অসুর নমুচির ভ্রাতা। অগ্নিদেব যখন কৃষ্ণার্জুনের সহায়তা নিয়ে খাণ্ডবদাহ করছেন তখন ময় সেখান থেকে পালাবার চেষ্টা করছিলেন। অগ্নি তাঁকে আত্মস্যাত্ করতে চাইলেন,কৃষ্ণ চক্র দিয়ে তাঁকে হত্যা করতে গেলেন, কিন্তু ময়ের কাতর প্রার্থনায় অর্জুন তাঁদের নিরস্ত করেন। এই ময় দানব অর্জুনের প্রতি কৃতজ্ঞতাস্বরূপ পরে ইন্দ্রপ্রস্থে পাণ্ডবদের জন্য একটি অপূর্ব রাজসভা সৃষ্টি করেন। বিন্দুসরোবরের তীর থেকে অর্জুনের জন্য দেবদত্ত শঙ্খ ও ভীমের জন্য অসুররাজ বৃষপর্বার গদাও তিনি নিয়ে এসেছিলেন।