ত্রী।

বাক্ষ ৪৭ ব্ৰহ্মা।

ব্রাহ্ম ১০ ব্রাহ্মণ।

ব্রাহ্মণ ১০ ব্রাহ্মণ।

বাঁঝে ১০ বন্ধ্যাবস্থায়। করণ, অধিকরণ। <বন্ধ্যা।

বাঁদ্ধিসুআ ৪১-বান্ধি-সুআ।

বি ১, ২২, ৩৮, ৪০, ৪৪, *১১, বী ১৬ সংযোগ-সূচক প্রত্যয়স্থানীয় অব্যয়। <অপি। দ্র° ই।

বিআঅল *৬, বিআএল ৩৩ প্রসব করিল। তু° রোমনী ‘বীঅনো, বীঅন্দো’ “প্রসব করা”।

বিআণ ২০ বিয়ান, প্রসব। <বেদনা। তু° মারাঠী ‘বেণ’। আধুনিক° বিয়ান।

বিআতী ২, **১৩ বিবাহিত স্ত্রী, বধু; নির্লজ্জ (স্ত্রী)। তু° রোমনী ‘বীঅদী জুবেল্‌’ “বিবাহিত স্ত্রীলোক, ‘তরণী বীঅদী’ “নববধূ”। <বিয়াত্রিকা (=বিয়াতিকা।)

বিআপক ৯ ব্যাপক।

বিআপিউ ৯ ব্যাপ্ত। <ব্যাপিতঃ।

বিআর ৩০ বিচার।

বিআরন্তে ২০ বিচার করিতে করিতে। শতৃজাত অসমাপিকা।

বিআলী ২, বিকাল, অবেলা। <*বিকালিক। তু° বিঅলি (হেমচন্দ্র ৩৭৭, ১)।

বিকএ **১০, ১১ বিক্রয় করে। <*বিক্রীয়তি।

বিকণঅ ১০ বিক্রয় করে। <বিক্ৰীণাতি।

বিকসিল *২ বিকশিত। <*বিকশিল্প।

বিকসইসা ৪০ = বি কইসা।

বিকসউ ২৭ বিকসিত হইল। <বিকশিতঃ।

বিগোআ ২০ প্রেমসুখ (?)।

বিচিরলে ৩৩=বিরলে।

বিচুরিল ৪৪ বিচূর্ণ হইল।

বিচ্ছরিল ৪৪ (শা°) বিচূর্ণ হইল। তু° বিছোড়বি হেমচন্দ্র ৪৩৯.৩)।

বিটলিউ ১৮ অশুচীকৃত। <*বিষ্টলিঃ। ত° “রাজভোজনমুচ্ছিষ্টীকরোতি বিট্টালেতি বিধ্বংসেতি” (মহাবস্তু); “অস্পৃশ্যসংসর্গস্য বিট্টালঃ” (হেমচন্দ্র); “উচ্ছিষ্ট খাইয়া চাঁদ হইবে বিটাল” (বংশীদাস, পদ্মপুরাণ)।

বিটাল ৪০-বি টাল।

বিটালন্তি ** ১২ নষ্ট করে। অপ° ‘বিট্টাল’ হইতে নামধাতু।

বিণঠা ৪৪ বিনষ্ট ।

বিণাণ ১৬, বিণানা ২৯, ৩৯, বিনাণা *১১ বিজ্ঞান।

বিণু ৪। দ্র° বিনু। তু° “বিণু সন্তে” (হেমচন্দ্র ৪৪১.২)।

বিদুজন ১৮ বিদ্বজ্জন।

বিদুজণ-লোঅ ১৮ বিদ্বজ্জনেরা।

বিদুনাদ ৪৪ বিন্দুনাদ।

বিদ্যাকরী ৯=অবিদ্যাকরী।

বিনাণী **১৮ বিজ্ঞানী।

বিনু ৪ বিনা। দ্র° বিণু।

বিন্দারঅ ২১ (১) বিদারক, বিঁধ-কারী। <*বিন্ধকারক। অথবা (২) বৃন্দারক “বিলাসী”।

বিন্দু ৩২ পারিভাষিক।

বিন্দুনাদ ৪৪ বিন্দু ও নাদ (পারিভাষিক) চর্যাগীতিতে বিন্দু-নাদের অর্থ “উপায়-গ্রাহকজ্ঞান-বিকল্প”, ও প্রজ্ঞাগ্রাহ্যজ্ঞান-বিকল্প”, অথবা করুণা-শূন্য, অথবা বোধিচিত্ত-খসম, অথবা কুলিশ-কমল। নাথপন্থে বিন্দু শুক্র, আর নাদ সহস্রার কমল যেখানে অনাহত ধ্বনি, বাজে। ব্রাহ্মণ্যমতে নাদবিন্দু হইতেছে চন্দ্রবিন্দু [ঁ] ওঁ-কারের চিহ্ন। এই অর্থ (“দীর্ঘ হূংকারঃ”) চর্যাগীতির বৃত্তিতেও স্বীকৃত।

বিন্ধ, বিন্ধহ ২৮ বিন্ধ কর। অনুজ্ঞা।

বিপখ ১৬ বিপক্ষ। অর্ধ°।

বিপরীতকরণে *১ তু° শিবসংহিতা, “ভূতলে স্বশিরো দত্ত্বা খেলয়েচ্চরণ-দ্বয়ম্। বিপরীতকৃতিশ্চৈষা সর্বতন্ত্রেষু গোপিতা॥”

বিবাহিআ ১৯ বিবাহ করা (বা করিয়া)। <বিবাহিত।

বিবিহ ৯ বিবিধ।

বিমন ৭ দুঃখিত, বিমনা।

বিমুক্কা ৪৬ বিমুক্ত। অপভ্রংশ।

বিম্বাকারে ৩৯ বুদ্‌বুদ্‌ আকারে।

বিরমানন্দ ২৭। পারিভাষিক।

বিলে ৩৩ অল্প লোকে। করণ।

বিরলেঁ ৩৩ (টী°)। ঐ।

বিরহেঁ *৮ বিরহে। করণ।

বিরুআ ৩ চর্যাকর্তার নাম।

বিরুআ ৩৮ চর্যাকর্তার নামান্তর।

বিশেষ ৪৯, বিশেষে ১৯, বিশেসো ২২ পার্থক্য, বিশেষত্ব।

বিরহূ ঈ ইঁন্দ্রে ৩৯

বিরহূ ঈ ছন্দ্রে ৩৯ (শা°)।

বিষমা ১৭, বিষমে ৫০ গুরুতর।

বিষারা ৩০=বি যারা।

বিলক্ষণ ২৭ লক্ষণহীন।

বিলসঅ ৯, বিলসই ১৭, ২৯, ৩৪, ৪২ বিলাস করে। <বিলসতি।

বিলসন্তি ৫০ ঐ। গৌরবে বহু°।

বিশ **১৩ বিংশতি।

বিশঙ্কা ২২ = বি শঙ্কা।

বিশুদ্ধিঁ ৩০ বিশুদ্ধি। করণ।

বিস ২৯ বিষ।

বিসঅ ৩০ বিষয়।

বিসঙ্কা ২২ (শা°)।

বিসন্না ৪২ বিষন্ন।

বিহরএ ১১ বিহার করে। <বিহরতি।

বিহরহুঁ ২৯ (আমি, আমরা) বিহার করি।

বিহরিউ ৩১=বিহলিউ।

বিহল ৩৬ (শা°)।

বিহলিউ ৩১ বিফল বা বিহ্বল করা হইল। <বিফলিত, বিহ্বলিত। তু° ‘বিহলিঅজণ অবভুদ্বরণু” (হেমচন্দ্র ৩৬৪.১)।

বিহণ ৪৪ বিধান, বিহিত।

বিহুন ৩৬ বিহন।

বিহুনে ১৩ (শা°)।

বিহুনে ১৩ (শা°) বিহুন্নে ৩৫ বিনা। দ্র° বিহনি।

বিহূনেঁ ১৩ ঐ।

বীণা ১৭।

বীরনাদে ১১।

বীরা ৪ (শা°), ২০ বীর।

বুজিঅ ১৫ বন্ধ করিয়া।

বুঝ ৩২ বোঝ। অনুজ্ঞা। <*বুধ্য = বুধ্যস্ব।

বুঝঅ ৩৩, বুঝই ৩৭, বুঝএ ২০, বুঝএঁ ২০ (শা°) বোঝে। <বুধ্যতে।

বজ্‌ঝিলে ৩৯ বুঝিলে।

বুঝ্‌ঝিলে ৩৯ (শা°) ঐ।

বুঝতু =বুঝ তু।

বুঝষি ৪১, বুঝসি ১৫ (তুমি) বোঝ। বর্তমান।

বুঝি ২৩, বুঝিঅ ২৭ বুঝা, বুঝিয়া।

বুঝিঅ ১৫, বুঝিআ ১৫, *১২। দ্র° বুঝিঅ।

বুঝিরে ২৩=বুঝি রে।

বুঝিল ৩৫ বোঝা হইল। <*বুধ্যিল্ল।

বুঝিলে ৩৯ বোঝা হইলে। দ্র° বুঝিল।

বুঝ্‌ঝিঅ ৩০= বুঝিঅ।

বুঝ্‌ঝিলে ২৯=বুঁঝিলে।

বুড়ই ১৪ (শা°)=চুড়ই।

বুড়ন্তে ১৬ ডুবিতে ডুবিতে। শতৃজাত অমাপিকা। <অব° ধাতু বুড্ড। তু° বুড্‌ডিবি (হেমচন্দ্র ৪১৫.১)। রোমনী ‘বোল’ “ডুব দেওয়া”।

বুড়িলী ১৪ (শা°) জলমগ্ন, ডুবারি। স্ত্রী। দ্র° চুড়িলী।

বুদ্ধ-নাটক ১৭।

বুধ, বুধা ২৭ জ্ঞানী। <বুদ্ধ, বুধ।

বুধি, বুধী ৩৩ বুদ্ধি।

বুলই ১৪ (স°) ঘুরিয়া বেড়ায়।

বুলথে ১৫=বোলথি।

বুঝই ২৭। দ্র° বুঝই।

বেঅন ৩৬ বেদন।

বেগ ৩৩=বেগে।

বেগে ৩৩ (প্র°) বেগের সহিত। করণ।

বেঙ্গ ৩৩ (টী°) ব্যাঙ।

বেটিল ৬=বেঢ়িল।

বেঢ়িল ৬ বেষ্টিত।

বেণবি ২৫ (টী°) =বেণ বি।

বেণ ২৫ দুই। দ্র° বেণি।

বেণি ১, ৪, ১৬, ১৭, ১৯ বেণী ১৩ বেণি **১৬ দুই। <*দ্বীণি=দ্ধে।

বেন্নি **১৩ দুই।

বেণী ১৩ নৌকা বিশেষ। তু° টী° “মধ্যবেণিকায়াম্‌”।

বেল্টে ৩৩ বাঁটে। তু° বেন্ট (সর্বানন্দ)।

বেবই **২০ <বেদয়তি।

বেম কট ব(অ)ণা ২৫ (টী°) তাঁতে মাদুর বোনা (?)।

বেহক **১৮ বেধ প্রতি। <বেধ।

বেহন ** <বেধন।

বৈরী ৬ শত্রু তৎ°।

বোড়ী ১৪ বুড়ি, পাঁচ গণ্ডা। তু° বোড়িঅ (মৃচ্ছকটিক), বোড্‌ডিঅ (হেমচন্দ্র ৩৩৫.১)।

বোড়ো ৪১ (১) খড়ের মোটা দড়ি, (২) বোড়া সাপ।

বোধ ৪০ নির্বোধ। আধুনিক° বোদা।

বোব ৪০ (টী°) বোবা। তু° বোব্ব (সর্বানন্দ)।

বোলঅ ৬, বোলই ১৮ বলে।

বোলথি ১৫, ২৬, বোলন্তি **১৯ বলেন। গৌরবে বহু°।

বোলবা ৪০ বলা। তব্য-জাত অসমাপিকা।

বোলি ৪০ বলা হইল। নিষ্ঠান্ত অতীত।

বোলী ৪০ (শা°)=বোলি।

বোলো ৪০=বোলী, বোলই (?)।

বোহঅ* ১২ বোঝা যায়। <বোধয়তে।

বোহি ৫, ৩২, বোহী ৪৪ বোধি চরম জ্ঞান (পারিভাষিক)।

বোহএ ** ১৩ জাগায়। <বোধয়তি।

বোহিত **৫ জলযান, জাহাজ। <বহিএ।

ভঅ ৩৮ ভয়।

ভই ৪৭, ভইঅ ১১ ভইআ ৪১ হইল। দ্র° ভই।

ভইঈলা ৭ ভইলা।

ভইম ৪৭ = ভই ম।

ভইল ১৪, ভইল্ল **১২, ভইলা **২, ভইল্লাহু **১৬ হইল, হইলাম। দ্র° ভই।

ভইলী ৫০ ঐ। স্ত্রী°।

ভইলী ৪৯ (আমি) হইলাম।

ভইলে ভইলেঁ ২ হইলে। অসমাপিকা।

ভইলেসি ২০ হইল। প্রথম°। অব°।

ভঈলা ৫ হইল।

ভখঅ ২১ ভক্ষ, খাদ্য। <ভক্ষক।

ভখএ **১০ খায়। <ভক্ষয়তি।

ভাখঅ **১১। ঐ।

ভড়ারা ৪৭ দেবতা, ঠাকুর। <ভট্টারক।

ভণ ৪০, ৪২ বল। অনুজ্ঞা। <ভণ।

ভণঅ ২১, ভণই ১, ৪, ৭, ২৬, ২৭, ২৯, ৩২, ৩৫, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, *৩, *৫, *৭, **১৮ ভণে, বলে। <ভণতি। তু° রোমনী ‘ভন্‌’ “বলা, প্রকাশ করা”।

ভণই ৩৯ (টী°), **৬, **৭, **৮ ভণএ **৭ ঐ।

ভণতি ২২, ভণথি ২০, ভণন্তি ৩, ১৬ ঐ। গৌরবে বহু°।

ভণি ২৯, ভণআ ৩৫ বলা, বলিয়া। <ভণিত।

ভণিব **৬ বলা। ~ন যাই=বলা যায় না। <ভণিতব্য।

ভণ্ডার ৩৬, ৪৭ ভাঁড়ার, কোষাগার। <ভাণ্ডাগার। তু° “বাওন কোটি ভণ্ডার লৈঞা” (জয়ানন্দ, চৈতন্যমঙ্গল)।

ভতারে ২০ পতি। অধিকরণ <*ভর্তার = ভর্তা।

ভতিনি **৭ ভর্ত্রী।

ভন্তি ১৫ (=ভান্তি) ভ্রান্তিতে।

ভব ৭, ২০, ২১, ৪২, ৪৩, ৪৫, *১১ সংসার, দেহধারণ।

ভব-উলোলেঁ ৩৮ সংসার-তরঙ্গে। করণ।

ভব-জলধি ১৩ সংসার-সাগর।

ভব-ণই ৫ ভবনদী।

ভব-নিবাণা ২২, ভব-নির্বাণা ২২ (শা°) সংসারবন্ধন ও মুক্তি।

ভব-নিব্বাণে ১৯, ভব-নির্ব্বাণে ১৯ (শা°)। ঐ।

ভব-বল ১২ সংসারশক্তি, সংসাররূপ। দাবার ঘুঁটি।

ভব-বিন্দারঅ ২১ সংসাররূপ বিঁধ যে করে। দ্র° বিন্দারঅ।

ভব-মত্তা ৫০ সংসারে মত্ত।

ভব-মোহা ৩৯ ভবমোহ।

ভমন্তি ২২, **৪ ভ্রমণ করে। বহু°। <ভ্ৰমন্তি।

ভমরা *২ ভ্রমর।

ভয় ৩১।

ভয়ংকর ১৬।

ভর ২৭, ৩৬ ভরা, পরিপূর্ণ।

ভরল্লি **১৭ (আমি) ভরিলাম।

ভরা ৪৭ দ্র° ভড়ারা।

ভরিতী ৮ ভর্তি। দ্র° ভরিলী।

ভরিলী (প্র°) ৮ ভরা, পূর্ণ। স্ত্রী°।

ভলি ১২, ভল্লি **৩ ভালো। <*ভদ্রিক = ভদ্র। তু° ভলি (হেমচন্দ্র ৩৫৩.১)।

ভাঅ ২ (১) ভীত হয়। <*ভায়তি=বিভেতি। (২) কাপ করে <ভাবয়তি।

ভাইব ২৯ ভাবা হইবে। <*ভাবিতব্য।

ভাইলা ৩২ প্রতিভাত হইল <*ভাতিল্ল।

ভাইলা রে ৫০ কম্পিত হইল— ওরে। দ্র° গড়িল।

ভাক্‌খী **৩ ভক্ষিত।

ভাখঅ **১ খায়।

ভাগতরঙ্গ ৪২=ভাঙ্গতরঙ্গ।

ভাগা **৫, ৭ ভগ্ন।

ভাগেলা ৩৯= ভাঙ্গেল।

ভাঙ্গতরঙ্গ ৪২ তরঙ্গভঙ্গ। তু° রোমনী ‘ফগ্‌’, ‘ফঙ্গ্‌’ “ভাঙ্গা, ভগ্ন হওয়া”।

ভাঙ্গেল ৩৯ ভাঙ্গিল, ভগ্ন হইল। <*ভঙ্গিল্ল।

ভাজই ১৬ ভাগিয়া গেল, ভাগানো হইল। কর্ম°। <ভজ্যতে।

ভাঞ্জীঅ ১০ ভাঙ্গা হইল, ভাঙ্গিয়া, ছেঁড়া হইল, ছিঁড়িয়া। <*ভঞ্জিত= ভগ্ন।

ভাত ৩৩ সিদ্ধ অন্ন, খাদ্য।

ভাদে ৩৫ (টী°) চর্যাকর্তার নাম। <ভদ্রিক।

ভান্তি ১৫, ৩৭ ভান্তী ৪১ ভ্রান্তিতে। করণ, অধিকরণ।

ভাংতিএঁ ৪১ ভ্রান্তিতে। করণ, অধিকরণ।

ভান্তিএঁসো ৪১ (শা°) =ভান্তিএঁ সো।

ভালি ১২ দ্র° ভলি।

ভাব ২৯ অস্তিত্ব।

ভাবাভাব ৯, ৩০, ৪৩ অস্তিত্ব ও নাস্তিত্ব।

ভাবভাববিমুক্কা *৪ ভাবভাবাবিমুক্ত।

ভাবিঅই ২৬ ভাবা হয়। কর্ম°। <ভাব্যতে।

ভাবে ৩৫ (ছত্র ৯)। দ্র° ভাদে।

ভাভরিআলী ১৪ নাগরীপনা, ছেনালি। তু° মধ্য° ভাবকালি।

ভাসই **৫ ভাসে।

ভিড়ি (স°) ১ দৃঢ়ভাবে, অঙ্গে অঙ্গ চাপিয়া। তু° “জই ভিড়ি বিসঅ রমন্ত ন মুচ্চই” (সরহ, দোহাকোষ)।

ভিণ ১৫=তিল।

ভিতি ১ নিকটে, পাশে। <ভিত্তি। দ্র° ভিড়ি।

ভিন্না ৭ ভিন্ন, পৃথক্‌।

ভুঅঙ্গ ২৮ নাগর, প্রেমিক। <ভুজঙ্গ।

ভুঅণ ১৮ ভুবন।

ভুঅণে ৩৪ ঐ। করণ, অধিকরণ।

ভুকু ৬=ভুসুকু।

ভুজঙ্গ ২৮ দ্র° ভুঅঙ্গ।

ভুঞ্জই ৩৪, *১১ ভোগ করে। <*ভুঞ্জতি =ভুঙক্তে।

ভুজ্ঞহুঁ **১৪ আমি ভোগ করি।

ভুল্লা *৭ ভুল।

ভুসু ৪৯*=ভুসুকু।

ভুসুকু ৬, ২১, ২৩, ২৭, ৩০, ৪১, ৪৩, ৪৯ চর্যাকতার নাম। ভুসুখ, ভুসুক <ভূত-সূক্ষ্ম (=তন্মাত্র)।

ভুসুকুতারা ৫৫ ভুসুকুরূপ তারা।

ভুঅ **১৫ (পঞ্চ) ভূত।

ভেউ ৪৯ রহস্য, তত্ত্ব। <ভেদ।

ভেড় ৪৯=ভেউ।

ভেব ৪৫ দ্র° ভেউ।

ভেবউ ন ৪৫ = ভেব নউ।

ভেলা ২৩ হইল। দ্র° ভইলা।

ভেলা ১৫ লঘু নৌযান।

ভেলা ৫০= ভোলা।

ভৈরবী ১২, ১৬, ১৯, ৩৮ রাগিনীর নাম।

ভো ২ সম্বোধনে।

ভোল ৩৭ (মা…) ভুলে। অনুজ্ঞা।

ভোলা ৫০ বিহ্বল।

ম ১০, ১৩, ২৫, ৩৯, ৪৭, **১৭ (=মই, মো) আমি, আমার, আমার দ্বারা।

ম ৫=মা (নিষেধ)।

মঅগল ৯ মদগল, মদক্ষরণ।

মঅলেঁ ২২ মরিলে। তু° রোমনী ‘মুলো’ “মৃত ব্যক্তি, ভূত”।

মই ১৬, ১৮, ২৭, ৩০, ৩৫, ৩৬, ৩৯, মবি **৩ আমার দ্বারা, আমি। <ময়া।

মইঅ গিঅলী্‌ ৪৭ (প্র°)।

মইলেঁ ৪৯ দ্র° মঅলেঁ।

মউলিল ২৮ মুকুলিত হইল।

মএল ২৩। মৃত। <*মৃতিল্ল। তু° আধুনিক° ‘মোল’ (একরকম দৌড়ঝাঁপ খেলায় পরাজিত, যেন মৃত বলিয়া গণ্য হয় অর্থাৎ খেলায় সে আর যোগ দিতে পারে না)। দ্র° মঅলেঁ।

মকুঁ ৩৫ আমার। = মোক? মঞি **১২ আমি।

মচাড়িইউ ১২ মোচড়ানো হইল (?)।

মঝ ১৩ মাঝ। <মধ্য।

মঝেঁ ২, ৪ মাঝখানে। করণ, অধিকরণ।

মঞি **১২ আমি।

মণ ১৯, ৩১, ৩৮, ৪৫ মন।

মণ-গোএর ৪০ দ্র° মনগোচর।

মণা ৪৬ (টী°) মন।

মণুস **১২ মনুষ্য।

মন-রঅণা ৪৩ (শা°) মনোরত্ন, পরিশুদ্ধ চিত্ত বা বোধিচিত্ত (পারিভাষিক)।

মণিমূলে ৪।

মতিএঁ ১২ মন্ত্রীর দ্বারা, মন্ত্রণার দ্বারা, বুদ্ধির দ্বারা। করণ। <মন্ত্রী, মতি।

মনগোচর ৪০।

মনুস **১২ মানুষ।

মন্তেঁ ৩৪ মন্ত্রের দ্বারা। করণ।

মঠাণেঁ **১০ (দধি) মন্থন। করণ। <*মন্থাপন, *মস্ত্বাপন।

মরণ ২২।

মরণঅঅণা ৪৩ মরণ ও জীবজন্ম (?) <মরণ-অয়ন।

মরাডিইউ ১২ দ্র° মচাডিইউ।

মরিঅই, মরিআই ১ মারা পড়ে। <*মর্যত্রে=ম্রিয়তে।

মশানেঁ **৮ বধ্যস্থানে। <শ্মশান।

মরিল ৫০, মৃত, মৃত হইল। দ্র° মইল।

মরুমরীচি ৪১ মরুভূমির মরীচিকা।

মরে ৩৯=ম রে।

মল্লারী ৩০, ৩৫, ৪৪, ৪৫, ৪৯ রাগিনীর। নাম।

মহাতরু ৪৩।

মহানেহে ৪৯ পরম স্নেহে।

মহামুদেরী ৩৭ মহামুদ্রার (পারিভাষিক)। সম্বন্ধ, স্ত্রী°।

মহারসপানে ১৬। করণ।

মহাসিদ্ধি ১৫।

মহাসুখ ২৮। করণ, অধিকরণ।

মহাসুখ ১ মহাসুখ (পারিভাষিক)। কর্ম।

মহাসুখ-নীড়ে ১৮ মহাসুখনীড়ে। করণ, অধিকরণ।

মহাসুখসঙ্গা (শা°) ৮ মহাসুখের সঙ্গ (বা সাঁগা)।

মহাসুখস্বঙ্গা ৮ ঐ।

মহাসুখ-লীড়ে ১৮ ঐ।

মহাসুখলীলে ১৮, ২৭ মহাসুখলীলায়।

মহাসুহ-লোলেঁ ২৭ মহাসুখলোলুপতায়। করণ।

মহাসুহে ২৮, ৩৪, ৪৯, ৫০, মহাসুহেঁ ৫০ মহাসুখে। করণ, অধিকরণ।

মহাসুহে ৪৮ (শা°)। দ্র° মহানেহে।

মহিকে ৮=নাহি কে?

মহিণ্ডা, মহিত্তা ১৬ চর্যাকর্তার নাম। =মহিস্তা?

মহীধর ১৬ (টী°)ঐ।

মা ৫, ১২, ২৮, ৩২, ৩৭, ৪১, ৪২ নিষেধে। অবহট্‌ঠ। রোমনী।

মাআ ১৩, ৪৬ মায়া।

মাআ ১১ মা, মাতা।

মাআ-জাল ১৩, ২৩ মায়াজাল।

মাআ-মোহা ১৫, ৫০ মায়ামোহ।

মাআ-হরিণী ২৩ মায়াহরিণী।

মাউগ **১২ ভার্যা।

মাগ ১৪, *১২, মার্গ, পথ।

মাগঅই ২=মগই।

মাগই (শা°) ২ মাগে, খোঁজে। <*মার্গতি।

মাগা ৮ দ্র° মাঙ্গা।

মাগে ২৭ দ্র° মাঙ্গে।

মাঙ্গত ৮ নৌকার গলুই? মাস্তুল? মালুমমাঠ? <মার্গ। অধিকরণ।

মাঙ্গা ৮ ঐ।

মাঙ্গে ১৩, ১৪ ঐ। অধিকরণ। তু° রোমনী ‘মস্কে’ “অগ্রে, সম্মুখে”।

মাচ্ছ, মাচ্ছা **৩ মাছ। <মৎস্যক।

মাঝ ১৩ মধ্য।

মাঝ-নিবরাহে ৪৪ মধ্যনিরোধে। করণ।

মাঝেঁ ২, ৪, ৫, ১৪, ১৮, ৩০, ৪২, ৪৭ মাঝখানে। করণ, অধিকরণ। দ্র° মঝেঁ।

মাঝে রে ১৪=মাঝেঁ রে।

মাণই ৪৫ মানে। <মানয়তি, মন্যতে।

মাঠই **২০ = নাচই?

মাণা ৪৬ দ্র° মণা।

মাণী ৩৪ স্বীকৃত। <মানিত।

মাণ্ডল চাকা **৬ মণ্ডলচক্র।

মাণ্ডলরাজ **১৩ মণ্ডল-আধিপত্য।

মাতঙ্গী ১৪ ডোম্‌নী।

মাতেল ১৬, মাতেলা ৫০ মত্ত, মদমত্ত। <*মত্তিল্ল।

মাদলা ১৯ মাদল, মৃদঙ্গ। <মর্দল।

মাদেসি ১২ (শা°) মাত কর (?)। বর্তমান। <মর্দয়সি।

মাদেসিরে ১২ (=মা দেসি রে) ওরে দিস না।

মান ** ১২ মানব।

মান্থঅ **১০ মহন করে। <মন্থয়তি (=মথ্‌নাতি)।

মাপা **৫ পরিমাণ?

মার ১৬ মৃত্যু ও প্রলোভনের দেবতা (বৌদ্ধসাহিত্যে)।

মার ২১ ধ্বংস কর। অনুজ্ঞা। <মারয়।

মার ২৬ দ্র° দুই-আর।

মারঅ **৩ মারে।

মারমি ১০ মারি। বর্তমান। উত্তম°। <মারয়ামি। অবহট্‌ঠ।

মাররে ২১=মার রে।

মারি ১১ (টী°)। দ্র° মারিঅ।

মারিঅ, মারিআ ১১ মারা হইল, মারিয়া। <মারিত।

মারিল ৫২=মরিল।

মারিহ ২৩ মারিও। ভবিষ্যৎ অনুজ্ঞা। <মারয়িষ্যসি।

মারিহসি ২৩ (শা°)। ঐ।

মারিহসে ২৩। =মারিহ সে।

মারী ১১ দ্র° মারিঅ।

মালশী ৩৯, ৪০ রাগিনীর নাম।

মালা ৪০ জপমালা।

মালী ১০, ২৮ কণ্ঠমালা। <মালিকা।

মাসং ৪৪=মাঝেঁ।

মাহো ৪৪=মা হো। অত্যন্ত নিষেধ।

মাংসেঁ ৬ মাংসের জন্য। করণ।

মাঁসেঁ ২৩ ঐ।

মিঅলী ৪৭ কাতর হইলাম। (?)।

মিচ্ছা ২৯ মিথ্যা।

মিছে ১২ মিছামিছি। করণ।

মিলি ৮ মিলিত হইয়া, অথবা ছাড়িয়া। দ্র° মেলি।

মিলিআ ৪৪ (শা°) ঐ।

মিলিত্তা ৪৪ মিলিত। অর্ধ°।

মীলি **১৩ মিলিত।

মুকল ৩২ মুক্ত, সমাধা। দ্র° মুকা। তু° রোমনী ‘মুক্‌লো’ “পরিত্যক্ত”।

মূকল **২০। দ্র° মুকল।

মুকা ৪৩ মুক্ত। <*মুক্ব (তু° পক্ব)। তু° রোমনী ‘মুক’ “ছাড়িয়া দেওয়া”।

মূচঅ **৯ মুক্ত অর্থাৎ পরিত্যক্ত হয় না। <মূচ্যতে।

মুচ্চউ *১৪ মুক্ত হইতে পারে। কর্ম°। <*মুচ্যুত = মুচ্যতাম্।

মুণন্তে ৩০ মনন করিলে। <*মুনন্ত।

মুণহু **৫ জান। অনুজ্ঞা।

মণিঅ ১৭, মুণিআ ১৩ চিন্তিত, ভাবিয়া ঠিক করা। অতীত কর্ম°। <*মুনিত। তু° “এবং মণে মুণি সরহেঁ গাহিউ” (সরহ, দোহাকোষ)। “বরগিরি সিহর উতুঙ্গ মুণি সবরে জহিঁ কিঅ বাস” (কাহ্ন, দোহাকোষ)।

মুণেআ ১৭=মুণিআ।

মুনেন্ত **৬ জানিয়া। শতৃ° অস°।

মুত্তি-হার ১১ মুক্তাহার। <মৌক্তিক-।

মুদিল **১৯ বন্ধ। =মুদ্রিত।

মুসা ২১ মূষিক। <মূষক।

মুসাএর ২১ ঐ। সম্বন্ধ।

মুহ ৪ মুখ।

মূটা ৬-মূঢ়া।

মুঢ় ৪৫, মূঢ়া ১৫, ৪২, মূঢ়ো *১৩ নির্বোধ, মূর্খ।

মূঢ়-হিঅহি ৬ মৃঢ়হৃদয়ে।

মূল ২০, ৪৫।

মেরি ৫০ আমার। সম্বন্ধ। স্ত্রী°।

মেল ৩৮ মিলিত হও; ত্যাগ কর।

মেলঈ ১৮ ত্যাগ করে। তু° “মেল্লই নীসাসু” (হেমচন্দ্র ৪৩০.১)

মেলাণা *১১ মুক্তি, ত্যাগ। তু° মধ্য° মেলানি (বিদায় অর্থে)।

মেলি ৬ পরিত্যক্ত। তু° মিল্লিবি (পাহুড়দোহা)। প্রাচীন গুজরাটী ‘মেহিলউ।’

মেলি ৩৮ বিদায়; মিলন; সাথী। তু° রোমনী ‘মেলো, মেল; মেলী’ (স্ত্রী°)।

মেলিলি ৮ পরিত্যক্ত। স্ত্রী°।

মেলে ২৭ মেলায়, সমবায়ে। করণ। <°মেলকেন।

মেল্লঅ **১ মিলিত হয়।

মেহ ৩০ মেঘ।

মেহলি **১২, **১৬ গৃহকর্ত্রী। <*মেহলিকা (<মেহল) = মেহনা ‘গমনযোগ্য নারী’।

মেহেরী ১৩ অন্তঃপুর, মহিলা-মহল। বিদেশী শব্দজাত। তু° আবেন্তীয় মএথন, ফারসী মেহন্।

মো ৭, ৩৮ আমার। <মম। দ্র° ম।

মোঅ ৪৬ (স°) =মোহ?

