একজন মুনি। উনি ধৃতরাষ্ট্র ও দুর্যোধনকে উপদেশ দিয়েছিলেন পাণ্ডবদের সঙ্গে বিরোধ ত্যাগ করে বন্ধুত্বপুর্ণ আচরণ করতে। দুর্যোধন উরুতে চপেটাঘাত করে তাঁকে অবজ্ঞা দেখালে তিনি ক্রুদ্ধ হয়ে অভিশাপ দেন যে, মহাযুদ্ধে গদাঘাতে ভীম দুর্যোধনের উরু ভগ্ন করবেন। ধৃতরাষ্ট্র ওঁকে প্রসন্ন করার চেষ্টা করলে উনি বলেন যে,দুর্যোধন যদি সংযত ও শান্ত ভাবে চলেন,তাহলেই শুধু এই শাপ ফলবে না।