এখানে তোমাদের এই অশ্রুহীন চোখ,
কয়েক লাইন বিদ্যা মুখস্থ করা গম্ভীর মুখ
আর মলাট চিবানো দাঁত দেখতে দেখতে আমি ক্লান্ত;
আমি তাই হাত বাড়িয়ে আছি তাদের দিকে
যারা ডোবা বিল আর পুকুরে পদ্মফুল ফোটায়,
বাংলা সন-তারিখ দিয়ে চিঠি লেখে;
আমি তোমাদের দিকেই তাকিয়ে আছি, যদি পার
একগুচ্ছ তৃণ আর একফোঁটা অশ্রু
আমার জন্য রেখে দিয়ো;
আমি তার গন্ধে মৃত্যুলোক থেকে জেগে উঠতে পারি।
আজ আর আমার শহরের এই অন্ধ
ফুটপাতের কাছে,
এই সব মুখোশ-পরা মুখের কাছে
কিছুই চাওয়ার নেই;
দাঁত আর নখের গর্বে যারা মত্ত তারা কেন
আমার জন্য কখনো চোখের জল ফেলতে যাবে?
তোমরা যারা ডোবা-বিল খেতখামারের লকলকে
ঘাসের মধ্যে ডুবে আছ,
তোমরা যারা গায়ে মাখ পাকা ধানের গন্ধ,
তাদের বলি, আমার জন্য রেখে দিয়ো
একফোঁটা অশ্রু।
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ১৬, ২০১০
খুব ভাল লাগলো কবিতাটি ! অসাধারণ !!! আমি মুগ্ধ হলাম !!!
wonderful!!!!!
কবিতাটিই আমার জন্য রেখে দিও… আর কী-ই বা এর চেয়ে বেশি চাইব!
kobita
বেশ ভালো কবিতা, মন ছুঁয়ে যায়।
montobbo diye kobitar kobike ki ache bolar!
oshomvob valo legeche……… bisonnoful kobita ti add korle khushi hotam
mahabev sahar chiti diyo kobitati add koren