মোএ ১০ আমার দ্বারা। <ময়া। দ্র° মই।

মোড়িঅ ১৬ ভাঙ্গা হইল। <মর্দিতম। তু° “খুন্টমোড়কে ণাম দুট্‌ঠহথ্থী” (মৃচ্ছকটিক), “পুনু ডালণং মোড়ন্তি” (হেমচন্দ্র ৪৪৫.৩১)।

মোড়িউ, মোড্‌ডিউ ঐ। <মর্দিতঃ।

মোদ ৪৬=মোহ। অথবা, বাসনা।

মোর ২০, ৩৩, ৪৯ আমার। দ্র° মোরি।

মোরঙ্গি ২৮ ময়ূরপুচ্ছ। <ময়ূরাঙ্গিক।

মোরি ৩৬। আমার। স্ত্রী°। দ্র° মোর, মেরি।

মোলাণ ১০ পদ্মডাঁটা। <মৃণাল।

মোহ ১১।

মোহ-কখু ৩৫ (শা°) মোহকক্ষ।

মোহ লখু (টী°)= মোহ (‘আমাকে’) লখু (‘লক্ষ্য’) ৩৫।

মোহতরু ৫।

মোহবিমুক্কা ৪৬ মোহবিমুক্ত।

মোহভণ্ডার ৩৬ মোহভাণ্ডার।

মোহিঅহি ৭=মো হিঅহি।

মোহে ৩৫, ৪৬। করণ, অধিকরণ।

মোহারো ৩৯=মোহা রে।

মোহেরা ৩৪ মোহের। সম্বন্ধ।

মোহোর ২০ আমার। তু° মোর।

যৎপুণাহি ৪৩=জাসু নাহি।

যাই ১০ যায়। <যাতি।

যাইসো ১০=যাই সো।

যে ২২ যে। <যেভিঃ।

যে যে ২২ (টী°)।

যোইনি ৪ যোগিনী।

যোইনী ২৭ ঐ।

যোইআ ১৪ (প্র°) দ্র° জোইআ।

যোগী ১১।

রঅণ ৯, ৪০ দ্র° রত্ন।

রঅণফু ২৭।

রঅ-ঘরি **২০ রতগৃহে।

রণহু ২৭ (শা°)। রত্নহেতু। অপাদান।

রএণি ১৯ রজনী।

রচি ২২ রচনা করিয়া। <রচিত।

রজিঅ **৯ রাজিত।

রত্ত ১৯ অনুরক্ত। <রক্ত।

রথে ১৪।

রমহু **৯ রমণ করুক।

রবি ১১, ১৬, ৩২ সূর্য (পারিভাষিক)।

রবিশশি *১, -শশী ১১। পারিভাষিক।

রস ১৩।

রসরসানেরে ২২ রসরসায়নের জন্য। গৌণকর্ম।

রহই ৩৬ রহে। দ্র° রাহঅ।

রহিঅ **৪ রহিত।

রাঅ, রাআ ৩৪ রাজা, সম্ভ্রান্ত ব্যক্তি। তু° রোমনী ‘রই’।

রাউতু ৪১, ৪৩ অশ্বারোহী যোদ্ধা। এখানে চর্যাকর্তার উপাধি বা পদবী। <রাজপুত্র।

রাউল **১৩। বড়কর্তা। <রাজকুল।

রাঊলে ৩৫ রাউলের দ্বারা। <রাজকুল। দ্র° রাজুলে। তু° রোমনী ‘রব্‌লো, ‘রবলো রই’ “সম্রান্ত ভদ্রলোক, প্রিন্‌স”।

রাক্‌খী ৩ রক্ষিত।

রাগ ১১ অনুরাগ।

রাজপথ-কণ্ঢারা ১৫ দ্র° কণ্ঢারা।

রাজসাপ ১১ রঞ্জুকে সর্পভ্রম। <রজ্জ্বসর্প।

রাজই ৩১ বিরাজ করে। <রজতে।

রাতা **৪ অনুরক্ত। <রক্তক।

রাতি ২, ২৮ রাত্রি। রোমনী ‘রৎ, রাতি’।

রামক্রী ১৫, ৫০ রাগিনীর নাম। আধুনিক° রামকিরি, রামগিরি, রামকেলি।

রাজুলে ৩৫ (শা°)।

রাবুলে ৩৫। দ্র° রাউলে।

রাহঅ ৩৬=রহই।

রাহুএঁ **২ রাহুর দ্বারা।

রিসঅ ৯ প্রেম করে। তু° “টুনা চটক বাজ-সঞো রেসল দূতী অইসন ভাষ” (বিদ্যাপতি, সুভদ্র ঝা সংস্করণ, পদসংখ্যা ৮৪)।

রুঅ ২৬ রূপ; রোয়া (=কোষ)।

রুঅ ৪৯ রূপা। <রূপ।

রুখের ২ গাছের। সম্বন্ধ<বৃক্ষ। রোমনী ‘রুখ্‌’।

রুণা ১৭ করুণ, করুণভাবে। <রুগ্‌ণ।

রুন্ধেলা ৭ রোধ করা হইল। <*রুন্ধিল্ল। তু° “মার্গু…রুন্ধবিউ” প্রাচীন গূজরাতী গদ্যসন্দর্ভ)।

রূপা ৮ রৌপ্য। রোমনী ‘রূপ্‌’।

রূপে **১৫, ১৭ রূপায়।

রূব ২৯ রূপ।

রে ১, ১২, ১৭, ১৫ ইত্যাদি। সম্বোধনে।

রেবই ১৪ দেখা যায়, শোভা পায়। তু° রেহই (গাথাসপ্তশতী)।

রোষে ২৮ ক্রোধে। করণ, অধিকরণ।

লঅ ৩৮ ছত্র ৯ (টী°)। দ্র° লই।

লই ২৯, ৩৬ (প্র°), ৩৮, ৪৭, **৮ লইয়া (করণের বা গৌণ কর্মের অনুসর্গের মতো ব্যবহৃত)। <*লভিত=লব্ধ।

লইঅ ১১, লইআ ২৮, ৩৫, ৪৯, ৫০। **১১, ১৪ লওয়া হইল, লইয়া। দ্র° লই।

লইল্লাহু **১৬ লইলাম।

লক্‌খ ৩৪ লক্ষ্য।

লক্‌খন ১৫ লক্ষণ।

লড় ৪২ (শা°) দুগ্ধের মধ্যে বিদ্যমান স্নেহপদার্থ। দ্র° নড়ণ।

লধা ৩৪ লব্ধ, প্রতিষ্ঠিত। <লব্ধক।

লবএ ১১ লয়, নেওয়া হয়। কর্ম°। <লভ্যতে।

লাইঅ ১১=লইঅ।

লাইউ **৪ নেওয়া হইল।

লাউ ১৭ লাউ, একতারার খোল। <অলাবু।

লাখ **১৮ লক্ষ্য।

লাখক **১৫ লক্ষ্যের।

লাখণ **১৫, ১৮ লক্ষণ।

লাগ ১০=লাঙ্গ।

লাগা **৫ লগ্ন।

লাগি ১৬ লাগিয়া, নিমিত্ত । <*লগ্নিত। দ্র° লই।

লাগিরে ১৬=লাগি রে।

লাগেণা ২৯ (শা°)=ন জাণা।

লাগেলি ১৬, ১৭, ৪৭ লাগেলী ২৮ লাগিল। স্ত্রী°। দ্র° লাগি।

লাঙ্ক ৩২ লঙ্কা, দূরদেশ।

লাঙ্গ ১০, লাঙ্গা ৩৬, **১৩ উলঙ্গ, নাঙ্গা, নাগা সন্ন্যাসী। তু° রোমনী ‘নঙো’।

লাজ্জ **১৩ লজ্জা।

লাড়ীডোম্‌বী পাদ ১০ (টী°) চর্যাকর্তার নাম।

লাব **১৭=মলবা <মলাপগত।

লাম্বল **১২ দ্র° লাম্বী।

লাম্বী ** ৮ নামিয়াছে। <লম্বিত।

লাহু ১=লেহু।

লীড়েঁ ১৮ <লীলয়া+নীড়েন।

লীলে ১৪, ১৮ (টী°), লীলেঁ ২৭ লীলায় অনায়াসে। করণ।

লুই ৩৬=লই।

লুই ১, ২৯, ৩৪, লুঈ ২৯ চর্যাকর্তার নাম।

লুড়িউ ৪৯ লুণ্ঠিত হইল। <লুন্ঠিতঃ। রোমনী ‘লুর্‌’ “লুট করা”।

লূয়ী, লুই ১, ২৯, ৩৪ লুয়ী ৩৪ (টী°) দ্র° লুই। <লুতিক (“বিচ্ছিন্ন”); লুক্ষ (“কর্কশ”); *লোহিক (“দৃঢ়কায়”)।

লেই, লেঈ ১৪ লয়। <*লয়তি।

লেঙ্গুরে ৪৭=লেহুঁ রে।

লেপন ৪ লেপা, লেপন।

লেপ ন (শা°) ৪।

লেপি চিউ ১৭=কলে চাপিউ।

লেমি ১০ (আমি) লই। দ্র° লেই। অবহট্‌ঠ।

লেলী ৪৯ গৃহীত হইল। স্ত্রী°। দ্র° লইঅ।

লেহু, ১, ৩২ লও। অনুজ্ঞা। মধ্যম।

লেহুঁ ১২, ৪৭ লই। উত্তম।

লেহুঁ রে ৪৭ (আমি) নিই—ওরে।

লো ১০, ১৮ নারী সম্বোধনে।

লোঅ, ৫, ১৮, ২২, ৪২, ৪৬ লোক; বহুবচনবাচক। <লোক। তু° হেমচন্দ্র ৪৩৮. ২, ৪৪২.২।

লোঅর *১১ লোকের, সাধারণ ব্যক্তির। সম্বন্ধ।

লোআচার ৩১ লোকাচার।

লোউ ৩২ (শা°)=লোড়।

লোড় ৩২। অন্বেষণ কর। অনুজ্ঞা।

লোড়িব ২৮ খোঁজা হইবে। কর্ম°। তব্যজাত ক্রিয়া। তু° “বাহিরে গই ভত্তারহ লোড়ই” (সরহ, দোহাকোষ)।

