লক্ষ টাকা

লক্ষ টাকা 

লোভাৎ ক্রোধঃ প্রভবতি লোভাৎ কামঃ প্রজায়তে। 
লোভান্মোহশ্চ নাশশ্চ লোভঃ পাপস্য কারণং।।
লোভেন বুদ্ধিশ্চলতি লোভো জনয়তে তৃষ্ণাং।
তৃষ্ণাৰ্ত্তো দুঃখমাপ্নোতি পরত্রেহ চ মানবঃ।। 

হিতোপদেশ। 

শ্রী পাঁচকড়ি দে 

.

উৎসর্গপত্র 

সাহিত্যানুরাগী 
শ্রীযুক্ত ধীরেন্দ্রনাথ পাল 
সুহৃদ্বরেষু, 

এই উপন্যাসখানির প্রকাশ বিষয়ে আপনি যথেষ্ট সাহায্য করিয়াছেন। বলিতে কি আপনারই উৎসাহে এবং আগ্রহে এই পুস্তকখানি প্রকাশিত হইল; এবং ইহার স্থানে স্থানে আপনার হস্তচিহ্নও বিদ্যমান রহিয়াছে। এই গ্রন্থ আপনাকে প্রমোপঢৌকন দিলাম। 

গ্রন্থকার
কলিকাতা 
২২শে ফাল্গুন, ১৩১৪ 

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *