পালক ফুলিয়ে ক্রোধে লড়ো মুর্গা, চাকুমালিককে খুশ করো হুলেতে পরাগ মেখে ঝাপটাও ডানা বলেওছি: দুহাত মুচড়ে নতজানু করে রাখো মাঝরাতে ঘুম ভেঙে মাদুর গুটিয়ে নেমে এসো ছাদ থেকে বুটজুতো -- রাইফেল -- ঘুরন্ত বুলেট -- চিৎকার বাড়ি নিয়ে যাও বলে কেঁদে ওঠে পাশের হাজতে বন্ধ বৃদ্ধ কয়েদি ছেড়ে দাও ছেড়ে দাও যেতে দাও বাড়ি যেতে দাও ডিমের ওপরে বসে সিংহাসনে ঝিমোয় ডাহুক অন্ধকারে গলা টিপে ধরো লড়ো মুর্গা, মরো লড়ে, গর্জাও গুঙ্গার দলে ঢুকে জিভেতে কাঁচের ফুলকি -- নাচাচ্ছি বুকের পেশি মাছের কানকো খুলে জলেতে কুয়াশা মিশিয়েছি কড়ে আঙুলের টুকরো মোড়া ছিল গোলাপি কাগজে দুহাতে দুচোখ ঢেকে কে কাঁদে হাউ-হাউ করে জেলখানায় নারী না পুরুষ আমি বুঝতে পারি না এ নাও চোখের পাতা -- ফুঁ দাও বাঁহাতে রেখে শিশিরে ফণার পাঞ্জা খোলো মেয়েলি হিসির শব্দে তলপেট কাঁপে জাতগোখরোর রক্ত গড়ালে নাকে তুলো গুঁজে শ্মশানে পাঠাও রাস্তায় পড়ে থাকবে চটিজুতো ভাঙাইঁট ঠ্যাঙ টেনে ছেঁড়া পাতলুন ঝড়ের সমুদ্র থেকে যে-ঢেউ খাবলে তুলে মেখেছি দুপায়ে সে-নব বর্ণমালা থেকে আজ হরফ এনেছি
১২ চৈত্র ১৩৯২