লোহি-পসাআ *২ লুইয়ের প্রসাদে।

লোহ্না ৪১ নোনা, মলিন।

শঙ্কা ৩৭ (শা°)।

শরসন্ধানে ২৮। করণ।

শবরা ৫০, শবরো ২৮, ৫০, *৮ শবর, পারিভাষিক অর্থে—বজ্রধর ভগবান্‌ হেরুক।

শবরি ৫০ শবর-নারী, পারিভাষিক অর্থে—জ্ঞানমুদ্রা ভগবতী নৈরাত্ম্যা।

শবরী ২৬, ৪৬ রাগিনীর নাম। আধুনিক° শৌরী, আশাবরী।

শশহরো ২৭ চন্দ্র (পারিভাষিক) <শশধর।

শশিমণ্ডল ৩২ দ্র° শশী।

শশী ১১ পারিভাষিক। দ্র° আলি কালি।

শাখি ৩৬ সাক্ষী।

শাথি ৩৬ (শাঃ, প্র°) সাথী। <সার্থিক।

শান্তি ১৫, ২৬, *৫, *৭, শান্তী *৪, ৫৬, চর্যাকর্তার নাম।

শালী ১১ শ্যালিকা।

শাসন ৪৭ ভূমিদানপট্ট।

শাসু ১১ শাশুড়ী, অথবা শ্বাস। <শ্বশূ; শ্বাস। দ্র° সাসু।

শিআলী ৫০ শৃগাল। স্ত্রী°।

শীবরী ১৬=শবরী (রাগিনী)।

শুণ্ডিণী ৩ (টী°) শৌণ্ডিকভার্যা, শুঁড়িগিন্নী; মদ চোলাইয়ের বকযন্ত্র। <শৌণ্ডিক, শুণ্ডিনী।

শুণ্ডিনিণী ৩। দ্র° শুণ্ডিণী।

শুণন্তে ৩০ (শা°) শুনিতে।

শুণ ২৬, ৪২ শূন ৩৫ শূন (পারিভাষিক)।

শূণ-মেহেরী, মেহেলী ১৩ শূন্যরূপ মহিলামহল। দ্র° মেহেরী।

শূনমে হেরী ১৩ (শা°)=শূন-মেহেরী।

শূনে ৪২ শূন্যের সহিত। <শূন্যেন।

শূন্য ১৫।

শূন্যতাধ্বনি ১৭।

ষঅ ৩৮ (=বিষম) বিষয়।

ষবরালী ৫০ (শা°) শবরগিরি। <*শবরকারিক)। দ্র° যবসলী।

ষব ৫০ সব।

ষবসলী ৫০ দারুণ দুঃখ। তু° “সবসলি লাগে মোর কানের কুণ্ডল।” (শ্রীকৃষ্ণকীর্তন); “স্নান দেবার্চনা মোর সব লাগে সলি” (জয়ানন্দ, চৈতন্যমঙ্গল)। <*সর্বশল্যক।

ষম ৩৩ সম, সঙ্গে।

ষষহর ২৭ শশধর (পারিভাষিক)।

ষহজে ২৭ সহজাবস্থায়। করণ, অধিকারণ।

ষামায় ৩৩ প্রবেশ করে। <সমায়াতি।

ষারা ৩০ সার।

ষারে ৩১ যথার্থই। করণ। <সারেণ।

ষিআলা ৩৩ শৃগাল। পু°। দ্র° শিআলী।

ষিঞ্চহুঁ ৪৭ সিঁচিয়া ফেলি। বর্তমান। উত্তম।

ষিহে, ষিহেঁ ৩৩ সিংহের সহিত।

<সিংহেন।

ষুকড় ৫০ চমৎকার। <সুকৃত। দ্র° কট।

ষে ৩৬, ৫০ দ্র° সে।

ষেহে ২৬ সেও (?)।

ষো ৩৩ দ্র° সো।

ষোহই ৪৬ শোভা পায়। <শোভতে।

ষোহিঅ ৩৬ শোধিত, শোধিত করিয়া।

স ৩৬, ৫৯ দ্র° সো।

স ডুলী (শা°) ৩=ঘড়ুলী।

সঅ ৫৬ সহ। দ্র° সম। <স্বক।

সঅ-সম্বেঅণ ১৫ স্ব-সংবেদন (স্বয়ম্ভুয়মান নির্বিকল্প মহাসুখ)।

সঅল ১, ৯, ১৮, ৩১, ৩৬, ৪৪ সঅলা ৩৬, ৪১, ৪৩ সকল।

সঅলানুত্তর ৩৪ সকল-অনুত্তর।

সআণ **১৯ সজ্ঞান।

সইআঁ ২৬=লইআ?

সএল ১৬, ১৮ দ্র° সঅল।

সএঁ-সঁবেঅণ ২৬, দ্র° সঅ-সম্বেঅণ।

সগাঅ ৪=সমাই।

সগুণ ৫০ শকুনি। অর্ধ°।

সংকেলিউ ১৫ সংক্ষিপ্তভাবে। <সংকেত+সংকলিত।

সঙ্গে ১৯।

সংঘারা ২০ সংহার।

সচরাচর ২০ চরাচর সমেত।

সড়ি ৪৫ খিন্ন, ক্লান্ত (?)।

সদভাবে ১০ সদ্‌ভাবে।

সদ্‌গুরুপাঅ-পএ, -পএঁ ১৪ সদ্‌গুরুচরণ প্রসাদে। করণ।

সদ্‌গুরুপাব ৪১ সদ্‌গুরুচরণ।

সদ্‌গুরু-বঅণে ৩৪ সদ্‌গুরুবচনে।

সদ্‌গুরু-বোহে ২১, -বোহেঁ ১২, ২৩, ৩৫ সদ্‌গুরুবোধে। করণ।

সনাইড় ২ (১) =সমাইউ (প্রবিষ্ট), অথবা, জানান দিল (<সংজ্ঞাপিতম্‌)।

সন্তাপে ১৪। করণ, অধিকরণ।

সংতুঠী **৮ খুশি। স্ত্রী। <*সন্তুষ্টিক।

সন্তারে ৩৭ নদী-পারাপার কার্যে। তু° “সন্তার দেই” (প্রাকৃত-পৈঙ্গল)।

সপর-বিভাগা ৩৬ আত্মপরভেদজ্ঞান। <স্ব+।

সবরী ২৮ দ্র° শবরী।

সবরো ২৮, ৫০ দ্র° সবর।

সভাব ৪৩ স্বভাব।

সম ১০ সহিত। <সম্‌ম।

সমতাজোএঁ ৪৭ সমতাযোগে। করণ সমতাযোগের পারিভাষিক রবিশশীর অর্থাৎ প্রজ্ঞা ও উপায়ের মিলন।

সমতুলা ৫০ সমতুল্য।

সমন-ভতারে ২০ শ্ৰমণ যাহার পতি।

সমরস-সান্ধি ১৭ সমরস সন্ধি (পারিভাষিক)। শূন্যতা-করুণার অভেদ মিলনই সমরস সহজাবস্থা। ভাবাভাববর্জিত, “শাশ্বতোহসৌ আনন্দরূপঃ সংকল্পমাত্রঃ।”

সমরসে ৪৩। করণ, অধিকরণ।

সমাঅ ৪০ সমায় (শা°) (=সমাই) প্রবেশ করে। <সমায়াতি।

সমাইউ ২ প্রবিষ্ট। <সমায়াত।

সমানা ৪৭ সমান।

সমাধি-কপাট ২১ সমাধি-দ্বার।

সমাহিঅ ১ (শা°) সমাধা করা হইল, সমাধা করিয়া। <*সমাধিত।

সমুদ-সাএর **১৯ সমুদ্র-সাগর।

সমুদা ১৫ সমুদ্রের। <সমুদ্রস্য।

সমুদারে ১৫=সমুদা রে।

সমুদে, ৩৫। সমুদ্রে। অধিকরণ।

সংপুন্না ৪২ সংপূর্ণ।

সংবোধিঅ ৪০ উপদিষ্ট। <সংবোধিত।

সংবোহী ৪০ সংবোধি (পারিভাষিক)। করণ, অধিকরণ।

সংবোহেঁ ২৯ সংবোধে, উপদেশে। করণ।

সরঅ ৪ সকল। <সর্ব।

সরবর ১০ সরোবর।

সর-সন্ধানেঁ ২৮ শরসন্ধানে। করণ।

সরহ ২২, ৩২, ৩৮, ৩৯ চর্যাকর্তার নাম এই অসাধারণ নামটি ধম্মিল্লহিণ্ডীতে আছে। সেখানে সরহ এক ধার্মিক ব্যাধ। <সলভ; সরঘ(“মৌমাছি”)।

