রাজনীতি করবেন না
[বইটির প্রথম কবিতা, ‘মশা’, শেষ কবিতা ‘শাড়ি’। ভেতরে আছে ‘হাউ টু বি আ গুড কমিউনিস্ট’, ‘কুকুরের বায়োডাটা’, ‘গাঁধী’, ‘চিন’, ‘মেয়েটি এবং ছেলেটি’, ‘সেক্রেটারি’, ‘মুসোলিনি’, ‘ছুরি দেখিয়ে ভালবাসা যায় না,’ ‘করে খাওয়া রাজনীতি’ ইত্যাদি কবিতা। এটি এমন একটি বই যা সরাসরি বামপন্থা নিয়ে প্রশ্ন তুলেছিল ১৬ বছর আগে। বলা হয়েছিল ‘হাজার হাজার ছেলের কথা ভাবতে হবে না আপনাকে/ আপনি নিজের ছেলেকে একটু মানুষ করে তুলুন।’
উৎসর্গ পাতায় লেখা হল: ‘যিনি পুলিশকে মানবিক করতে চান, যিনি রাজনীতিকে বাঁচাতে চান ছোট রাজনীতি থেকে, তাঁকে…’ অর্থাৎ সেদিনের মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে।
প্রথম প্রকাশ: ১৯৯৭। প্রকাশক: প্রতিভাস। প্রচ্ছদ: সুব্রত চৌধুরী। মূল্য: ৩০ টাকা।]