রাজা সীতানাথ বোস বাহাদুর
রাজা সীতানাথ বোস, বাহাদুর কৃষ্ণনগরের কুলীন কায়স্থ বাবু মদনমোহন বোসের পুত্র। ইনি মহারাজা নবকৃষ্ণ দেব, বাহাদুরের ভ্রাতুষ্পুত্র ব্রজমোহন দেবের দৌহিত্র; এঁর লালনপালন ও শিক্ষণ তাঁরই কাছে।
সরকারের বিচার বিভাগে মুন্সেফের চাকুরি নিয়ে রাজা সীতানাথের কর্মজীবনের শুরু। পরবর্তীকালে তিনি সরকারি তোষাখানার সুপারিন্টেন্ডেন্ট হন; উদ্যম ও বিজ্ঞতার সঙ্গে এই পদের কর্তব্যসমূহ সম্পাদন করার জন্য তিনি শীঘ্রই ওপরওয়ালাদের প্রশংসা অর্জনে সক্ষম হন। দুর্বৃত্ত মুসলিম সভাসদদের ষড়যন্ত্রে বাংলার বর্তমান নাবালক নবাব নাজিমের বিষয়-সম্পত্তি তছনছ হচ্ছে দেখে, সরকার রাজা সীতানাথ বোস, বাহাদুরকে নবাব নাজিমের দেওয়ান নিয়োগ করেন। তাঁর কর্মদক্ষতা ও অর্থনৈতিক সুনিয়ন্ত্রণের ফলে নবাব নাজিমের এস্টেটে আবার শৃঙ্খলা ফিরে আসে; তাঁর এই কাজের স্বীকৃতিস্বরূপ সরকার তাঁকে রাজা বাহাদুর খেতাব ও খেলাৎ দ্বারা সম্মানিত করেন। মৃত্যুর কিছুকাল পূর্বে সারাজীবনের পরিশ্রমের ফল ভোগ করতে তিনি চাকুরি থেকে অবসর নেন। মৃত্যুকালে তিনি তাঁর একমাত্র কন্যাকে রেখে যান; তিনিই রাজা বাহাদুরের সম্পত্তি উত্তরাধিকারিণী।