মরুভূমির গোলাপ
[অমৃতলোক সাহিত্য মন্দির, মেদিনীপুর থেকে সমীরণ মজুমদার প্রকাশ করেছিলেন।
বইটিতে, ‘বউ কীরকম হবে’, ‘বেশ্যা কীরকম হবে’, এইভাবে কে কীরকম হবে বলে একটা সিরিজ আছে। দ্বিতীয় ভাগে আছে তিনটি দীর্ঘ কবিতা, ‘অনাৰ্যনগর কলকাতা’, ‘তিন জন্ম তিন আঙুল’, ‘মরুভূমির গোলাপ’। এই বইটিতে হিন্দুত্ববাদের বিরুদ্ধে বেশ কয়েকটি কবিতা আছে। বলা যায় এই বই থেকেই সুবোধের কবিতায় রাজনীতির প্রবেশ।
উৎসর্গ বন্ধু সুধাংশু ও শর্মিলাকে। অর্থাৎ চিত্রশিল্পী সুধাংশু বন্দ্যোপাধ্যায় ও ইংরেজি ভাষার কবি শর্মিলা বায়। প্রকাশ: ১৯৯১। প্রচ্ছদ: কৃষ্ণেন্দু চাকী। মূল্য: ১৫ টাকা।]