মাঠে কিষান সুর তুলেছে
মাঠে কিষান সুর তুলেছে
ফসল বোনার গান ধরেছে।
বৃষ্টি বরন।
হো হো হো বৃষ্টি বরন, হা হা হা বৃষ্টি বরন,
হি হি হি বৃষ্টি বরন— বৃষ্টি বরন।
গাইবো সবে দুয়ার খুলে হৃদয়ের গান
রইবো না আর পিছে পড়ে, হও রে আগুয়ান।
রাখাল ঐ বাজায় বাঁশি বাঁশের বাঁশি
মনের মতোন।
বৃষ্টি বরন… ।
হৃদয় জমিন চাষ করিলে ফলতো সোনা, ব
ড় বড় চোখ দুটোতে দেখতে পায় না জনম-কানা।
প্রেমেতে ট্রাক্টর দিয়া নিড়ানি দাও
ওরে ও মন।
বৃষ্টি বরন … ।
সাজালে হায় রঙের বাগান মালী জানে তার খবর
বরষায় ভরসা পাবে চাষীর বধুর মন।
নিজের হাতে কুমড়ো ঢেড়স রান্ধে বউয়ে
মনের মতোন।
বৃষ্টি বরন … ।
সুর; রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