মহাজাগতিক রিসার্চ ক্লাব – সাধন চট্টোপাধ্যায়

মহাজাগতিক রিসার্চ ক্লাব – সাধন চট্টোপাধ্যায়

অরুণ সকলেই ৮ম শ্রেণির ছাত্র

বরুণ ,,

তরুণ ,,

প্রসূন রিসার্চ ক্লাবের প্রেসিডেন্ট

প্রিয়তোষবাবু অরুণের বাবা

সমরেশবাবু তরুণের বাবা

পুলিশ

সেপাই

প্রথম দৃশ্য

[অরুণ, বরুণ, তরুণ। তরুণদের বাড়িতে একটি ঘর ]

অরুণ। পাঁচটা বেজে গেল, প্রেসিডেন্ট কোথায়? আজই দেরি করছে!

বরুণ। মিটিং তো সাড়ে পাঁচটায়।

অরুণ। সাড়ে ছটা থেকে তড়িৎ স্যারের কোচিং। বেশি দেরি করতে পারব না।

তরুণ। কথাটা তালে আমাদের কাছে বল।

অরুণ। অসম্ভব!

বরুণ। কেন?

অরুণ। ভীষণ ইন্টারেস্টিং ঘটনা।

তরুণ। বল না। টেনশন বাড়াচ্ছিস কেন?

অরুণ। প্রেসিডেন্ট ছাড়া বলা যাবে না!

তরুণ। তোর সবকিছুতেই চালাকি!

অরুণ। চালাকি? চালাকি মানে?

বরুণ। প্রেসিডেন্ট এলে না হয় ফের শুরু করবি। বল না কী ঘটেছে?

অরুণ। আমাদের ‘মহাজাগতিক রিসার্চ ক্লাব’-এর কথা দেখবি কালই কাগজে খবর হয়ে বেরুবে।

বরুণ। অত ঘ্যাম নিচ্ছিস কেন- বল না?

তরুণ। সবাই তো ক্লাবের মেম্বার, বলতে আপত্তি কী?

অরুণ। তখনই শুনিস! আজ মিটিংয়ে স্টান্ট দেব! কী যে করে প্রেসিডেন্ট!

বরুণ। তাই বলে ভেবো না, প্রসূন তোমায় ছাড়বে! আজ দেবে তোমাকে?

অরুণ। কেন? প্রেসিডেন্ট দেবে কেন আমাকে?

বরুণ। তুই কেন হেম স্যারকে বলেছিস ক্লাসে, আমরা ‘মহাজাগতিক রিসার্চ ক্লাব’ বানিয়েছি? প্রসূন তার প্রেসিডেন্ট?

অরুণ। কেন? কী হয়েছে?

বরুণ। স্যার যে ক্লাসে ঢুকেই ওকে প্রসিডেন্ট বলে ডাকছে! কেবলই ওকে পড়া ধরছে।

অরুণ। আমি কি বুঝেছিলাম প্রেসিডেন্ট বলে ডাকবেন ক্লাসে?

তরুণ। বলতে গেলি কেন?

অরুণ। ধূমকেতু নিয়ে কথা বলতে বলতে বলে ফেলেছি!

তরুণ। হেম স্যার বকেননি?

অরুণ। বলল, অ্যানুয়াল পরীক্ষার দিন মনে আছে তো?

বরুণ। স্যারটা বড্ড খিটখিটে!

তরুণ। তবে হেভি নলেজ আছে অঙ্ক সম্পর্কে।

বরুণ। তা হোক! সব সময় কি পড়তে ভালো লাগে?

তরুণ। জয়ন্ত স্যার খুব ভালো।

অরুণ। জানিস, জয়ন্ত স্যার পরশু আমাদের বাড়ি এসেছিলেন। বাবার বন্ধু তো।

তরুণ। বল না কী স্টান্ট খবর? তুই খুব ভালোছেলে মাইরি!

অরুণ। উঁহু! গ্যাস দিয়ো না চাঁদু! প্রেসিডেন্ট বকবে!

তরুণ। আহা! প্রেসিডেন্ট হয়েছে তো কী?

অরুণ। কেন, প্রসূন বলেনি, কোনো রোমাঞ্চকর খবর কারো থাকলে মিটিংয়ে সবার সামনে বলতে হবে?

তরুণ। বেশ, মিটিংয়ে বুঝিয়ে দেব, তুই আগে বলিসনি!

অরুণ। কেন? তুমি সেবার ব্রহ্মকমল ব্যাগ থেকে বার করে দেখিয়েছিলে আগে? মিটিংয়ে প্রেসিডেন্টের সামনেই বার করেছিলে!

বরুণ। ছাড় তো! বলবে না তো বলবে না!

অরুণ। (হেসে) বরুণ, মেজাজ নিয়ো না বাপধন! খবরটা শুনলে তুমিও ছুটবে আমার পেছনে।

বরুণ। ধুস, ছুটতে আমার বয়েই গেছে!

অরুণ। হেম স্যার সাধে তোকে বলেন খুদে বিজ্ঞানী!

বরুণ। তোকেও তো বলেন!

অরুণ। হ্যাঁ, বিজ্ঞানী তো বটেই আমরা! নইলে ক্লাবটা বানালাম কেন? স্পোটির্ং ক্লাব, লাফিং ক্লাব, রিডিং ক্লাব না বানিয়ে ‘মহাজাগতিক রিসার্চ ক্লাব’!

তরুণ। ক্লাবের তো কিছুই নেই।

অরুণ। কী নেই?

তরুণ। দূরবিন, ক্যামেরা…!

অরুণ। এইটের ছেলেরা বুঝি দূরবিনের পয়সা জোগাড় করতে পারে? আমরা যে হাতে-লেখা কাগজ করছি? স্টান্ট খবরটাই তো এই সংখ্যায় থাকবে!

তরুণ। আর আমার ছড়াগুলো?

অরুণ। ওসব বরুণ জানে!

বরুণ। প্রেসিডেন্ট বলেছে, দুটো যাবে, চারটে যাবে না।

তরুণ। কোন দুটো?

বরুণ। মনে নেই।

অরুণ। মুখস্ত আছে? শোনা তো?

বরুণ। কেন? তুই খবরটা বলেছিস? তরুণ বলবি না।

তরুণ। শোনাতে ক্ষতি কী?

বরুণ। বে-শ!

তরুণ। বিজ্ঞানী এক গবেষণায়

খুঁজছিল তার দোষত্রুটি

এমন সময় পড়ল মাথায়

সেই গোলাকার বস্তুটি

ও হাঁদারাম, বস্তুটি যে শুক্রগ্রহের রবার বল

মাটির ওপর পড়ার পর

লাফিয়ে ছিল কবার বল?

অরুণ। (হাততালি দিয়ে) দারুণ! দারুণ!

[হন্তদন্ত হয়ে প্রেসিডেন্ট প্রসূনের প্রবেশ ]

প্রেসিডেন্ট। কী দারুণ? জমিয়ে তুলেছিস দেখছি! (চেয়ারে বসে)

অরুণ। আমি চললাম।

প্রেসিডেন্ট। কেন?

অরুণ। ইচ্ছে। আমার পড়া আছে!

প্রেসিডেন্ট। মিটিং?

অরুণ। আমরা কখন থেকে বসে আছি!

তরুণ। এটা তোর ঠিক না প্রসূন! জানিস অরুণ যাবে তড়িৎ স্যারের কোচিংয়ে!

প্রেসিডেন্ট। কী করব? আমি কি ইচ্ছে করে লেট করেছি?

অরুণ। সাড়ে তিনটেয় স্কুল ছুটি হয়েছে। ক্রিকেট খেলতে গেছলি?

প্রেসিডেন্ট। তোরা তো তাই বলবি!

তরুণ। এত দেরি করলি কেন?

প্রেসিডেন্ট। কাল রাতে ঘুমিয়েছিলি? ভালো ঘুম?

অরুণ। (বিস্ময়ে) হঠাৎ ঘুমের কথা!

প্রেসিডেন্ট। ওই তো বললাম! সাংঘাতিক ব্যাপার ঘটে গেছে, কেউ টের পায়নি।

তরুণ। কেউ বলতে?

প্রেসিডেন্ট। পৃথিবীর মানুষ।

তরুণ। পৃথিবীর সব মানুষ তো একসঙ্গে ঘুমোয় না। কোথাও রাত, কোথাও দিন থাকে। সন্ধেও চলে কোথাও কোথাও!

প্রেসিডেন্ট। জানি! আমায় ভূগোল শেখাবি না।

বরুণ। কী হয়েছে বল না? আজ সব্বাই এত ঘ্যাম নিচ্ছিস কেন?

প্রেসিডেন্ট। (ব্যাগ থেকে ইংরেজি কাগজখানা তুলে সশব্দে টেবিলে রেখে) এর জন্যই মিটিংয়ে আসতে দেরি হল!

অরুণ। কাগজটা বুঝি পথ আটকে রেখেছিল?

প্রেসিডেন্ট। সাইকেলে দীপুমামার বাড়ি গেছলাম। আমরা ইংরেজি কাগজ রাখি না। মামা ফোনে জানাল বলেই তো কাণ্ড! মামার বাড়ি তো দেশবন্ধু পাড়া!

তরুণ। সংক্ষেপে বল ভাই! ইংরেজি বুঝি না!

প্রেসিডেন্ট। হাফইয়ার্লিতে আশি পেলি কি টুকে?

তরুণ। কাগজ কী বলছে? ইংরেজির নম্বর ছাড়।

প্রেসিডেন্ট। (থেমে থেমে) কাল যখন তোমরা গভীর ঘুমে নাক ডাকছ, পৃথিবীটা শেষ হয়ে যাচ্ছিল। একটুর জন্য বেঁচে গেল।

তরুণ। একটুর জন্য? বেঁচে গেল? মারতে এসেছিল কেউ?

প্রেসিডেন্ট। ধাক্কা দিতে এসেছিল।

অরুণ। কোন পালোয়ান ভাই? মস্ত পৃথিবীটাকে ধাক্কা দিতে এসেছে?

প্রেসিডেন্ট। পালোয়ান লাগে না অরুণ।

বরুণ। তবে?

প্রেসিডেন্ট। একটা টুকরো। যথেষ্ট!

বরুণ। টুকরো? কীসের টুকরো?

প্রেসিডেন্ট। মঙ্গল আর বেস্পতির মাঝখান থেকে একটুকরো মহাজাগতিক বস্তু গোত্তা মেরে আমাদের প্রায় চল্লিশ লক্ষ কিলোমিটার কাছে চলে এসছিল।

তরুণ। কী হত?

প্রেসিডেন্ট। ব্যস্ত হোস না! আমাদের এ-সংখ্যার দেওয়াল ম্যাগাজিনে খবরটা দিতেই হবে।

তরুণ। দেওয়ার মতো হলে তো দেব!

প্রেসিডেন্ট। মানে? দেওয়ার মতো বলতে?

তরুণ। আগে খুলে বল! টুকরোটা এল কোত্থেকে?

প্রেসিডেন্ট। টুকরে টুকরো বলছিস কেন? বৈজ্ঞানিক নাম আছে ওটার।

তরুণ। কী?

প্রেসিডেন্ট। 2000 Q.W.7 -হাফ কিলোমিটার চওড়া।

তরুণ। অদ্ভুত নাম তো!

প্রেসিডেন্ট। খুবই খতরনক। কয়েকশো মিটার চওড়া হলেই এই টুকরোগুলো খতরনক হয়ে পড়ে।

তরুণ। শুধু ওইটুকু চওড়া হলেই?

প্রেসিডেন্ট। তা ছাড়া পৃথিবী থেকে সাড়ে ছেচল্লিশ লক্ষ কিলোমিটারের মধ্যে নেমে আসতে হবে। তালেই গ্র্যাভিটির টানে -চোঁ!

অরুণ। মানে উল্কা! উল্কা তো পড়ে আকাশ থেকে!

প্রেসিডেন্ট। হাঁদা, ওরা মাটিতে পড়ে না। আকাশপথেই পুড়ে ছাই হয়ে যায় ঘর্ষণে। এগুলো বড়ো বলে সবটা ছাই হত না, গদাস করে মাটিতে পড়ত!

তরুণ। কিংবা সমুদ্রে!

প্রেসিডেন্ট। যদি আটল্যান্টিকে পড়ত, তিন মাইলের মধ্যে সব জল উবে যেত। আমেরিকা আর ইয়োরোপের দু-পাড় ডঁ×চু ঢেউয়ে ধুয়েমুছে যেত। কী সাংঘাতিক!

বরুণ। ধুলোয় আকাশ ছেয়ে থাকত!

অরুণ। আগে পৃথিবীতে এমন উল্কা পড়েছিল?

প্রেসিডেন্ট। হ্যাঁ।

অরুণ। রেকর্ড আছে তোর কাছে?

প্রেসিডেন্ট। দাঁড়া! ধার করি। (কাগজ বার করে) ৬৫ লক্ষ বছর আগে ১১ কিলোমিটার চওড়া একটা উল্কা ইউকাটনে পড়েছিল!

তরুণ। ইউকাটন কোথায়?

প্রেসিডেন্ট। হাঃ হাঃ হাঃ! একটু আগেই ভূগোলের জ্ঞান দিচ্ছিলি না?

তরুণ। দিচ্ছিলাম তো! তুই কি সবজান্তা ভাবিস নিজেকে?

প্রেসিডেন্ট। মেক্সিকো! বিজ্ঞানীরা বলছে, ওই ধাক্কাতেই নাকি পৃথিবী থেকে ডায়নোসররা নিশ্চিহ্ন হয়ে গেছে!

তরুণ। কই জুরাসিক পার্কে তো দেখায়নি?

প্রেসিডেন্ট। ধুস! তা দেখাবে কেন!

অরুণ। কী জানি ভাই! ৬৫ লক্ষ বছর আগে কে দেখতে গেছল! গ্যাঁজাগুলও হতে পারে! উল্কা নিয়ে তো অনেক গল্পই আছে!

প্রেসিডেন্ট। অরুণ, তোর মেম্বারশিপ থাকা ঠিক নয়। মহাজাগতিক রিসার্চ ক্লাবের মেম্বার হয়ে গ্যাঁজাগুল বলছিস?

অরুণ। (হেসে) কিছু মনে করিস না ভাই! লক্ষ কোটি শুনলেই কেমন যেন মাথাটা ঘুলিয়ে যায়!

প্রেসিডেন্ট। অত কেন? ১৯০৮ সালে ৬০ মিটার লম্বা একটা উল্কা পড়েছিল সাইবেরিয়াতে। তেরো মাইলের মধ্যে সব গাছপালা শেষ; শয়ে শয়ে তুন্দ্রা-হরিণ মরে গেছল। এই তো কাগজই বলছে।

তরুণ। আচ্ছা অমন শয়তান উল্কা যদি নেমেই আসে আকাশ পথে, টেকনলজি দিয়ে বিজ্ঞানীরা ধ্বংস করে দিতে পারে না?

বরুণ। অসম্ভব।

প্রেসিডেন্ট। ঠিক অসম্ভব নয়! বিদেশে বিজ্ঞানীরা ব্যাপারটা নিয়ে ভাবছেন।

তরুণ। কী ভাবছেন?

প্রেসিডেন্ট। যদি পারমানবিক কোনো আক্রমণ চালিয়ে জিনিসটাকে ফাটিয়ে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া যায়!

অরুণ। এরপর গেলে তড়িৎ স্যার আমাকেই গুঁড়িয়েই দেবে। (উঠে গিয়ে প্রেসিডেন্টের কানে ফিসফিস কথা)

প্রেসিডেন্ট। (উৎসাহে) বলিস কী? এক্ষুনি নিয়ে আয়? কে পেয়েছে?

অরুণ। বাবা! গ্রামে সার্ভে করেন তো- অফিসের গাড়ি ছিল, নিয়ে এসেছেন!

প্রেসিডেন্ট। দারুণ। দারুণ। হিপ হিপ হুররে!…

তরুণ। আস্তে! আস্তে! বড্ড চ্যাঁচাচ্ছিস! এক্ষুনি বাপি কিন্তু দোতলা থেকে নেমে আসবেন!

প্রেসিডেন্ট। সরি! সরি! কাকু কলেজ যাননি?

তরুণ। কাল শিলিগুড়ি যাবেন একটা সেমিনারে। কী সব লেখালিখি করছেন।

প্রেসিডেন্ট। অরুণ, মাইরি, ছুটে যা। সাইকেলটা থাক। ওটা রিক্সায় চাপিয়ে আনবি। ভাড়া ক্লাব থেকে দিয়ে দেব!

অরুণ। কিন্তু বাবা যদি হাতছাড়া না করেন?

প্রেসিডেন্ট। বলবি, এক্ষুনি পৌঁছে দেব।

[অরুণ দ্রুত বেরিয়ে যায়

বরুণ। প্রসূন, কী রে?

প্রেসিডেন্ট। এলেই দেখতে পাবি।

বরুণ। এমন করলে, আমি কিন্তু ক্লাব ছেড়ে দেব। অরুণ ঘ্যাম নিল, তুইও কিছু বলবি না?

প্রেসিডেন্ট। (হেসে) একটা বেলুন!

বরুণ। বেলুন! কী বেলুন?

প্রেসিডেন্ট। বাচ্চাদের বেলুন না। বড়ো বড়ো বেলুন। মানুষ চড়তে পারে।

বরুণ। অরুণ পেল কোত্থেকে?

প্রেসিডেন্ট। ওর বাবা তো গ্রামে সার্ভে করেন। কাল বিকেলে একটা ফাঁকা মাঠে পড়ে গেছিল, অমনি লুকিয়ে সেটাকে গাড়ির ডিকিতে ভরে নিয়ে এসছেন।

বরুণ। লুকিয়ে কেন?

তরুণ। পুলিশ জানতে পারলে- ভীষণ!

বরুণ। বেলুনটা কি পুলিশদের?

তরুণ। বুঝছিস না কেন, ওটা তো স্পাইদের হতে পারে।

প্রেসিডেন্ট। কিন্তু ফাঁকা বেলুনে কি স্পাইং হবে?

তরুণ। হয় ভাই! নইলে পুলিশ আসে কেন?

প্রেসিডেন্ট। শুনলাম বিদেশি ভাষায় কীসব লেখা আছে বেলুনটার মধ্যে!

তরুণ। তাহলে? সাংকেতিক ভাষা হতে পারে।

প্রেসিডেন্ট। তবে, আবহাওয়ার জন্য শুনেছি নানা দেশের বিজ্ঞানীরা বেলুন ওড়ায়। হয়তো তারই একটা পথ হারিয়ে চলে এসছে।

তরুণ। কোন গ্রামে পড়েছিল, প্রসূন?

প্রেসিডেন্ট। তা বলেনি।

বরুণ। অরুণের বাবা সার্ভে করেন মানে?

প্রেসিডেন্ট। ও আমিও বুঝি না। ওসব ছাড়, যদি দেখি বেলুনে কোনো রহস্য আছে, আমরা কাগজে ছাপিয়ে দেব। মহাজাগতিক রিসার্চ ক্লাবের নাম সব্বাই জেনে যাবে।

বরুণ। অরুণ তো তাই শোনাচ্ছিল আমাদের!

তরুণ। কিছু হবে না তো?

বরুণ। ভয় পাচ্ছিস?

তরুণ। যদি বোমা ভরা থাকে? কাগজে হরদম শুনছি।

প্রেসিডেন্ট। বোমা থাকলে অরুণদের বাড়িতেই ফেটে যেত!

তরুণ। তা অবশ্য ঠিক বলেছিস!

বরুণ। কাল অঙ্কের হোমটাস্ক আছে? কত প্রশ্নমালা?

প্রেসিডেন্ট। ভাগ্যিস মনে করালি। কত থেকে কত রে তরুণ? হেম স্যার আমাকে তো দেবে! অরুণটা যা করে দিয়েছে।

বরুণ। বললাম, কেন ফাঁস করলি হেম স্যারের কাছে!

প্রেসিডেন্ট। ওর মতো হাঁদা ছেলে আর দেখিনি! চেপে গেলেই হত!

তরুণ। আহা! হেম স্যারের অঙ্ক করলেই তো হল! আমরা অন্যায় তো কিছু করছি না!

প্রেসিডেন্ট। অন্য ছেলেরা যে খ্যাপায়!

তরুণ। খ্যাপাক!

প্রেসিডেন্ট। কাল সুমিত বলল ‘প্রেসিডেন্ট!’ আমিও দিয়েছি ঠেঙিয়ে! হেড স্যারের কাছে নাকি নালিশ করবে।

তরুণ। করুক! আমার বাবা স্কুলের মেম্বার! হেডস্যার কিচ্ছু বলবেন না তোকে। আর বাবা তো বলেছেন, আমাদের ক্লাবকে ছোটো একটা দূরবিন কিনে দেবেন।

প্রেসিডেন্ট। কবে? কবে? ফ্যান্টা! ফ্যান্টা!

তরুণ। চ্যাঁচাতে বারণ করছি না।

বরুণ। আমার এক কাকু প্রেসে কাজ করেন। বলেছেন ক্লাবের নামে একটা প্যাড ছাপিয়ে দেবেন!

প্রেসিডেন্ট। চমৎ-কার! প্রসূন ভট্টাচার্য, প্রেসিডেন্ট! সই করে সব কাগজে পাঠিয়ে দেব!

[ইতিমধ্যে রিক্সায় বেলুনটি নিয়ে অরুণ এবং তার বাবা প্রিয়তোষবাবু ঢুকলেন। ওরা সব উঠে দাঁড়াল ]

প্রিয়তোষ। বসো! বসো! দামি জিনিস তো! অরুণকে দিয়ে একা ছাড়লাম না। সঙ্গে এলাম।

প্রেসিডেন্ট। খুব ভালো করেছেন কাকু। কোথায় পেলেন?

প্রিয়তোষ। কাছের গ্রামেই! ঈশ্বরীপুর! আমাদের সার্ভের কাজ হচ্ছে!

তরুণ। তারপর?

[প্রিয়তোষ প্রেসিডেন্টের চেয়ারে বসল ]

প্রিয়তোষ। সন্ধ্যা হয় হয়! কাজ সেরে ফিরছি। হঠাৎ একটা বটগাছের পাশ দিয়ে হুশ করে মাটিতে পড়ল।

তরুণ। বটগাছ থেকে?

প্রিয়তোষ। বোধ হয় গাছে আটকে-ফাটকে ছিল! কীসব বিদেশি ভাষায় লেখা!

[সবাই ঝুঁকে দেখতে থাকে। অরুণ পড়তে চলে যায় ]

প্রিয়তোষ। (ছেলেকে) কোচিং থেকে সোজা বাড়ি চলে যাবে। এখানে আসার দরকার নেই।

তরুণ। কাকু, এটা কী ভাষা?

প্রেসিডেন্ট। চীনা ভাষা!

প্রিয়তোষ। (হেসে) তুমি চীনা ভাষা জানো?

প্রেসিডেন্ট। না। দেখে মনে হচ্ছে।

প্রিয়তোষ। কোরিয়া, জাপান, হংকং, সিঙ্গাপুরী-যেকোনো ভাষা হতে পারে। সবগুলোই দেখতে একরকম!

তরুণ। কলকব্জাগুলো কীসের? জিনিসটা কি নাইলনের?

প্রিয়তোষ। দামি কিছু ফাইবারের মনে হচ্ছে!

বরুণ। চীন হলে এতদূর আসবে কেন?

প্রিয়তোষ। বেলুনে সারা পৃথিবী ঘোরা যায়!

প্রেসিডেন্ট। আমি একটা বইতে পড়েছিলাম, আবহাওয়া পরীক্ষা করতে বিজ্ঞানীরা এই বেলুন ওড়ায়।

বরুণ। শুনেছি গুপ্তচররাও বেলুন ছেড়ে দেয় শত্রুদের দেশে!

প্রিয়তোষ। বেলুন ছেড়ে দিয়ে কী করবে? এখন তো স্যাটেলাইটেই শত্রুদেশের খুঁটিনাটি পেয়ে যাচ্ছে। মনে হয় বিজ্ঞানীরাই ছেড়েছে!

প্রেসিডেন্ট। (উৎসাহে) একটা কাজ করলে হয় না?

তরুণ। কী?

প্রেসিডেন্ট। আমাদের ক্লাবের নামলেখা একটা কাগজ সাঁটিয়ে যদি উড়িয়ে দিই বেলুনটাকে? বিদেশে নামটা চলে যাবে।

তরুণ। প্রেসিডেন্ট প্রসূন ভট্টাচার্য নামটার সই থাকবে না?

প্রেসিডেন্ট। হ্যাঁ।

বরুণ। তোর একারটাই থাকবে? আমরা বুঝি ক্লাবের কেউ নই?

তরুণ। সবার নাম থাকতে হবে।

প্রেসিডেন্ট। যা হিংসুটে হয়েছিস না? আচ্ছা, সবারই নাম থাকবে।

প্রিয়তোষ। বিদেশিরা তো বাংলা পড়তে পারবে না।

প্রেসিডেন্ট। ইংরেজিতে লিখব।

প্রিয়তোষ। পৃথিবীর সব দেশ ইংরেজিও জানে না।

প্রেসিডেন্ট। কাকু, বেলুনটা আমরা ক্লাবে রাখতে পারি?

প্রিয়তোষ। ক্লাব মানে তো, তরুণদের এই বাড়ি?

প্রেসিডেন্ট। হ্যাঁ।

প্রিয়তোষ। ওর বাবা কি রাজি হবেন?

প্রেসিডেন্ট। অসুবিধে কোথায়?

তরুণ। যদি ভেতরে বোমা থাকে?

প্রেসিডেন্ট। তাহলে তো কাকুর বাড়িতেই ফাটতে পারত।

বরুণ। তা কেন, বোমা অনেকদিন বাদেও ফাটতে পারে।

প্রেসিডেন্ট। আমরা একটু পরীক্ষাই করে দেখি না কেন?

বরুণ। কীভাবে?

প্রেসিডেন্ট। বমস্কোয়াড ডেকে যাচাই করে নেব।

তরুণ। বোকা, পুলিশ দেখলে বুঝি এটা রেখে যাবে? তোকেই গুপ্তচর ভাববে।

প্রেসিডেন্ট। আমরা গুপ্তচর হব কেন? আমাদেরটা তো রিসার্চ ক্লাব!

[দরজার বাইরে থেকে শোনা গেল ‘প্রিয়তোষবাবু আছেন! প্রিয়তোষবাবু?’ ]

প্রিয়তোষ। (দরজা খুলে) কে?

[একজন পুলিশ অফিসার ও একজন সেপাই ঢুকে পড়ল ]

পুলিশ। আপনি এখানে? ঠিকই খবর পেয়েছিলাম!

প্রিয়তোষ। আপনারা?

পুলিশ। বাঃ! জিনিসটাও টেবিলের ওপর বসানো আছে দেখছি! আমরা আপনার বাড়িতে গেছলাম!

প্রিয়তোষ। কেন? আমি কি ঘুটালায় জড়িয়েছি?

পুলিশ। না মশাই! গুপ্তচরবৃত্তি করছেন।

প্রিয়তোষ। মানে? কী বলতে চাইছেন? জানেন, আমি একজন সরকারি কর্মচারী?

পুলিশ। অভিযোগ তো আরও ঘোরালো হয়ে যাবে তাহলে!

প্রিয়তোষ। খবর পেলেন কোত্থেকে?

পুলিশ। পুলিশ সব খবর রাখে প্রিয়তোষবাবু! কাল বিকেল সাড়ে পাঁচটাতেই জানতে পেরেছি আমরা। ভাবলাম, আপনি ওটা থানায় জমা দিয়ে যাবেন!

প্রিয়তোষ। ভুল করছেন অফিসার, এটা কোনো স্পাইং ব্যাপার নয়! সরল বেলুন।

পুলিশ। সাংকেতিক ভাষাগুলোও? বোকা বানাতে চাইছেন?

প্রেসিডেন্ট। না দারোগাবাবু, আবহাওয়ার জন্য বেলুন-

পুলিশ। বাচ্চা ছেলের মতো থাকো! একদম ডেঁপোমি করবে না। হ্যাঁ বলুন প্রিয়তোষবাবু, কেন আপনি থানায় জমা দিলেন না? কী মতলব?

[তরুণের পিতা অধ্যাপক সমরেশ সান্যাল ঢুকলেন ঘরে ]

সমরেশ। আমার বাড়ি পুলিশ? কী ব্যাপার?

পুলিশ। আপনার বাড়ি এটা? কী করেন আপনি?

সমরেশ। আজ্ঞে। আমি অধ্যাপনা করি। বিষয় পদার্থবিদ্যা!

পুলিশ। আপনিও গুপ্তচরবৃত্তির অভিযোগে পড়তে পারেন! বেলুনটা এখন আপনার বাড়িতে পাওয়া গেল!

সমরেশ। বেলুন? গুপ্তচর? খুলে বলুন তো।

তরুণ। বাপি, কাকু কাল গাঁয়ে এটা পেয়েছেন। আমরা রিসার্চ ক্লাবে দেখতে এনেছি। হঠাৎ পুলিশ হাজির।

সমরেশ। (সমরেশ সান্যাল ঝুঁকে বেলুনটা দেখে) এগুলো তো আবহাওয়া পরীক্ষার জন্য ছাড়া হয়।

পুলিশ। ঘোরাবেন না অধ্যাপক! আবহাওয়ার দেখার কী আছে?

সমরেশ। আমাদের বায়ুমণ্ডলের মূল চারটে ভাগ!

পুলিশ। মানে? ভাগ বলতে?

সমরেশ। ক্ষুব্ধ, শান্ত, ওজনস্তর, আয়নস্তর। ঝড় বৃষ্টি মেঘ ক্ষুব্ধ স্তরে হয়!

পুলিশ। তা দেখার কী আছে?

সমরেশ। কার্বনডাইঅক্সাইড বা ওজোন গ্যাস বাড়ল না কমল, দেখতে হয়! মশাই, আপনি ব্যস্ত হবেন না! এগুলো নিরীহ বৈজ্ঞানিক গবেষণার যন্ত্র!

পুলিশ। এসব সাংকেতিক ভাষা কেন? নিশ্চয়ই মিলিটারি সিক্রেট আছে!

সমরেশ। পৃথিবীর সব ভাষা কি আপনার জানা? তাই সাংকেতিক লাগছে! বিদেশিরা বাংলা অক্ষরকেও সাংকেতিক ভাবে!

পুলিশ। বুঝলাম। তা আপনার বাড়িতে কেন জড়ো হয়েছে সব?

প্রেসিডেন্ট। আমাদের ক্লাব আছে এখানে। মহাজাগতিক রিসার্চ ক্লাব!

প্রিয়তোষ। দেখুন, গুপ্তচর আছে ঠিকই! তারা এসব আড়ম্বর করে না।

পুলিশ। তবু ওটা আমাদের দিয়ে দিতে হবে স্যার!

সমরেশ। কেন?

পুলিশ। আমরা এক্সপার্ট দিয়ে পরীক্ষা করাব। চারদিকের অবস্থাটা বুঝতেই পারছেন!

সমরেশ। আসল গুপ্তচরদের খোঁজ করুন। ছেলেরা যদি জ্ঞানের জন্য এটা রেখেই দেয়, তাতে ক্ষতি কী? ছেলেরা তো উৎসাহ পাবে না।

পুলিশ। ক্লাবটা কি রেজিস্টার্ড?

সমরেশ। হাসালেন আপনি।

পুলিশ। কেন?

সমরেশ। বাচ্চা কটা ছেলে! আকাশ নিয়ে উৎসাহী। এখানে বসে এরা আলোচনা করে। ভাবে বড়ো বিজ্ঞানী হবে একদিন! রেজেস্ট্রির কথা উঠছে কেন?

প্রিয়তোষ। বেলুনটা যে আপনার থানার মধ্যে অক্ষত থাকবে, গ্যারান্টি কোথায়?

পুলিশ। আমরা এস. ডি. ও.-কে খবর দিয়েছি।

প্রিয়তোষ। উনি নিশ্চয় ডি. এম.-কে?

সমরেশ। (হেসে) ডি. এম. নিশ্চয়ই ডেপুটি সেক্রেটারিকে?

পুলিশ। আপনারা শিক্ষিত হয়ে কী বলছেন? জানেন কীভাবে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে?

সমরেশ। ভালো করেই জানি। তাই বলে এ-বেলুনে নয়। এটা অতি নিরীহ জ্ঞান-বিজ্ঞানের ব্যাপার! দুনিয়া জুড়ে যাই ঘটুক, গবেষণা বন্ধ থাকে না। কোনো দেশ থেকে নিশ্চয়ই মানুষের কল্যাণে ছাড়া হয়েছে!

প্রিয়তোষ। যদি আমার দেশের উৎসাহী কিছু ছেলে এ নিয়ে স্বপ্ন দেখে, আপনার আপত্তি আছে?

সমরেশ। শুনুন, আপাতত এটা এদের জিম্মায় থাক! যদি চাপ আসে কোথাও থেকে ফোন করবেন, আমি পৌঁছে দিয়ে আসব। কথা দিলাম। বাই দি বাই! আপনার কোনো ছেলে-মেয়ে নেই?

পুলিশ। একটিই ছেলে! নাইনে পড়ে! -কেন?

সমরেশ। কোথায় পড়ে?

পুলিশ। সোদপুর হাই স্কুলে।

বরুণ, তরুণ, প্রেসিডেন্ট। আমাদের স্কুলে? অ্যাঁ?

পুলিশ। তোমরাও ওই স্কুলে পড়ো?

প্রেসিডেন্ট। হ্যাঁ! আমার নাম প্রসূন-প্রসূন ভট্টাচার্য! আমি এই ক্লাবের প্রেসিডেন্ট!

পুলিশ। শা-বা-শ! আমি খবরটা কাগজে পাঠিয়ে দেব।

প্রেসিডেন্ট। রিসার্চ ক্লাবের নামটা উঠবে?

পুলিশ। নিশ্চয়ই! মনে কিছু করবেন না স্যার, দরকার হলে ফোন করব।

[পুলিশ ও সেপাই বেরিয়ে যায়

বরুণ, তরুণ, প্রেসিডেন্ট। ই-য়া-য়া! (চিৎকার)

সমরেশ । আসুন প্রিয়তোষবাবু। ওপরে গিয়ে এক কাপ কফি খাই! এরা গবেষণা করুক বেলুনটা নিয়ে।

[পরদা নেমে আসে ]

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *