মোর আঁখিজল
মোর আঁখিজল
কাহাদের লাগি আজি উচ্ছ্বসিয়া উঠিতেছে আকুল, চঞ্চল!
জীবনে পায় নি। যারা স্নেহ, প্ৰেম, ক্ষমা,
যাহাদের মঙ্গলেতে উষাহীন অমা
জাগিতেছে দুশ্চর দুস্তর,
যাহাদের মৌন চোখ–অশ্রু সকান্তর
তুচ্ছতম আলোর সন্ধানে
–আঁধারের আবর্তের তলে
প্রেতিসম যাহাদের প্রাণ ভেসে চলে
শ্মশানের শেষে!
কোন্ ক্রূর পিশাচের অবিজ্ঞেয় অঙ্গুলিনির্দেশে
যাহারা ঝরিয়া পড়ে পতঙ্গের প্রায়—
লক্ষ কোটি অন্যায়ের অনলশিখায়!
যাহাদের দ্বারে
প্ৰেয়সী আসে না কভু স্মিতহাস্যে মাল্যের সম্ভারে;
প্রেমের সন্ধানে
যাহারা ছুটিয়া গেছে প্ৰেতপুরে, নরকের পানে
—মেটে নাই তৃষা,
সম্বৃত কামনার কারাগারে বারবার হারায়েছে দিশা
পৃথিবীর নিঃসহায় শৃঙ্খলিত প্ৰাণ,
লক্ষ লক্ষ আর্ত ম্লান পিষ্ট ভগবান,
আজ মোর বুকে কেঁদে ওঠে!
—নিখিলের ব্যথা আজ অশ্রু হয়ে মোর চোখে ফোটে!