সরি **৯ স্বরে, স্বরেণ।

সরুঅ-বিআরেঁতে ১৫ স্বরূপবিচারে। করণ।

সরুঅ-বহিঅ **৪। <স্বরূপরহিত।

সরুঅ **৫, **৭ ব্যক্তিনাম। <স্বরূপ।

সরুঅ **৮, **৯ সূক্ষ্ম বস্ত্র। <সুরূপ।

সরুই ৩ সূক্ষ্ম-ই।

সরূএ **৪ সাক্ষাৎ। <স্বরূপেণ।

সর্ব ৩৫, ৪৪।

সর্বই ৩৫=সর্ব-ই।

সলী ৫০ ঝঞ্জাট, দুঃখ। <শল্য। তু <sup>০</sup> “স্নানদেবার্চন মোর সব লাগে সলি” (জয়ানন্দ চৈতন্যমঙ্গল)।

সসর ৪১=সসরু।

সসরু ৪১ খরগোস। <শশরূপ। শশারু।

সসহর ১৮, ২৭, ৪৭ (টী°) শশধর (পারিভাষিক অর্থে—বোধিচিত্ত বা শুক্র)।

সসি ১৭ দ্র° শশী।

সসুরা (টী°) শ্বশুর। তু° “সসুরার বাদে হৈতে ঘরগারি গেল” (বিষ্ণুপাল, মনসামঙ্গল)।

সহষলি ৪৭=সসহর।

সহজ ৩৭, ৪০, ৪৩ পারিভাষিক।

সহজ-উন্মত্তো ১৯।

সহজ-নলিনীবণ ৯।

সহজ-নিদালু ৩৬ সহজ-নিদ্রাকুল।

সহজ-নিবিতা **৬ সহজনির্বৃত।

সহজ-সরুআ ৩০ সহজস্বরূপ।

সহজ-সুন্দারী ২৮ সহজসুন্দরী। দ্র° সুন্দরী।

সহজানন্দ ২৭।

সহজে ৩, ৪২, সহজেঁ ৩৮, ৩৯ করণ।

সহাব ৪১, ৪৩ স্বভাব।

সহাবে ৯, ৩২, ৪৩ স্বভাবে।

সহাবেঁ ৪১ ঐ। করণ, অধিকরণ।

সহি ১৭, **১১ সখী (সম্বোধনে)

সহিঅ ১ সহিয়া।

সংসার ৩৩, সংসারা ১৫ সংসার।

সংহার ১৪ গুটানো।

সাঅর ৪২ সাগর।

সাঈ ২০ পতি। <স্বামী।

সাএর **১৯ সাগর।

সাঙ্কম ৫ সাঁকো। <সংক্রম।

সাঙ্কমত ৫ ঐ। অধিকরণ।

সাঙ্গ ১০ সাঙ্গা, স্বামীস্ত্রীরূপে বাস। <সঙ্গ।

সাঙ্গে ৩২ সঙ্গে।

সাচ ২৯ সত্য।

সাচে ৯, করণ। <সত্যেন।

সাজঅ **৯ সাজে।

সাণে ১ ইশারায়, উদ্দেশে। অধিকরণ। <সংজ্ঞা।

সাদ ১৯ (শা°) শব্দ। <শব্দ।

সাদূ ১৯ দ্র° সাদ।

সাদেঁ ৪৪, **১৩। <শব্দেন।

সাধী ৩৩ (১)=দুষাধী, (২) সাধনকারী <*সাধিক।

সান্তি ২৬ দ্র° শান্তি।

সান্ধ, সান্ধঅ ৩ মদ চোলাই <*সন্ধাপয়তি। তু° “ধোঞাউরি ধানে মদিরা সাঁধ” (কীর্তিলতা); “সান্ধা বান্ধা”(ধর্মমঙ্গল)।

সান্ধি ১৪ দ্র°. সন্ধি।

সান্ধে ৪=বান্ধ।

সাব্ব **২, ৩ সর্ব।

সাম্ভেএ **১১ সম্ভেদে।

সম্ভোএ **৯ সম্ভোগে।

সারি ১৭ সুরের চাবি বা পংক্তি।

সারঅর ৪২=সাঅর

সাবগ **৬ শ্রাবক।

সাসু-ঘরেঁ ৪ (১) শাশুড়ীর ঘরে, অথবা (২) শাসগৃহে। করণ, অধিকরণ। <শ্বশ্রূ, শ্বাস।

সাহা ৩৫ শাখা।

সাঁঝ্যে ৩৩ সন্ধ্যায়। অধিকরণ।

সাঁঝে ৩৩ (শা°) ঐ।

সাঁসএ **১ সংশয়।

সাঁজোএ **২, **১২ সংযোগে।

সিকল ১৬ শিকল। <শৃঙ্খল।

সিখর ২৮ শিখর।

সিঝএ ১৫, সিজ্‌ঝএ **১৩ সিদ্ধ হয়। কর্ম°। <সিধ্যতে।

সিজঝএ **১৩ ঐ।

সিঞ্চহ ১৪ সিঁচিয়া ফেল। অনুজ্ঞা।

সিঠি-সংহারা পুলিন্দা ১৩ পাল খাটাইবার ও গুটাইবার লাটাই বা মাস্তুল।

সিরি-মাহাজানা ** ৫ শ্ৰীমহাযান।

সিংগে ৪১ শৃঙ্গে। করণ, অধিকরণ।

সীস ৪০ শিষ্য। <শিষ্য।

সীসা ৪০ (শা°) ঐ।

সুঅণে ৪৬ স্বপ্নে। অধিকরণ। দ্র° সুইণা

সিণেহা **১০ ননী, ঘি। <স্নেহক।

সিহরত **৮ শিখর হইতে।

সুআ ৪১ পুত্র। <সুত

সুইণা ৩৯, সুইণা ১৩ স্বপ্ন। পালি সুপিন, প্রাকৃত সুইণ। <স্বপ্ন। তু° সুইণন্তরি (হেমচন্দ্র ৪৩৪.১); রোমনী ‘সুনো’

সুইণে ৩৯ (টী°) ঐ। অধিকরণ।

সুখদুখেতেঁ ১। করণ, অধিকরণ।

সুখেঁ ৩৪। করণ।

সুঘাড়ি ৫০ সুঘটিত। <*সুঘাটিত।

সুচ্ছড়ে ১৪ অনায়াসে। করণ, অধিকরণ। <সুচ্ছদ।

সুজ ৪, ১৭ সুজ্জ *৬ সূর্য (পারিভাষিক)।

সুণ ৬, ৩১, ৩৬, ৩৯ শূন্য (পারিভাষিক)।

সুণ-মেহেলী ৫০ শূন্যরূপ মহিলা-মহল।

সুণত ১৩ শূন্যতা (পারিভাষিক)।

সুণমে হেলী ৫০ (শা°)=সুণ-মেহেলী।

সুণেআ ১৭ (শা°) মুণিআ।

সুতরু ৪৫=সুন-তরু।

সুতেলা ৩৭ শুইল। <*সুপ্তিল্ল রোমনী ‘সুতিলো’।

সুতেলি ১৮ শুইলাম। উত্তম। ঐ।

সুদ্ধ-সরুআ *৪ শুদ্ধস্বরূপ।

সুধ ২৭ শুদ্ধ।

সুন ২ শোন। অনুজ্ঞা। <*শ্রণু=শৃণু।

সুন ৩৬ (টী°), ৪৪ শূন্য (পারিভাষিক)।

সুন-করুণরি ৩৪=শূন্য করুণার।

সুন-করুণারি ৩৪ শূন্য ও করুণার (পারিভাষিক)। সম্বন্ধ।

সুন-তরুবর ৪৫ স° শূন্য তরুবর।

সুন-তান্তি-ধ্বনি ১৭ শূন্য-তন্ত্রীধ্বনি।

সুন-নৈরামণি ২৮ শূন্যরূপ নৈরাত্মা (পারিভাষিক)।

সুন-বাহর ৩৬ শূন্যরূপ বাসগৃহ।

সুনা-পান্তর ১৫ শূন্য প্রান্তর

সুনি ১৫ শ্রুত, শুনিয়া। <*শ্রুণিত।

সুনু-পাখ ১ শূন্যরূপ পক্ষ।

সুনে ২৬, ৪৪ শূন্যে। করণ, অধিকরণ।

সুন্দারী ২৮ <সুন্দরী+দারী।

সুফল ৩৬ সফল। তৎ°।

সুরঅপসঙ্গে ১৯ সুরত-প্রসঙ্গে। করণ। অধিকরণ।

সুশ বাহ ৩৬=সুনবাহর।

সুসার ২১ (শা°)=মুসার।

সুসুরা ২(=সসুরা) শ্বশুর।

সুহ ৮, ৩ সুখ।

সুপেল্লী **১ সুপ্ত। <সুপ্ত+-ইল+-ইক।

সুহে ৩৬ সুখে।

সূজ্জ ১৪ সূর্য (পারিভাষিক)।

সূণারণ্ণে ৫২ শূন্যারণ্যে।

সূধ ৯ শুদ্ধ। দ্র° সুধ।

সূন ১০ দ্র° সুনধ।

সূনিআ *১ শুনিয়া।

সে ৩, ২১, ৪০।

সে ৭, ৫০ অনর্থক অব্যয়।

সেজি ২৮ শয্যা। <*শয্যিকা।

সেঠী ৮** শ্রেষ্ঠ মহিলা। <শ্রেষ্ঠিকা।

সেব ২০ সে-ও।

সেবহ **৪ সেবা কর।

সেরে ৫০=এবে রে।

সেস ৪৯ শেষ।

সেসু ৩৬ ঐ।

সো ৭, ১০, ১৫, ২০, ২১, ২২, ২৭, ২৯, ৩২, ৩৩, ৩৭, ৪১, ৪৫,৪৬। সর্বনাম।

সো ৩৭ (শা°)। দ্র° মো।

সো ধনি বুধী ৩৩ (শা°)=সোই নিবুধী।

সোআণহি **১৭=সোআ ণহি ‘খরস্রোত নদী’?

সোই সাধী ৩৩ (শা°)= সেই সাধনকারী।

সোণ ৪৯ (টী°), **১৭ সোনা। <সুবর্ণ।

সোণত রুঅ ৪৯= সোণ রুঅ।

সোনে ৮, সোন্নে **১৫ সোণায়। করণ।

সোম্ভে সোন্তেঁ ৩৮ স্রোতে। করণ। <স্রবন্ত্‌, স্রোতস্।

সোষই ৪২ শোষে। <শুষ্যতি।

স্বচ্ছন্দেঁ ৩৯। করণ।

স্বপণে ৩৬ স্বপ্নে। দ্র° সুইণে।

স্বপরাপর ৩৪ স্ব, পর ও অপর।

সৌ দুষাধী ৩৩। সেই দুঃসাধ্যকারী।

সৌ ধনি ৩৩ সেই ধন্য।

স্বপরেলা ৪৩ (শা°) আত্মপরবোধ। <স্বপরেল্ল।

স্বমোহেঁ ৩৫=মোহেঁ।

হ ৩৯ নিশ্চয়ত্মক অথবা সংযোগাত্মক অব্যয়। দ্র° হো।

হই ৪৭ হইল। দ্র° ভই।

হইলেসি ২০ দ্র° ভইলেসি।

হউ ১০ (টী°), **১৬ দ্র° হাউ।

হঞ্চু লো ১০ (টী°) দ্র° হালো।

হণবিণু ২৩=হনন বিনা?

হণ্ডী ৩৩ (টী°) দ্র° হাঁড়ীতে।

হথা ৪১ হাত। <হস্ত।

হমু **১৭ অহম্।

হর ৪৭ শিব।

হরি ৪৭ বিষ্ণু।

হরিঅ ৯ আহৃত। <*হরিত, হারিত।

হরিআ ৬ (সম্বোধনে)। চোর, জুয়াড়ি। <হরিক।

হরিণা ৬ মদ্দা হরিণ।

হরিণার ৬ ঐ। সম্বন্ধ।

হরিণা-হরিণির ৬ হরিণহরিণীর।

হল **২, **১৬ ওলো। <হলা।

হসই *৬ হাসে। <হসতি।

হঁসুঁ ** ৫ হাসিয়া?

হাউ ১০, ১৮, ২০ আমি। এক°। <অহকম্‌।

হাক (শা°) ৬ হাঁক, ডাক। তু° “হাক্ক তরাসই ভিচ্চগণা” (প্রাকৃত-পৈঙ্গল)। দু° ডাক।

হাড়ীত ৩৩ (=হাঁড়ীত) হাঁড়িতে। অধিকরণ। <ভাণ্ডিকা।

হাড়েরি ১০ হাড়ের। সম্বন্ধ। স্ত্রী°।

হাথে ৩২ হাতে। অধিকরণ।

হাথেরে ৩২=হাথে রে।

হাথে *৮ হাতে। করণ। অবহট্‌ঠ।

হলো ১০, নারী সম্বোধন।

হাঁউ ৩৫ দ্র° হাউ।

হিঅ ১৮ হৃদয়।

হিঅহি ৬, ৭, **৭, হিঅহি ২ হৃদয়ে। অধিকরণ। <হৃদয়। তু° “হিঅই পইটই” (হেমচন্দ্র ৩০০.৩)।

হিত্রঁ ২৮ (টী°) ৪৪, ৫০ হৃদয়ে। করণ, অধিকরণ। দ্র° হিএ, হীএ।

হিণ্ডই ২৮ ঘুরিয়া বেড়ায়। তু° হেণ্ডারে। ১৭

হীএ ৪৪ হৃদয়ে। দ্র° হিএঁ।

হুঞ্চল-পাঞ্চল ২১ হাঁচড়-পাঁচড়।

হুং **১৭ অহম্।

হুংভব **১৩ হেরুক।

হূঁ ভব গঅণা ৩০ ‘হূঁ’ এই মন্ত্র হইতে উৎপন্ন বজ্রসত্ত্ব গগন বা বিশ্ব। মন্ত্র ও দেবদেবীর সাধনায় নিবিষ্ট যোগী প্রথমে “ওঁ শূন্যতাবজ্রস্বভাবাত্মকোইহম্” এই জিনমন্ত্র পড়িয়া বা বজ্রজাপ করিবে। তাহার পর হেরুকের মন্ত্র “ওঁ হুঁ হু” মন্ত্র জপ করিতে করিতে সূর্য ভাবনা এবং বিশ্বকে বজ্র কল্পনা করিয়া সাধনায় উপবিষ্ট নিজেকে অক্ষয়ভাবে সুরক্ষিত ভাবিবে। এই বিশ্ববজ্র-ভাবনা হুঙ্কারোদ্‌ভূত। “রেফেন সূর্যং পুরভভ বিভাব্য তস্মিন্ রবৌ হুঁভব-বিশ্ববজ্রম্। তেনৈব বজ্রেণ বিভাবয়েচ্চ প্রাকারতৎপঞ্জর-বন্ধনং চ।” (ডোম্বী-হেরুকের অমৃতপ্রভা)।

হে ৫ সম্বোধন।

হেঞ্চে ৫০=হিত্রঁ।

হেণ্ডারে *১ হাঁট্‌রায়, এলোমেলো ঘুরিয়া বেড়ায়।

হেব্‌ভই ৩০ (শা°)=ফেড়ই।

হেরি ৭, ৫০ এই, নিকটস্থ। মধ্য°।

হেরেমে ৫০=হেরি সে।

হেরু **১২ হেরুক।

হেরুঅ ১৭, ২৬ (শা°) বজ্রযানের প্রধান উপাস্য, বজ্রধর। ইনিই বিন্দু বা বোধিচিত্ত বা করুণা। <*ভেরুক=ভৈরব। হেরুকের মূর্তি ভীষণ। “দংষ্ট্রোৎকটমহাভীমমুণ্ডস্রগ্‌মভূষিতম্। ভক্ষমাণং মহামাংসং শ্ৰীহেরুকং নমাম্যহম্‌।।”

হেলেঁ ১৮ হেলায়। করণ।

হো ৩১, ৩৭ দ্র° হ।

হোই ৩, ১৭, ২২, ২৯, ৪৬ হয়।।<ভবতি।

হোই ১৫ (মা…) হও। অনুজ্ঞা অর্থে বর্তমান। দ্র° হোহি, হোহী।

হোইআ **১৪ হইয়া।

হোইব ৫ হইতে হইবে। তব্যজাত বিশেষণ। <ভবিতব্য।

হোন্তি ২২ হয়। বহু°। <ভবন্তি।

হোহি (মা…) ৪২, হোহী ৫ হও। অনুজ্ঞা। <*ভবহি=ভব।

হোহিসি ২৩ হইও। ভবিষ্যৎ। মধ্যম। <ভবিষ্যসি।

হোহু ৬ হও। ‘অনুজ্ঞা।<ভবথঃ=ভবত।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *