মানসপ্রতিমা

ইমনকল্যাণ

তুমি    সন্ধ্যার মেঘ শান্তসুদূর
         আমার সাধের সাধনা,
           মম  শূন্যগগনবিহারী!
আমি    আপন মনের মাধুরী মিশায়ে
         তোমারে করেছি রচনা—
           তুমি  আমারি যে তুমি আমারি,
             মম  অসীমগগনবিহারী!
 
মম     হৃদয়রক্তরঞ্জনে তব
         চরণ দিয়েছি রাঙিয়া,
          অয়ি  সন্ধ্যাস্বপনবিহারী!
তব     অধর এঁকেছি সুধাবিষে মিশে
         মম সুখদুখ ভাঙিয়া—
           তুমি  আমারি যে তুমি আমারি
             মম  বিজনজীবনবিহারী!
 
মম     মোহের স্বপন‐অঞ্জন তব
         নয়নে দিয়েছি পরায়ে,
           অয়ি  মুগ্ধনয়নবিহারী!
মম     সংগীত তব অঙ্গে অঙ্গে
         দিয়েছি জড়ায়ে জড়ায়ে—
           তুমি  আমারি যে তুমি আমারি,
             মম  জীবনমরণবিহারী!

চলন বিল। ঝড়বৃষ্টি
৯ আশ্বিন ১৩০৪

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *