রাত্রে ও প্রভাতে

কালি     মধুযামিনীতে জ্যোৎস্নানিশীথে 
                         কুঞ্জকাননে সুখে 
          ফেনিলোচ্ছল যৌবনসুরা 
                          ধরেছি তোমার মুখে । 
           তুমি     চেয়ে মোর আঁখি- ' পরে 
           ধীরে     পাত্র লয়েছ করে ,
 হেসে         করিয়াছ পান চুম্বনভরা 
                             সরস বিম্বাধরে ,
 কালি       মধুযামিনীতে জ্যোৎস্নানিশীথে 
                            মধুর আবেশভরে । 
              তব     অবগুণ্ঠনখানি 
              আমি     খুলে ফেলেছিনু টানি , 
আমি        কেড়ে রেখেছিনু বক্ষে তোমার 
                             কমলকোমল পাণি — 
ভাবে       নিমীলিত তব যুগল নয়ন , 
                             মুখে নাহি ছিল বাণী । 
             আমি     শিথিল করিয়া পাশ 
             খুলে     দিয়েছিনু কেশরাশ , 
              তব        আনমিত মুখখানি 
              সুখে     থুয়েছিনু বুকে আনি — 
তুমি         সকল সোহাগ সয়েছিলে , সখী , 
                              হাসিমুকুলিত মুখে 
কালি        মধুযামিনীতে জ্যোৎস্নানিশীথে 
                              নবীনমিলনসুখে । 
  
  
আজি      নির্মলবায় শান্ত উষায় 
                           নির্জন নদীতীরে 
           স্নান-অবসানে শুভ্রবসনা 
                           চলিয়াছ ধীরে ধীরে । 
           তুমি     বাম করে লয়ে সাজি 
           কত     তুলিছ পুষ্পরাজি , 
দূরে       দেবালয়তলে উষার রাগিণী 
                          বাঁশিতে উঠিছে বাজি 
এই         নির্মলবায় শান্ত উষায় 
                         জাহ্নবীতীরে আজি । 
             দেবী ,     তব সিঁথিমূলে লেখা 
              নব        অরুণসিঁদুররেখা , 
তব          বাম বাহু বেড়ি শঙ্খবলয় 
                            তরুণ ইন্দুলেখা । 
এ কী        মঙ্গলময়ী মুরতি বিকাশি 
                                প্রভাতে দিয়েছ দেখা । 
              রাতে     প্রেয়সীর রূপ ধরি 
              তুমি     এসেছ প্রাণেশ্বরী , 
              প্রাতে     কখন দেবীর বেশে 
               তুমি     সমুখে উদিলে হেসে —
আমি       সম্ভ্রমভরে রয়েছি দাঁড়ায়ে 
                             দূরে অবনতশিরে 
আজি       নির্মলবায় শান্ত উষায় 
                                নির্জন নদীতীরে । 
Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *