মৃত্যু যদি আছেই
মৃত্যু যদি আছেই,
যদি বসেই আছে কোথাও ঝোঁপঝাড়ে ওত পেতে,
দরজার আড়ালে, ছাদে, অন্ধকার গলিতে, চৌরাস্তায়
আসবেই যদি কাছে
তবে আজই কেন নয়!
সন্ধায় যখন বারান্দায় দাঁড়াব একা
কেউ খুঁজবে না,
কেউ ডাকবে না ভেতর ঘর থেকে,
কেউ আসবেনা রাখতে একটি হাত কাঁধে
কেউ বলবে না ‘কী চমৎকার চাঁদ উঠেছে দেখ।‘
যদি মৃত্যুর হাতে দিতেই হয় যা আছে সব,
তবে আজ নয় কেন?
আজ সে আসুক,
আজই শেষ হোক
শূন্যতার সঙ্গে আমার বেহিশেবি সংসার।