মাধুরী

শুন্য মাঠে সূর্যোদয়,গিরিশৃঙ্গে সূর্যাস্ত দেখেছি,
গম্ভীর সৌন্দর্যে শান্ত সনাতন গায়ত্রীর মতো ;
মাধবের সমাগমে অতসীর পরাগ মেখেছি ;
প্রত্যক্ষ করেছি তৃণ নব জলধারায় উদ্‌গত ।।

ফুলের খেয়াল আর সমুদ্রের ধ্রুপদ শুনেছি;
পাল-তোলা তরী থেকে তাকিয়েছি কত দূর দেশে ;
কিন্তু সে সমস্তে নয়, বিধাতার প্রসাদ গুনেছি
তার বাঁকা বিম্বাধরে, কন্ঠস্বরে, দৃষ্টিপাতে,কেশে ।।

–জন্‌ মেস্‌ফীল্‌ড

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *