মানুষ
একটু মানুষ দেখতে দেবেন?
রাস্তার মানুষ? মানুষ হাঁটছে, হাসছে,
মানুষ ডানদিকে যেতে গিয়ে কী মনে
হল বাঁদিকে হেঁটে গেল,
মানুষ মাঠে, দোকানে, সিনেমায়, জলসায়, থিয়েটারে।
মানুষ দৌড়োচ্ছে।
মানুষ গাড়িতে, বাসে,ট্রামে, ট্রেনে,
মানুষ চলছে, দেবেন?
একটু মানুষ দেখতে দেবেন?
বাড়িঘরের মানুষ,
ভালোবাসছে,
স্বপ্ন-দেখছে মানুষ?
ভাবছে। দেবেন দেখতে?
জানালার ফাঁক ফোকর দিয়ে যেটুকু ছিটেফোঁটা মেঘ বা রোদ্দুর
দেখা যায়, তা দেখেই বাঁচতে হবে,
মানুষ, ওঁরা বলে দিয়েছেন হবে না
আমার মানবজীবন এভাবেই পার
করতে হবে মানুষবিহীন।
২৫.০১.০৮