বিবস্বানের পুত্র। একদিন এক ক্ষুদ্র মৎস্য চীরিণী নদীর তীরে মনুকে বললেন – বলবান মৎস্যের হাত থেকে তাকে রক্ষা করতে। মনু প্রথমে তাকে একটি জালার মধ্যে, তারপর একটি পুষ্করিণীতে, তারপর গঙ্গায়, পরিশেষে সে এত বৃহৎ হল যে, তাকে সমুদ্রে ছেড়ে দিলেন। মনু যখন তাকে সমুদ্রে ছেড়ে দিচ্ছেন তখন সেই মৎস্য বলল যে, প্রলয়কাল আসছে,তখন সবকিছু জলমগ্ন হবে। মনু যেন একটি নৌকা প্রস্তুত করে সপ্তর্ষিদের সঙ্গে তাতে ওঠেন আর সেই নৌকায় বসে ওকে স্মরণ করেন। এই মৎস্য আসলে ছিলেন ব্রহ্মা। প্রলয়কালে তিনি মৎস্য হয়ে অশেষ জলরাশির মধ্য দিয়ে নৌকা টেনে হিমালয়ের পর্বতশৃঙ্গে এসে মনুদের পৌঁছে দিয়েছিলেন। এই মনুই পরে দেব অসুর মানুষ প্রভৃতি প্রজা সৃষ্টি করেন। মনুর এই গল্পের সঙ্গে বাইবেলে বর্ণিত নোয়া-র আর্ক এবং মধ্য এশিয়ার এপিক অফ গিলগামাশ গল্পের মিল আছে।