রাজার বাড়ি অনেক দূরে। তুমি
পথ দেখালে যেতে পারি।
সকালে হোক, বিকালে হোক,
রাত্রিবেলা–
নিভলে আলো; হলুদ সবুজ থাম পেরিয়ে;
হাওয়ার থেকে পথের মতো
আনতে পারি শ্বাস–
সকালে হোক; বিকালে হোক;
শুধু তোমার ইচ্ছা যদি থাকে।
দিলাম আমার ভালোবাসা, তোমার হাতে।
ভালো লাগছে, সুখী। আমার
কতোকালের ইচ্ছা ছিলো
দুঃখে-সুখে, দুঃখে-শোকে
তোমার কাছে
রাখবো আমার আনত বিশ্বাস।
কিন্তু ভয় : সত্যি কিছু আছে না কি!
দুরন্ত দিন, ফলন্ত মাঠ?
যাকে পাবার ইচ্ছা ছিলো?
জানি না তা। এখন শুধু
তৃষ্ণা আমার
রক্ত; এবং তরল আঁধার–
নেমে আসছে, নেমে যাচ্ছি হঠাৎ যেন
সিঁড়ির গাঢ় অন্ধকারে,
তবু–
নিঃস্ব হবার আগে যেন শান্ত হ’তে পারি।
খুব ভালো হয়েছে।